ETV Bharat / state

কুলিক নদীতে বন্যা, দুর্গতদের খাদ্যসামগ্রী দিলেন তৃণমূল কাউন্সিলর

author img

By

Published : Jul 4, 2020, 5:57 PM IST

টানা বৃষ্টিতে বেড়েছে কুলিক নদীর জলস্তর । জলে ভাসছে চারিদিক । অসহায় মানুষদের ত্রাণের ব্যবস্থা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ।

flood affected
flood

রায়গঞ্জ, 4 জুলাই : প্রবল বৃষ্টিতে প্লাবিত রায়গঞ্জ পৌরসভার একাধিক এলাকা । এলাকার মানুষের পাশে দাঁড়ালেন স্থানীয় কাউন্সিলর । বন্যা দুর্গতদের খাদ্যসামগ্রী তুলে দিলেন 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাস ।

একটানা প্রবল বৃষ্টিতে বেড়েছে কুলিক নদীর জলস্তর । প্লাবিত রায়গঞ্জ পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড । পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বীরনগর এলাকায় বহু বাড়িতে জল প্রবেশ করেছে ।

এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের খাদ্যসামগ্রী তুলে দিলেন রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাস । বৃষ্টি ও নদীর জলে প্লাবিত হয়ে যাওয়ায় গৃহহীন মানুষদের ত্রাণশিবিরে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাঁদের খাবারের সংস্থানও করেন তিনি ।

পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকটি স্কুলে ত্রাণশিবির খোলা হয়েছে । একইসঙ্গে দুর্গত মানুষদের হাতে চাল, ডাল, তেল, নুন, আলু ও সোয়াবিন এবং হাত ধোওয়ার সাবান তুলে দেওয়া হয় ।

রায়গঞ্জ, 4 জুলাই : প্রবল বৃষ্টিতে প্লাবিত রায়গঞ্জ পৌরসভার একাধিক এলাকা । এলাকার মানুষের পাশে দাঁড়ালেন স্থানীয় কাউন্সিলর । বন্যা দুর্গতদের খাদ্যসামগ্রী তুলে দিলেন 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাস ।

একটানা প্রবল বৃষ্টিতে বেড়েছে কুলিক নদীর জলস্তর । প্লাবিত রায়গঞ্জ পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড । পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বীরনগর এলাকায় বহু বাড়িতে জল প্রবেশ করেছে ।

এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের খাদ্যসামগ্রী তুলে দিলেন রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাস । বৃষ্টি ও নদীর জলে প্লাবিত হয়ে যাওয়ায় গৃহহীন মানুষদের ত্রাণশিবিরে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাঁদের খাবারের সংস্থানও করেন তিনি ।

পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকটি স্কুলে ত্রাণশিবির খোলা হয়েছে । একইসঙ্গে দুর্গত মানুষদের হাতে চাল, ডাল, তেল, নুন, আলু ও সোয়াবিন এবং হাত ধোওয়ার সাবান তুলে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.