রায়গঞ্জ, 14 জানুয়ারি : রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় কোনও মন্তব্য না করায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী একটি অসাংবিধানিক বিষয় নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন ৷ তাঁর মালদা বা দক্ষিণ দিনাজপুর জেলায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানানো উচিত ছিল ৷ কিন্তু তিনি সে সময় পাননি ৷ "
গতকাল উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি ৷ সেখানে তিনি বলেন, "ক্যা ক্যা ছি ছি বলে নাটক করছেন ৷ অসাংবিধানিক বিষয় নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন ৷ কারণ তাঁর রাজনৈতিক জীবন পুরোটাই নাটক ৷ যদি বাস্তব নিয়ে রাজনীতি করতেন তাহলে মালদা ও দক্ষিণ দিনাজপুরের ঘটনা নিয়ে কম করে একটা ছি বলতেন ৷ যে বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানানো উচিত ছিল সে বিষয়ে তিনি নিশ্চুপ ৷ জেলার মানুষ তাঁর মুখ ও মুখোশ চিনে গেছে ৷ "
সম্প্রতি মালদার মানিকচকের কামালপুর গ্রামের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের একাংশের অনুমান, তাঁকে আমবাগানে ডেকে এনে ধর্ষণ করে খুন করা হয় ৷ অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ক্লাস ইলেভেনের ছাত্রীকে গণধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ করা হয় ৷