ETV Bharat / state

দুস্থদের সাহায্য় করে বিবাহবার্ষিকী পালন রায়গঞ্জের দম্পতির - রায়গঞ্জ

লকডাউনে কাজ হারিয়েছেন অনেকে । খেতে পাচ্ছেন না এমন মানুষের সংখ্যাও কম নয় । বিবাহবার্ষিকীতে এমনই মানুষজনের পাশে দাঁড়ালেন রায়গঞ্জের দম্পতি ।

raigunj
রায়গঞ্জের দম্পতি
author img

By

Published : Apr 28, 2020, 9:25 AM IST

রায়গঞ্জ, 28 এপ্রিল : প্রথম বিবাহবার্ষিকী । ঘুরতে যাবেন, ভালো খাওয়া দাওয়া করবেন এমন পরিকল্পনা ছিল বহুদিন থেকে । দিনটাকে স্মরণীয় করে রাখার চেষ্টায় প্রতিদিনই নতুন নতুন পরিকল্পনা করতেন । কিন্তু কোরোনার জেরে হঠাৎই সব ভেস্তে যায় । লকডাউন ঘোষণা হওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে বিবাহবার্ষিকীর উদযাপন । তবে দিনটা যে বিশেষ দিন । তাই দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করলেন রায়গঞ্জের দম্পতি ।

রায়গঞ্জের বোগ্রাম এলাকার বাসিন্দা তারকনাথ দত্ত ও শীতুল দত্ত । গতকাল ছিল তাঁদের প্রথম বিবাহবার্ষিকী । পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক তারকনাথবাবুর প্রথম বিবাহবার্ষিকী নিয়ে বেশ কিছু পরিকল্পনা আগেই করা ছিল । তবে সব পরিকল্পনায় জল ঢেলে দেয় লকডাউন । কিন্তু বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে । এই ভেবে দুস্থদের পাশে দাঁড়ানোর কথা মাথায় আসে তাঁদের । যেমন ভাবনা তেমন কাজ । গতকাল লকডাউনে কাজ হারিয়েছেন এমন প্রায় 50 জন দিন আনা দিন খাওয়া মানুষের হাতে চাল, আলু, সোয়াবিন ও সাবান তুলে দেন তাঁরা । সাহায্য করেন খেতে না পাওয়া মানুষগুলোকেও ।

এবিষয়ে তারকনাথবাবু বলেন, "এ বছরে প্রথম বিবাহবার্ষিকীতে বেশ কিছু পরিকল্পনা আমরা করেছিলাম । তবে লকডাউনে সব পরিকল্পনা ভেস্তে যায় । তাই আমরা এই দিনটিকে দুস্থ মানুষের সেবায় উৎসর্গ করলাম । এই মানুষগুলির মুখে হাসি ফোটাতে পেরেই আমরা সবথেকে বেশি খুশি ।"

রায়গঞ্জ, 28 এপ্রিল : প্রথম বিবাহবার্ষিকী । ঘুরতে যাবেন, ভালো খাওয়া দাওয়া করবেন এমন পরিকল্পনা ছিল বহুদিন থেকে । দিনটাকে স্মরণীয় করে রাখার চেষ্টায় প্রতিদিনই নতুন নতুন পরিকল্পনা করতেন । কিন্তু কোরোনার জেরে হঠাৎই সব ভেস্তে যায় । লকডাউন ঘোষণা হওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে বিবাহবার্ষিকীর উদযাপন । তবে দিনটা যে বিশেষ দিন । তাই দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করলেন রায়গঞ্জের দম্পতি ।

রায়গঞ্জের বোগ্রাম এলাকার বাসিন্দা তারকনাথ দত্ত ও শীতুল দত্ত । গতকাল ছিল তাঁদের প্রথম বিবাহবার্ষিকী । পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক তারকনাথবাবুর প্রথম বিবাহবার্ষিকী নিয়ে বেশ কিছু পরিকল্পনা আগেই করা ছিল । তবে সব পরিকল্পনায় জল ঢেলে দেয় লকডাউন । কিন্তু বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে । এই ভেবে দুস্থদের পাশে দাঁড়ানোর কথা মাথায় আসে তাঁদের । যেমন ভাবনা তেমন কাজ । গতকাল লকডাউনে কাজ হারিয়েছেন এমন প্রায় 50 জন দিন আনা দিন খাওয়া মানুষের হাতে চাল, আলু, সোয়াবিন ও সাবান তুলে দেন তাঁরা । সাহায্য করেন খেতে না পাওয়া মানুষগুলোকেও ।

এবিষয়ে তারকনাথবাবু বলেন, "এ বছরে প্রথম বিবাহবার্ষিকীতে বেশ কিছু পরিকল্পনা আমরা করেছিলাম । তবে লকডাউনে সব পরিকল্পনা ভেস্তে যায় । তাই আমরা এই দিনটিকে দুস্থ মানুষের সেবায় উৎসর্গ করলাম । এই মানুষগুলির মুখে হাসি ফোটাতে পেরেই আমরা সবথেকে বেশি খুশি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.