রায়গঞ্জ, 6 ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ শুরু হয়েছে । দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে । সেই অভিযানের প্রভাব সারা দেশজুড়ে বিক্ষিপ্তভাবে সাড়া ফেলেছে । তার রেশ পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে । আগামী 8 ডিসেম্বর কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছেন । তারই সমর্থনে গতকাল প্রতীকী পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন হেমতাবাদ ব্লকের বাম সমর্থকরা ।
আরও পড়ুন : "ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কাউকে হস্তক্ষেপের অধিকার দেওয়া হয়নি"
আন্দোলনরত কৃষকদের উপর পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে সরব গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে । উত্তর দিনাজপুর জেলার সিপিএমের হেমতাবাদ এরিয়া কমিটির পক্ষ থেকে হেমতাবাদ ব্লক সদরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় । সারা ভারত কৃষক সভার নেতা আবিদুর রহমান, হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক স্বপন ঘোষ, হান্নান আলি-সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে প্রতীকী আন্দোলনের আয়োজন করা হয় ।
আরও পড়ুন : কৃষকদের আন্দোলন ও ভারত বনধের সমর্থনে মেডিকেল পড়ুয়ারা
এবিষয়ে স্বপন ঘোষ বলেন, "কেন্দ্রের বিজেপি সরকারের প্রণয়ন করা কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন কৃষকরা । দিল্লিতে এই কৃষক আন্দোলন দমন করতে পুলিশ কৃষকদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে । এরই প্রতিবাদে আমরা হেমতাবাদ ব্লক সদরে বিক্ষোভ ও প্রতীকী পথ অবরোধ করেছি । এছাড়া আগামী 8 ডিসেম্বর কৃষকদের ডাকা ভারত বনধ সফল করতে পথে নামার আহ্বান জানিয়েছি ।"