ETV Bharat / state

2 দিন ফোনে পায়নি ছেলেরা, মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার - মহিলার দেহ উদ্ধার

দু'দিন মহিলাকে ফোনে পায়নি ছেলেরা ৷ প্রতিবেশীরা তাঁর রক্তাক্ত দেহ দেখতে পায় ৷ খুন কি না, তদন্ত করে দেখছে পুলিশ ৷

Breaking News
author img

By

Published : Jul 6, 2020, 5:11 AM IST

রায়গঞ্জ, 6 জুলাই : রায়গঞ্জে রহস্যমৃত্যু হল এক মহিলার । মৃতার নাম মাজেদা খাতুন (56) । তাঁর বাড়ি রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকায় ।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই মহিলা বাড়িতে একাই থাকতেন । তাঁর ছেলেরা হরিয়ানাতে কাজ করেন । ঘটনার খবর পেয়ে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন । কীভাবে মহিলার মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । তদন্তের জন্য ঘটনাস্থানে পুলিশ কুকুর আনা হয় ৷

woman murdered
ঘটনাস্থানে পুলিশ

বিন্দোল গ্রাম পঞ্চায়েতের আধাবহর গ্রামে বাড়ি মাজেদা খাতুনের ৷ বাড়িতে একাই থাকতেন । দুই ছেলে পরিযায়ী শ্রমিকের কাজে হরিয়ানার যমুনা নগরে অনেক দিন থেকেই আছেন । লক ডাউনে বাড়ি ফিরতে না পারলেও প্রতিদিন মাকে ফোন করতেন ৷ শুক্রবার রাত থেকে মায়ের মোবাইল সুইচ অফ থাকায় চিন্তিত হয়ে পড়েন তাঁরা । শনিবার সারাদিন ফোন চালু হয়নি । ছেলেরা এরপর অবিরাম গ্রামে প্রতিবেশীদের ফোন করতে থাকেন । আত্মীয়স্বজনকে তাঁরা ফোন করেন । রবিবার সন্ধে নাগাদ প্রতিবেশীরা মাজেদার ঘরের পিছনে শৌচাগারের পাশে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান । মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল ৷ খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় ।

রবিবার রাতে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

রায়গঞ্জ, 6 জুলাই : রায়গঞ্জে রহস্যমৃত্যু হল এক মহিলার । মৃতার নাম মাজেদা খাতুন (56) । তাঁর বাড়ি রায়গঞ্জ ব্লকের বিন্দোল এলাকায় ।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই মহিলা বাড়িতে একাই থাকতেন । তাঁর ছেলেরা হরিয়ানাতে কাজ করেন । ঘটনার খবর পেয়ে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন । কীভাবে মহিলার মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ । তদন্তের জন্য ঘটনাস্থানে পুলিশ কুকুর আনা হয় ৷

woman murdered
ঘটনাস্থানে পুলিশ

বিন্দোল গ্রাম পঞ্চায়েতের আধাবহর গ্রামে বাড়ি মাজেদা খাতুনের ৷ বাড়িতে একাই থাকতেন । দুই ছেলে পরিযায়ী শ্রমিকের কাজে হরিয়ানার যমুনা নগরে অনেক দিন থেকেই আছেন । লক ডাউনে বাড়ি ফিরতে না পারলেও প্রতিদিন মাকে ফোন করতেন ৷ শুক্রবার রাত থেকে মায়ের মোবাইল সুইচ অফ থাকায় চিন্তিত হয়ে পড়েন তাঁরা । শনিবার সারাদিন ফোন চালু হয়নি । ছেলেরা এরপর অবিরাম গ্রামে প্রতিবেশীদের ফোন করতে থাকেন । আত্মীয়স্বজনকে তাঁরা ফোন করেন । রবিবার সন্ধে নাগাদ প্রতিবেশীরা মাজেদার ঘরের পিছনে শৌচাগারের পাশে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান । মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল ৷ খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় ।

রবিবার রাতে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.