ETV Bharat / state

রায়গঞ্জে সরকারি পরিবহণ কর্মীদের টিকাকরণ শুরু - রায়গঞ্জ

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারি পরিবহণ কর্মীদের কোভিড যোদ্ধা হিসাবে ঘোষণা করেছেন ৷ তারই প্রেক্ষিতে সোমবার থেকে রায়গঞ্জে সরকারি পরিবহণ কর্মীদের কোভিড টিকা দেওয়ার কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ৷ রায়গঞ্জ ডিপোয় এই কর্মসূচি চলছে ৷

wb_ndin_01_covid_vaccination_govt_bus_workers_wb10021
রায়গঞ্জে সরকারি পরিবহণ কর্মীদের টিকাকরণ শুরু
author img

By

Published : May 17, 2021, 7:08 PM IST

রায়গঞ্জ, 17 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারি পরিবহণ কর্মীদের কোভিড যোদ্ধা হিসাবে ঘোষণা করার পরই সোমবার রায়গঞ্জে সরকারি পরিবহণ কর্মীদের কোভিড টিকা দেওয়ার কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপোয় এই কর্মসূচি শুরু করা হয় ৷ সরকারি পরিবহণ কর্মীদের কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ৷

করোনা আবহেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিষেবা দিয়ে চলেছেন সরকারি পরিবহণ কর্মীরা ৷ নিত্যদিন রায়গঞ্জ থেকে যাত্রী নিয়ে সরকারি বাসের চালক, কন্ডাক্টর ও খালাসিরা শিলিগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদা, বহরমপুর, বালুরঘাটে পরিষেবা দিয়ে চলেছেন ৷

পরিবহণ কর্মীদের অনেকেই আক্রান্ত হয়েছেন করোনায় ৷ এক প্রতিকূল অবস্থার মধ্যেও সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন সরকারি বাস কর্মীরা ৷ তাই তাঁদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷

রাজ্যের সমস্ত সরকারি বাসের কর্মীদের কোভিড টিকা সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর ৷ সেই সিদ্ধান্তকে বাস্তব রূপ দিতেই সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপোয় শুরু হল কোভিডের টিকাকরণ কর্মসূচি ৷

আরও পড়ুন : আগামী 15 দিন কলকাতায় 145টি স্বাস্থ্যকেন্দ্রে চলবে টিকাকরণ

রায়গঞ্জ ডিপোর শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সভাপতি কৌশিক দে সরকার এই প্রসঙ্গে বলেন, ‘‘সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই ৷ পাশাপাশি, আমাদের মতো সরকারি বাস কর্মীদের টিকাকরণের উদ্যোগ নেওয়ার জন্য তাঁকে ধন্যবাদও জানাচ্ছি ৷’’

রায়গঞ্জ, 17 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারি পরিবহণ কর্মীদের কোভিড যোদ্ধা হিসাবে ঘোষণা করার পরই সোমবার রায়গঞ্জে সরকারি পরিবহণ কর্মীদের কোভিড টিকা দেওয়ার কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপোয় এই কর্মসূচি শুরু করা হয় ৷ সরকারি পরিবহণ কর্মীদের কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ৷

করোনা আবহেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিষেবা দিয়ে চলেছেন সরকারি পরিবহণ কর্মীরা ৷ নিত্যদিন রায়গঞ্জ থেকে যাত্রী নিয়ে সরকারি বাসের চালক, কন্ডাক্টর ও খালাসিরা শিলিগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদা, বহরমপুর, বালুরঘাটে পরিষেবা দিয়ে চলেছেন ৷

পরিবহণ কর্মীদের অনেকেই আক্রান্ত হয়েছেন করোনায় ৷ এক প্রতিকূল অবস্থার মধ্যেও সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন সরকারি বাস কর্মীরা ৷ তাই তাঁদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷

রাজ্যের সমস্ত সরকারি বাসের কর্মীদের কোভিড টিকা সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর ৷ সেই সিদ্ধান্তকে বাস্তব রূপ দিতেই সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রায়গঞ্জ ডিপোয় শুরু হল কোভিডের টিকাকরণ কর্মসূচি ৷

আরও পড়ুন : আগামী 15 দিন কলকাতায় 145টি স্বাস্থ্যকেন্দ্রে চলবে টিকাকরণ

রায়গঞ্জ ডিপোর শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সভাপতি কৌশিক দে সরকার এই প্রসঙ্গে বলেন, ‘‘সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই ৷ পাশাপাশি, আমাদের মতো সরকারি বাস কর্মীদের টিকাকরণের উদ্যোগ নেওয়ার জন্য তাঁকে ধন্যবাদও জানাচ্ছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.