রায়গঞ্জ, 30 মে : উত্তর দিনাজপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । নতুন করে কোরোনায় আক্রান্ত আটজন । তাঁরা সম্প্রতি মুম্বই থেকে ফিরেছেন বলে খবর । এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 143।
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, নতুন আট কোরোনা আক্রান্ত রায়গঞ্জ মহকুমার বাসিন্দা । তাঁরা মুম্বইয়ে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন । সম্প্রতি তাঁরা শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরেন ।
সম্প্রতি ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । তাদের নির্দেশমতো 10 দিন হয়ে গেল এই আট জনও হোম কোয়ারানটিনে রয়েছেন । 10 দিন পরে তাঁদের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েছে স্বাস্থ্যবিভাগ । তবে, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে হোম কোয়ারানটিনে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর ।
যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি জেলা প্রশাসনের আধিকারিকরা ।