রায়গঞ্জ, ১৯ মার্চ : নাম না করে রায়গঞ্জ লোকসভাকেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে বিশ্বাসঘাতক বললেন দীপা দাশমুন্সি। তিনি এবার রায়গঞ্জ লোকসভাকেন্দ্রের কংগ্রেস প্রার্থী। আজ ইসলামপুর থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপা বলেন, "ভোটের লড়াইটা আমার কাছে সত্য ও অসত্যের লড়াই। একসময় অনেকে আমাদের পক্ষে থেকে সত্যের জন্য লড়েছিলেন। তবে আজ তাঁরা দলবদল করে বিশ্বাসঘাতকতা করেছেন। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের মানুষ এর জবাব দেবে।"
আজ দীপা দিল্লি থেকে বিমানে বাগডোগরা পৌঁছান। সেখান থেকে তিনি নিজের নির্বাচনী এলাকা ইসলামপুরে যান। সেখানে দুর্গামন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। হুডখোলা গাড়িতে সার্কিট হাউজ় পর্যন্ত রোড শো করেন। ভোটারদের সেলফির আবদারও মেটান। এদিন দীপার প্রচারে দলীয় কর্মীরা বাইক মিছিল করেন। এই বাইক মিছিল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, যাঁরা বাইক চালাচ্ছিলেন তাঁদের মাথায় হেলমেট ছিল না।
দীপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁর দাবি, উত্তর দিনাজপুরের মানুষ তাঁকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন। তাই দল তাঁকে নির্বাচনী ময়দানে ফিরিয়ে এনেছে। রায়গঞ্জকেন্দ্রের মানুষ তাঁকেই জয়ী করবে বলে দাবি করেন। কংগ্রেস ছেড়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে তিনি বলেন, "যারা দলবদল করেছেন তাঁদের জন্যই একসময়ে আমাদের পথে নামতে দেখেছিলেন। কিন্তু তাঁরা আজ বিশ্বাসঘাতকতা করেছেন। উত্তর দিনাজপুরের মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। এখানকার মানুষ প্রিয়রঞ্জন দাশমুন্সিকে ভোলেননি। মানুষই আমাদের জেতাবে।"
CPI(M)-র সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে দীপা বলেন, "দুটি বিরোধী দল যখন আলোচনায় বসে তখন তার অনেক পদ্ধতি থাকে। তবে আমাদের উপর বেশ কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। যা প্রদেশ কংগ্রেস নেতারা মানতে পারেননি।"