ETV Bharat / state

কালিয়াগঞ্জে ভোট প্রচারে জোট প্রার্থী ধীতশ্রী - left-congress candidate dhetoshree roy

ভোট এগিয়ে আসতেই বাড়ছে কালিয়াগঞ্জ বিধাসভার উপনির্বাচনের উত্তাপ ৷ নিজ নিজ মত প্রচার করছেন রাজনৈতিক দলের পার্থীরা ৷ তেমনই সকাল থেকে প্রচারে চরম ব্যস্ত কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বাম-কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায় ৷

প্রচারে বাম-কংগ্রেস পার্থী
author img

By

Published : Nov 17, 2019, 11:46 PM IST

Updated : Nov 19, 2019, 1:23 AM IST

রায়গঞ্জ, 17 নভেম্বর: ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের উত্তাপ । প্রচারে পিছিয়ে নেই কেউই । একদিকে যেমন তৃণমূল ও BJP ছোট-বড় জনসভার মাধ্যমে নিজেদের প্রচার চালাচ্ছে । ঠিক অন্যদিকে বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন ।

শুধুমাত্র শহরাঞ্চলে নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও প্রচার করেছেন ধীতশ্রী রায় । কংগ্রেসের জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী যেমন আছেন, ঠিক তেমনি বাম নেতাকর্মীদের ভিড় চোখে পড়ার মতো । সব মিলিয়ে জেতার বিষয়ে অনেকটাই আশাবাদী ধীতশ্রী ।

বাড়ি গিয়ে প্রচার সারছেন ধীতশ্রী। অনেকটাই ভালোবাসা কুড়িয়েছেন তিনি। এদিন কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়া মজলিশপুর থেকে শুরু করে বিকেলের দিকে অনন্তপুর ও অন্যান্য গ্রামাঞ্চলেও প্রচার সারেন তিনি । প্রচারে মাঝে অল্প সময়ের জন্য বাড়ি ফিরে রান্না করে খাওয়া-দাওয়া ছেড়ে ফের প্রচারের কারণে পথে নামেন প্রার্থী ।

দেখুন ভিডিয়ো...

রাজনৈতিক নেত্রী হিসেবে তাঁর দৃষ্টিভঙ্গিও চোখে পড়ার মতো । কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে কী ধরনের সুযোগ-সুবিধা তিনি এখানকার মানুষদের জন্য নিয়ে আসবেন তা স্পষ্ট করেন। কংগ্রেস-বামফ্রন্টের জোট প্রার্থী দুই দলের মতকে প্রাধান্য দিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সেখানকার সাধারণ মানুষের জন্য কাজ করতে চান বলে জানান ৷

রায়গঞ্জ, 17 নভেম্বর: ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের উত্তাপ । প্রচারে পিছিয়ে নেই কেউই । একদিকে যেমন তৃণমূল ও BJP ছোট-বড় জনসভার মাধ্যমে নিজেদের প্রচার চালাচ্ছে । ঠিক অন্যদিকে বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন ।

শুধুমাত্র শহরাঞ্চলে নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও প্রচার করেছেন ধীতশ্রী রায় । কংগ্রেসের জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী যেমন আছেন, ঠিক তেমনি বাম নেতাকর্মীদের ভিড় চোখে পড়ার মতো । সব মিলিয়ে জেতার বিষয়ে অনেকটাই আশাবাদী ধীতশ্রী ।

বাড়ি গিয়ে প্রচার সারছেন ধীতশ্রী। অনেকটাই ভালোবাসা কুড়িয়েছেন তিনি। এদিন কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়া মজলিশপুর থেকে শুরু করে বিকেলের দিকে অনন্তপুর ও অন্যান্য গ্রামাঞ্চলেও প্রচার সারেন তিনি । প্রচারে মাঝে অল্প সময়ের জন্য বাড়ি ফিরে রান্না করে খাওয়া-দাওয়া ছেড়ে ফের প্রচারের কারণে পথে নামেন প্রার্থী ।

দেখুন ভিডিয়ো...

