ETV Bharat / state

Controversy over Amal Acharjee : তৃণমূলে ফিরতে চান অমল আচার্য, আপত্তি জানিয়ে পাল্টা চিঠি দলীয় বিধায়কদের - মোশারফ হুসেনের ভিডিয়ো বার্তা

তৃণমূলে ফিরতে মরিয়া দলের প্রাক্তন বিধায়ক এবং সম্প্রতি বিজেপিতে নাম লেখানো অমল আচার্য ৷ কিন্তু, তাঁকে দলে নিতে নারাজ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব (Controversy over Amal Acharjee) ৷ জেলার বিধায়ক ও নেতারা এই বিষয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি লিখে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন (TMC MLAs send letter to Mamata Banerjee) ৷

controversy over former tmc mla amal acharjee in north dinajpur
Controversy over Amal Acharjee : তৃণমূলে ফিরতে চান অমল আচার্য, পাল্টা চিঠি দলীয় বিধায়কদের
author img

By

Published : Jan 15, 2022, 3:18 PM IST

রায়গঞ্জ, 15 জানুয়ারি : ইটাহারের প্রাক্তন বিধায়ক এবং সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া অমল আচার্যকে (Controversy over Amal Acharjee) নিয়ে টানাপোড়েন শুরু উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে ৷ শোনা যাচ্ছে, বিজেপিতে বিশেষ সুবিধা করতে না পেরে আবারও তৃণমূলে ফেরার জন্য কোমর বেঁধেছেন অমল ৷ তার জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দ্বারস্থ হয়েছেন তিনি ৷ আর এই খবর কানে যেতেই বেঁকে বসেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ অমল আচার্যের মতো ‘বহুরূপী’কে যাতে কোনও অবস্থাতেই দলে ফেরানো না হয়, তার জন্য তৃণমূলের সর্বময় নেত্রীকে চিঠি পাঠিয়েছেন জেলার সাত দলীয় বিধায়ক-সহ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল (TMC MLAs send letter to Mamata Banerjee) ৷

আরও পড়ুন : AMC Election 2022 : তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে ফিরলেন আসানসোলের প্রাক্তন মেয়র পারিষদ

একুশের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়েই দল ছেড়েছিলেন অমল ৷ গেরুয়া হাওয়ায় গা ভাসিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷ কিন্তু, তাতেও বিধায়ক হতে পারেননি তিনি ৷ বরং তাঁর পুরনো বিধানসভা কেন্দ্র ইটাহার থেকে ভোটে দাঁড়িয়ে জিতে গিয়েছেন তৃণমূলের মোশারফ হুসেন ৷ এদিকে, একুশের ভোটে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস ৷ যা ‘দলবদলু’ নেতা, কর্মীদের অনেকেরই হিসাব গুলিয়ে দিয়েছে ৷ বেগতিক বুঝে তাঁদের অনেকেই হয় ইতিমধ্যেই তৃণমূলে ফিরেছেন, আর তা না হলে ফেরার জন্য হত্যে দিয়ে পড়ে রয়েছেন ৷ অমল আচার্যও সেই দলে রয়েছেন বলে শোনা যাচ্ছে ৷

ইটাহারের বর্তমান বিধায়ক মোশারফ হুসেন একটি ভিডিয়ো বার্তায় (Mosaraf Hussen's Video Messege) বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ৷ তাঁর বক্তব্যের সারমর্ম হল, অমল আচার্য একজন ‘বহুরূপী’ ৷ নিজের স্বার্থে রাজনীতি করেন তিনি ৷ রাজনৈতিক ফায়দা লুটতেই ভোটের আগে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি ৷ এখন আবার ফিরতে চাইছেন পুরনো দলে ৷ কিন্তু, তিনি দলে ফিরলে জেলায় তৃণমূলের একতা বিঘ্নিত হবে বলে আশঙ্কা মোশারফ ও তাঁর দলীয় সহকর্মীদের ৷ শোনা যাচ্ছে, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে তদ্বির শুরু করেছেন অমল ৷ এর পাল্টা হিসাবে শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠিয়েছেন উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক-নেতারা ৷

আরও পড়ুন : Mamata Banerjee on Municipal Election : দু‘-তিন মাসের মধ্যে বাকি পৌরসভার ভোট, রায়গঞ্জে বার্তা মমতার

তৃণমূল নেতা, বিধায়কদের পাঠানো চিঠিতে শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানানো হয়েছে, কোনও অবস্থাতেই যেন অমল আচার্যকে দলে ফেরানো না হয় ৷ তাতে ইটাহার, করণদিঘি, চাকুলিয়া, হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও গোয়ালপোখরের (ইসলামপুর ও চোপড়া বাদে) সাত বিধায়কের স্বাক্ষর রয়েছে ৷ সকলেরই বক্তব্য, এর আগেও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দলের বিরুদ্ধে অন্তর্ঘাত করেছেন অমল ৷ তাই তাঁকে ফের দলে নেওয়া হলে উত্তর দিনাজপুরে তৃণমূলের সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে ৷ এই অবস্থায় শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার ৷ এদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 27 ফেব্রুয়ারি ভোট হবে উত্তর দিনাজপুরের ইসলামপুর, ডালখোলা ও কালিয়াগঞ্জ পৌরসভায় (য৷দিও আনুষ্ঠানিকভাবে পৌরসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষিত হয়নি) ৷ সেক্ষেত্রে আসন্ন নির্বাচনের (Municipal Election 2022) আগে অমল আচার্য্যকে নিয়ে এই টানাপোড়েন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

