ETV Bharat / state

কোরোনা সতর্কতা রায়গঞ্জের NBSTC ডিপোতে, ছড়ানো হল জীবাণুনাশক - NBSTC ডিপোতে জীবাণুনাশক

বাস ডিপোতে জীবণুনাশক ছড়ানো ছাড়াও বাসকর্মীদের জন্য মাস্কের ব্যবস্থা করা হচ্ছে৷ সংস্থার আধিকারিক বলেন, ভাইরাস প্রতিরোধে সতর্কতাই মূল লক্ষ্য।

Corona Warning
রায়গঞ্জ
author img

By

Published : Mar 16, 2020, 4:29 PM IST

রায়গঞ্জ, 16 ফেব্রুয়ারি: কোরোনা সংক্রমণ ছড়িয়েছে দেশের বহু রাজ্যে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের খবর না মিললেও রোগ প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে সোমবার রায়গঞ্জের NBSTC বাস ডিপো চত্বরে ও বিভিন্ন বাসে জীবাণুনাশক স্প্রে করলেন NBSTC কর্মীরা।

ডেটল, ফিনাইল, ব্লিচিং পাউডার দিয়ে তৈরি জীবাণুনাশক স্প্রে করা হয় বাসের ভেতরে ও বাইরে। সংস্থার আধিকারিক সুমিত ভৌমিক বলেন, "রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রী ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। বাসকর্মীদের জন্য মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। কোরোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতাই মূল লক্ষ্য আমাদের।

কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংস্থার কর্মী থেকে শুরু করে সাধারণ বাস যাত্রীরা।

রায়গঞ্জ, 16 ফেব্রুয়ারি: কোরোনা সংক্রমণ ছড়িয়েছে দেশের বহু রাজ্যে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের খবর না মিললেও রোগ প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে সোমবার রায়গঞ্জের NBSTC বাস ডিপো চত্বরে ও বিভিন্ন বাসে জীবাণুনাশক স্প্রে করলেন NBSTC কর্মীরা।

ডেটল, ফিনাইল, ব্লিচিং পাউডার দিয়ে তৈরি জীবাণুনাশক স্প্রে করা হয় বাসের ভেতরে ও বাইরে। সংস্থার আধিকারিক সুমিত ভৌমিক বলেন, "রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রী ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। বাসকর্মীদের জন্য মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। কোরোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতাই মূল লক্ষ্য আমাদের।

কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংস্থার কর্মী থেকে শুরু করে সাধারণ বাস যাত্রীরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.