রাজনৈতিক নেত্রী হিসেবে তাঁর দৃষ্টিভঙ্গিও চোখে পড়ার মতো । কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে কী ধরনের সুযোগ-সুবিধা তিনি এখানকার মানুষদের জন্য নিয়ে আসবেন তা স্পষ্ট করেন। কংগ্রেস-বামফ্রন্টের জোট প্রার্থী দুই দলের মতকে প্রাধান্য দিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সেখানকার সাধারণ মানুষের জন্য কাজ করতে চান বলে জানান ৷

Intro:রায়গঞ্জ, ১৭ নভেম্বরঃ- ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের উত্তাপ। তবে প্রচারে পিছিয়ে নেই কেউই। একদিকে যেমন তৃণমূল ও বিজেপি ছোট-বড় জনসভার মাধ্যমে নিজেদের প্রচার চালাচ্ছে। ঠিক অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় বাড়ি বাড়ি গিয়ে তার প্রচার সারছেন। শুধুমাত্র শহরাঞ্চলে নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও তিনি প্রচার করেছেন। তার সঙ্গে কংগ্রেসের জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী যেমন আছে,ঠিক তেমনি বাম নেতাকর্মীদের ভিড় ভালো চোখে পড়ছে। সব মিলিয়ে জেতার বিষয়ে অনেকটাই আশাবাদী ধীতশ্রীদেবী।ইটিভি ভারতের প্রচার এর সঙ্গী হয়ে আমরা দেখতে পাই বাড়ি বাড়ি গিয়ে কাছের মানুষ নিজের মানুষ হওয়ার দাবি করছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ছোটদের ভালোবাসা বড়দের শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। পাল্টা অনেকটাই ভালোবাসা কুড়িয়েছেন ধীতশ্রীদেবী। এদিন কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়া মজলিশপুর থেকে শুরু করে বিকেলের দিকে অনন্তপুর ও অন্যান্য গ্রামাঞ্চলেও প্রচার সারেন তিনি। প্রচারে মাঝে অল্প সময়ের জন্য বাড়ি ফিরে রান্না করে কোনো রকমে খেয়ে দে ফের প্রচারে পথে হাঁটেন প্রার্থী। খুব জোরে হাঁটেন তাই অনেক সময় কর্মীসমর্থকরা খেই হারিয়ে ফেলেন। তবে বুঝতে পেরে কর্মী-সমর্থকদের পাশে নিয়ে বাড়ি বাড়ি দৌড়াচ্ছেন ভোটে জেতার লড়াইয়ে ধীতশ্রীদেবী। আমাদের প্রতিনিধির সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে এল নানা অজানা কথা। পাশাপাশি রাজনৈতিক নেত্রী হিসেবে তার দৃষ্টিভঙ্গি ও চোখে পড়ার মতো। কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে কি কি ধরনের সুযোগ-সুবিধা তিনি এখানকার মানুষদের জন্য নিয়ে আসবেন তা স্পষ্ট করে বললেন তিনি। আবার কংগ্রেস বামফ্রন্টের প্রার্থী দুই দলের মতামতকে প্রাধান্য দিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সেখানকার সাধারণ মানুষের জন্য নানান পরিকল্পনা তৈরি করবেন বলে জানিয়েছেন তিনি। বাড়ি ফিরে ডাল তরকারি রান্না করে কোন রকমে খেয়ে ফের নেতাকর্মীদের পাশে চলে গেলেন তিনি। বাড়ি থেকে বাড়ি ছুটে বেড়ালেন বাম কংগ্রেস জোট প্রার্থী। ভোটের সময় নেতাকর্মীদের ভয় না পেয়ে ঠিক জায়গায় ভোট দেওয়ার বার্তা যেমন দিয়েছেন ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস বিজেপি কে বিধতেও ছাড়েননি তিনি। সারাদিনে প্রচারে বাম কংগ্রেস জোট প্রার্থী বলেন বাবার ছেড়ে যাওয়া অসমাপ্ত কাজগুলো পূরণ করে কালিয়াগঞ্জ বাসি মুখে হাসি ফোটাতে চাই।Body:BdConclusion:Fs
Last Updated : Nov 19, 2019, 1:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.