ETV Bharat / state

কুমারগঞ্জ-মালদা ধর্ষণে অন্তত ছি বলা উচিত ছিল মুখ্যমন্ত্রীর : দেবশ্রী - উত্তর দিনাজপুর

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, "যদি বাস্তব নিয়ে রাজনীতি করতেন তাহলে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ঘটনা নিয়ে কম করে একটা ছি বলতেন ৷  যে বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানানো উচিত ছিল, সে বিষয়ে তিনি নিশ্চুপ ৷"

Debasree Chaudhuri's reaction about Mamata Banerjee on South Dinajpur and Malda Physical Harassment case
দেবশ্রী চৌধুরি
author img

By

Published : Jan 14, 2020, 1:50 PM IST

Updated : Jan 14, 2020, 2:41 PM IST

রায়গঞ্জ, 14 জানুয়ারি : রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় কোনও মন্তব্য না করায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী একটি অসাংবিধানিক বিষয় নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন ৷ তাঁর মালদা বা দক্ষিণ দিনাজপুর জেলায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানানো উচিত ছিল ৷ কিন্তু তিনি সে সময় পাননি ৷ "

গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি ৷ সেখানে তিনি বলেন, "ক্যা ক্যা ছি ছি বলে নাটক করছেন ৷ অসাংবিধানিক বিষয় নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন ৷ কারণ তাঁর রাজনৈতিক জীবন পুরোটাই নাটক ৷ যদি বাস্তব নিয়ে রাজনীতি করতেন তাহলে মালদা ও দক্ষিণ দিনাজপুরের ঘটনা নিয়ে কম করে একটা ছি বলতেন ৷ যে বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানানো উচিত ছিল সে বিষয়ে তিনি নিশ্চুপ ৷ জেলার মানুষ তাঁর মুখ ও মুখোশ চিনে গেছে ৷ "

কুমারগঞ্জ ও মালদার ধর্ষণের ঘটনায় কোনও মন্তব্য না করায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি

সম্প্রতি মালদার মানিকচকের কামালপুর গ্রামের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের একাংশের অনুমান, তাঁকে আমবাগানে ডেকে এনে ধর্ষণ করে খুন করা হয় ৷ অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ক্লাস ইলেভেনের ছাত্রীকে গণধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ করা হয় ৷

রায়গঞ্জ, 14 জানুয়ারি : রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় কোনও মন্তব্য না করায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী একটি অসাংবিধানিক বিষয় নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন ৷ তাঁর মালদা বা দক্ষিণ দিনাজপুর জেলায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানানো উচিত ছিল ৷ কিন্তু তিনি সে সময় পাননি ৷ "

গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি ৷ সেখানে তিনি বলেন, "ক্যা ক্যা ছি ছি বলে নাটক করছেন ৷ অসাংবিধানিক বিষয় নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন ৷ কারণ তাঁর রাজনৈতিক জীবন পুরোটাই নাটক ৷ যদি বাস্তব নিয়ে রাজনীতি করতেন তাহলে মালদা ও দক্ষিণ দিনাজপুরের ঘটনা নিয়ে কম করে একটা ছি বলতেন ৷ যে বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানানো উচিত ছিল সে বিষয়ে তিনি নিশ্চুপ ৷ জেলার মানুষ তাঁর মুখ ও মুখোশ চিনে গেছে ৷ "

কুমারগঞ্জ ও মালদার ধর্ষণের ঘটনায় কোনও মন্তব্য না করায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি

সম্প্রতি মালদার মানিকচকের কামালপুর গ্রামের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের একাংশের অনুমান, তাঁকে আমবাগানে ডেকে এনে ধর্ষণ করে খুন করা হয় ৷ অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ক্লাস ইলেভেনের ছাত্রীকে গণধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ করা হয় ৷

Intro:রায়গঞ্জ,১৩ জানুয়ারিঃ-" মুখ্যমন্ত্রী সম্পূর্ণ অসংবিধানিক বিষয় নিয়ে কাকা ছি ছি করছেন, কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা বা মালদার ধর্ষিতাদের বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় পাননি।" সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ঠিক এইভাবেই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।তিনি বলেন," মমতা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক গোটা জীবনটা একটা নাটকের উপর চলে। তিনি কখনও বাস্তবের উপর দাঁড়িয়ে থাকেন না। যদি বাস্তবের সত্যতার রাজনীতি তিনি করতেন তাহলে দক্ষিন দিনাজপুরের কুমারগঞ্জের নারকীয় ঘটনায় অন্তত একটা ছিঃ তিনি বলতেন "। কুমারগঞ্জের নারকীয় ঘটনার প্রতিক্রিয়া তিনি এরাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মমতা বন্দোপাধ্যায় এখন ক্যা ক্যা ছি ছি নিয়ে নাটক করে বেড়াচ্ছেন, যেটা একটা সম্পূর্ণ অসাংবিধানিক বিষয়। তবে মানুষ তাঁকে চিনে গেছে, আগামী বিধানসভা ভোটে তাঁকে শিখিয়ে দেবে যেমনটা লোকসভা ভোটে শিখিয়েছে।

সোমবার উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। সেখানে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, মমতা বন্দোপাধ্যায়ের রাজ্যে মালদায় দুটি এবং দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জে যে নারকীয় ঘটনা ঘটেছে তা নিয়ে কোনও প্রতিক্রিয়াই দেওয়ার সময় হয়নি এরাজ্যের মুখ্যমন্ত্রীর। কারন তিনি এখন সংবিধান বিরোধী বিষয় নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। কুমারগঞ্জের ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। কিন্তু তিনি এখন ক্যা ক্যা ছি ছি নিয়ে ব্যাস্ত। তিনি এই বিষয় নিয়ে নিশ্চুপ। রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মুখ আর মুখোশ চিনে নিয়েছেন। মানুষ অপেক্ষা করছেন৷ যেভাবে লোকসভা নির্বাচনে জবাব দিয়েছেন সেভাবেই আগামী বিধানসভা ভোটেও তাঁকে মানুষ শিখিয়ে দেবেন বলে মন্তব্য করেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।Body:ণConclusion:sk
Last Updated : Jan 14, 2020, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.