ETV Bharat / state

TMC Panchayat Pradhan Murder Case: তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় ধৃত কংগ্রেসের পঞ্চায়েত সদস্য - Panchayat Pradhan Murder Case

Congress Panchayat Member Arrested: প্রথমে আটক পরে গ্রেফতার, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় কংগ্রেসের মহঃ মুস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat
পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় ধৃত কংগ্রেসের পঞ্চায়েত সদস্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 6:40 PM IST

Updated : Sep 22, 2023, 6:51 PM IST

পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় ধৃত কংগ্রেসের পঞ্চায়েত সদস্য

রায়গঞ্জ, 22 সেপ্টেম্বর: ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে প্রথমে জিজ্ঞাসাবাদ ও আটক, তারপর ওই ব্যক্তিকেও ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ৷ ধৃত ব্যক্তি আবার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ৷ বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ মহঃ মুস্তাফা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে দিনকয়েক আগে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মহঃ রাহিকে গুলি করে খুনের ঘটনায় ৷ ঘটনায় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে জেলাজুড়ে । এদিন ধৃত ওই পঞ্চায়েত সদস্যকে ইসলামপুর আদালতে তোলা হয় ৷ ধৃতের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মহঃ রাহিকে গুলি করে খুনের ঘটনার তদন্তে নেমে ওই পঞ্চায়েতেরই কংগ্রেসের সদস্য মহঃ মুস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে । পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ শুক্রবার মহঃ মুস্তাফাকে ইসলামপুর মহাকুমা আদালতে তোলা হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহঃ রাহিকে যখন গুলি করে হত্যা করা হয় সেই সময় তার বাইকের পেছনেই বসেছিল মহঃ মুস্তাফা । সেই কারণেই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ । কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ মহঃ মুস্তাফাকে গ্রেফতার করে ৷

এই ঘটনায় ব্যপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর জানিয়েছেন,"আমরা সবাই চাইছি যে প্রধানের হত্যার ঘটনায় আসল দোষীদের পুলিশ তদন্ত করে সামনে নিয়ে আসুক এবং আইনতভাবে শাস্তি দেওয়া হোক । কিন্তু এখন পুলিশ যেটা করছে যে প্রথমে মোস্তফাকে সাক্ষী হিসেবে আটক করেছে । কিন্তু পরে জানতে পারলাম যে তাকে গ্রেফতার করা হয়েছে । ওকে এরেস্ট করেছে তাতে কোনও অসুবিধা নেই । কিন্তু সাক্ষীকে অ্যারেস্ট করল পুলিশ কী কারণে? তাকে এরেস্ট করে পুলিশ সময় নষ্ট করছে নাকি সঠিকভাবে তদন্ত করছে তা সময় হলেই বোঝা যাবে । আমি পুলিশকে অনুরোধ করব, আপনারা সঠিকভাবে তদন্ত করুন । এবং প্রকৃত দোষীদের সামনে নিয়ে আসুন । মুস্তাফাকে গ্রেফতার করে কোর্টে তার দোষ প্রমাণ না করতে পারলে এটা প্রমাণিত হবে যে পুলিশ প্রকৃত দোষীদের আড়াল করছে । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই প্রধানকে হত্যা করা হয়েছে বলেই অনুমান আমাদের ।"

আরও পড়ুন: গোয়ালপোখরে গুলি করে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানকে, তদন্তে পুলিশ

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রিত সিং জানিয়েছেন, মৃত মহম্মদ রাহির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মহম্মদ মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে । আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে ৷ বিহারে আমাদের পুলিশের একটি দল গিয়েছে ৷ তদন্তে সিসিটিভি ফুটেজের সাহায্য নেওয়া হয়েছে ৷

পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় ধৃত কংগ্রেসের পঞ্চায়েত সদস্য

রায়গঞ্জ, 22 সেপ্টেম্বর: ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে প্রথমে জিজ্ঞাসাবাদ ও আটক, তারপর ওই ব্যক্তিকেও ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ৷ ধৃত ব্যক্তি আবার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ৷ বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ মহঃ মুস্তাফা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে দিনকয়েক আগে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মহঃ রাহিকে গুলি করে খুনের ঘটনায় ৷ ঘটনায় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে জেলাজুড়ে । এদিন ধৃত ওই পঞ্চায়েত সদস্যকে ইসলামপুর আদালতে তোলা হয় ৷ ধৃতের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মহঃ রাহিকে গুলি করে খুনের ঘটনার তদন্তে নেমে ওই পঞ্চায়েতেরই কংগ্রেসের সদস্য মহঃ মুস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে । পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ শুক্রবার মহঃ মুস্তাফাকে ইসলামপুর মহাকুমা আদালতে তোলা হয় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহঃ রাহিকে যখন গুলি করে হত্যা করা হয় সেই সময় তার বাইকের পেছনেই বসেছিল মহঃ মুস্তাফা । সেই কারণেই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ । কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ মহঃ মুস্তাফাকে গ্রেফতার করে ৷

এই ঘটনায় ব্যপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর জানিয়েছেন,"আমরা সবাই চাইছি যে প্রধানের হত্যার ঘটনায় আসল দোষীদের পুলিশ তদন্ত করে সামনে নিয়ে আসুক এবং আইনতভাবে শাস্তি দেওয়া হোক । কিন্তু এখন পুলিশ যেটা করছে যে প্রথমে মোস্তফাকে সাক্ষী হিসেবে আটক করেছে । কিন্তু পরে জানতে পারলাম যে তাকে গ্রেফতার করা হয়েছে । ওকে এরেস্ট করেছে তাতে কোনও অসুবিধা নেই । কিন্তু সাক্ষীকে অ্যারেস্ট করল পুলিশ কী কারণে? তাকে এরেস্ট করে পুলিশ সময় নষ্ট করছে নাকি সঠিকভাবে তদন্ত করছে তা সময় হলেই বোঝা যাবে । আমি পুলিশকে অনুরোধ করব, আপনারা সঠিকভাবে তদন্ত করুন । এবং প্রকৃত দোষীদের সামনে নিয়ে আসুন । মুস্তাফাকে গ্রেফতার করে কোর্টে তার দোষ প্রমাণ না করতে পারলে এটা প্রমাণিত হবে যে পুলিশ প্রকৃত দোষীদের আড়াল করছে । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই প্রধানকে হত্যা করা হয়েছে বলেই অনুমান আমাদের ।"

আরও পড়ুন: গোয়ালপোখরে গুলি করে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানকে, তদন্তে পুলিশ

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রিত সিং জানিয়েছেন, মৃত মহম্মদ রাহির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মহম্মদ মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে । আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে ৷ বিহারে আমাদের পুলিশের একটি দল গিয়েছে ৷ তদন্তে সিসিটিভি ফুটেজের সাহায্য নেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 22, 2023, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.