রায়গঞ্জ, 15 জানুয়ারি : ইটাহারের প্রাক্তন বিধায়ক এবং সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া অমল আচার্যকে (Controversy over Amal Acharjee) নিয়ে টানাপোড়েন শুরু উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে ৷ শোনা যাচ্ছে, বিজেপিতে বিশেষ সুবিধা করতে না পেরে আবারও তৃণমূলে ফেরার জন্য কোমর বেঁধেছেন অমল ৷ তার জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দ্বারস্থ হয়েছেন তিনি ৷ আর এই খবর কানে যেতেই বেঁকে বসেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ অমল আচার্যের মতো ‘বহুরূপী’কে যাতে কোনও অবস্থাতেই দলে ফেরানো না হয়, তার জন্য তৃণমূলের সর্বময় নেত্রীকে চিঠি পাঠিয়েছেন জেলার সাত দলীয় বিধায়ক-সহ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল (TMC MLAs send letter to Mamata Banerjee) ৷

আরও পড়ুন : AMC Election 2022 : তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে ফিরলেন আসানসোলের প্রাক্তন মেয়র পারিষদ

একুশের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়েই দল ছেড়েছিলেন অমল ৷ গেরুয়া হাওয়ায় গা ভাসিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷ কিন্তু, তাতেও বিধায়ক হতে পারেননি তিনি ৷ বরং তাঁর পুরনো বিধানসভা কেন্দ্র ইটাহার থেকে ভোটে দাঁড়িয়ে জিতে গিয়েছেন তৃণমূলের মোশারফ হুসেন ৷ এদিকে, একুশের ভোটে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস ৷ যা ‘দলবদলু’ নেতা, কর্মীদের অনেকেরই হিসাব গুলিয়ে দিয়েছে ৷ বেগতিক বুঝে তাঁদের অনেকেই হয় ইতিমধ্যেই তৃণমূলে ফিরেছেন, আর তা না হলে ফেরার জন্য হত্যে দিয়ে পড়ে রয়েছেন ৷ অমল আচার্যও সেই দলে রয়েছেন বলে শোনা যাচ্ছে ৷

ইটাহারের বর্তমান বিধায়ক মোশারফ হুসেন একটি ভিডিয়ো বার্তায় (Mosaraf Hussen's Video Messege) বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ৷ তাঁর বক্তব্যের সারমর্ম হল, অমল আচার্য একজন ‘বহুরূপী’ ৷ নিজের স্বার্থে রাজনীতি করেন তিনি ৷ রাজনৈতিক ফায়দা লুটতেই ভোটের আগে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি ৷ এখন আবার ফিরতে চাইছেন পুরনো দলে ৷ কিন্তু, তিনি দলে ফিরলে জেলায় তৃণমূলের একতা বিঘ্নিত হবে বলে আশঙ্কা মোশারফ ও তাঁর দলীয় সহকর্মীদের ৷ শোনা যাচ্ছে, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে তদ্বির শুরু করেছেন অমল ৷ এর পাল্টা হিসাবে শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠিয়েছেন উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক-নেতারা ৷

আরও পড়ুন : Mamata Banerjee on Municipal Election : দু‘-তিন মাসের মধ্যে বাকি পৌরসভার ভোট, রায়গঞ্জে বার্তা মমতার

তৃণমূল নেতা, বিধায়কদের পাঠানো চিঠিতে শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানানো হয়েছে, কোনও অবস্থাতেই যেন অমল আচার্যকে দলে ফেরানো না হয় ৷ তাতে ইটাহার, করণদিঘি, চাকুলিয়া, হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও গোয়ালপোখরের (ইসলামপুর ও চোপড়া বাদে) সাত বিধায়কের স্বাক্ষর রয়েছে ৷ সকলেরই বক্তব্য, এর আগেও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দলের বিরুদ্ধে অন্তর্ঘাত করেছেন অমল ৷ তাই তাঁকে ফের দলে নেওয়া হলে উত্তর দিনাজপুরে তৃণমূলের সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে ৷ এই অবস্থায় শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার ৷ এদিকে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 27 ফেব্রুয়ারি ভোট হবে উত্তর দিনাজপুরের ইসলামপুর, ডালখোলা ও কালিয়াগঞ্জ পৌরসভায় (য৷দিও আনুষ্ঠানিকভাবে পৌরসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষিত হয়নি) ৷ সেক্ষেত্রে আসন্ন নির্বাচনের (Municipal Election 2022) আগে অমল আচার্য্যকে নিয়ে এই টানাপোড়েন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.