রায়গঞ্জ, 18 অক্টোবর : পুজোর সময় ভোটের রাজনীতির লক্ষ্য নিয়ে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সরকারি কোষাগার লুট করে ক্লাবগুলিকে 50 হাজার টাকা করে দান করেছেন তিনি ৷ আজ একথা বলেন BJP সাংসদ দেবশ্রী চৌধুরি ।
তিনি বলেন, "কোরোনা আবহে মুখ্যমন্ত্রী 110টি পুজোর উদ্বোধন করে ফেললেন ৷ শুধু উদ্বোধন না, ক্লাবগুলিকে টাকা দানও করেছেন ৷ আমাদের দিদি সব কিছুতেই রেকর্ড করে চলেছেন ৷ 10 বছরে একটিও বন্ধ কারখানার ফিতে কাটতে না পারলেও পুজো উদ্বোধন করছেন ৷"
তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "ক্লাবগুলিকে কী জন্য টাকা দেওয়া হল তা বলা হল না ৷ ভোটের আগে বা ভোটের বছর সরকারি কোষাগার লুট করে দানছত্র খুলে নিকৃষ্ট রাজনীতি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । এমনিতেই তিনি এই রাজ্যকে আগেই দেউলিয়া করেছেন, এভাবে দানছত্র খুলে রাজ্যকে আরও দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছেন ।"
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন । তা নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণেই ভোট হওয়া উচিত ৷ তাঁর কথায়, "এই রাজ্য সরকারের তত্ত্বাবধানে ভোট হওয়া সম্ভব নয় । আমাদের সাধারণ মানুষকে ভোটদানে নিশ্চিত নিরাপত্তা দিতে হবে ।"