ETV Bharat / state

ভবঘুরেদের সান্তাক্লজ রায়গঞ্জের বিধায়ক

বিগত 11 বছর ধরে বড় দিনের দিনে সান্তাক্লজের রূপেই দেখা যায় রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তকে । রায়গঞ্জ শহরের দুঃস্থ মানুষদের কম্বল, কেক্র​ প্যাকেট ও পানীয় জলের বোতল বিতরণ করেন তিনি ।

author img

By

Published : Dec 25, 2019, 8:54 AM IST

Updated : Dec 25, 2019, 9:08 AM IST

image
সান্তাক্লজের ভূমিকায় বিধায়ক

রায়গঞ্জ, 25 ডিসেম্বর : ভবঘুরেদের কাছে সান্তাক্লজের ভূমিকায় রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত ৷ মঙ্গলবার রাত 12টা বাজতেই সান্তাক্লজ ভূমিকায় রায়গঞ্জ স্টেশনে ভবঘুরেদের সামনে পৌঁছে গেলেন তিনি ৷ উপহার হিসাবে তাদের হাতে তুলে দিলেন কম্বল, ও কেকের প্যাকেট ৷ আর হাতের কাছে বিধায়ককে সান্তার ভূমিকায় পেয়ে আপ্লুত ভবঘুরেরা ।

বিগত 11 বছর ধরে বড় দিনের দিনে সান্তাক্লজের রূপেই দেখা যায় রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তকে । রায়গঞ্জ শহরের দুঃস্থ মানুষদের কম্বল, কেকের প্যাকেট ও পানীয় জলের বোতল বিতরণ করেন তিনি । ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই শুরু হয় বড়দিনের উৎসব । আর ঠিক সেই সময়টাতেই হাতে শীতের কম্বল আর বড়দিনের কেক হাতে নিয়ে মোহিতবাবু আসেন আশ্রয়হীন মানুষদের কাছে ।

সান্তাক্লজের রুপে রায়গঞ্জের বিধায়ক

এই বিষয়ে মোহিতবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''বিগত 11 বছর ধরে একইভাবে এই বড়দিনের উৎসবে ছোট বড় সকলকে নিয়ে আনন্দে মেতে উঠি ।'' দুঃস্থ মানুষদের প্রতি বছরই শীতবস্ত্র দিয়ে তাঁদের শীতের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করেন তিনি ।

রায়গঞ্জ, 25 ডিসেম্বর : ভবঘুরেদের কাছে সান্তাক্লজের ভূমিকায় রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত ৷ মঙ্গলবার রাত 12টা বাজতেই সান্তাক্লজ ভূমিকায় রায়গঞ্জ স্টেশনে ভবঘুরেদের সামনে পৌঁছে গেলেন তিনি ৷ উপহার হিসাবে তাদের হাতে তুলে দিলেন কম্বল, ও কেকের প্যাকেট ৷ আর হাতের কাছে বিধায়ককে সান্তার ভূমিকায় পেয়ে আপ্লুত ভবঘুরেরা ।

বিগত 11 বছর ধরে বড় দিনের দিনে সান্তাক্লজের রূপেই দেখা যায় রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তকে । রায়গঞ্জ শহরের দুঃস্থ মানুষদের কম্বল, কেকের প্যাকেট ও পানীয় জলের বোতল বিতরণ করেন তিনি । ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই শুরু হয় বড়দিনের উৎসব । আর ঠিক সেই সময়টাতেই হাতে শীতের কম্বল আর বড়দিনের কেক হাতে নিয়ে মোহিতবাবু আসেন আশ্রয়হীন মানুষদের কাছে ।

সান্তাক্লজের রুপে রায়গঞ্জের বিধায়ক

এই বিষয়ে মোহিতবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''বিগত 11 বছর ধরে একইভাবে এই বড়দিনের উৎসবে ছোট বড় সকলকে নিয়ে আনন্দে মেতে উঠি ।'' দুঃস্থ মানুষদের প্রতি বছরই শীতবস্ত্র দিয়ে তাঁদের শীতের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করেন তিনি ।

Intro:রায়গঞ্জ, ২৫ ডিসেম্বরঃ- মঙ্গলবার রাত ১২ টা বাজতেই সান্তাক্লজ ভূমিকায় রায়গব্জ স্টেশনে ভবঘুরেদের সামনে পৌঁছে গেলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। একে একে সকলের গায়ে জড়িয়ে দিলেন প্রবল শীতের উষ্ণ পরশ একখানা কম্বল, আর উপহার হিসেবে তুলে দিলেন কেকের প্যাকেট। চালচুলোহীন গরীব দুঃস্থ মানুষের "মসীহা" সকলের প্রিয় মোহিতদা যে এবারেও তাদের কাছে আসবেন এটা যেনও প্রত্যাশিতই ছিল তাদের কাছে। তাই তো এত রাতে বিধায়ককে কাছে পেয়ে আপ্লুত নিরাশ্রয় মানুষগুলো।

বিগত এগারো বছর ধরে একটিবারও অন্যথা হয়নি সান্তাক্লজরূপী রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তের। রায়গঞ্জ শহরের দুঃস্থ মানুষদের কম্বল, কেক এর প্যাকেট ও পানীয় জলের বোতল বিতরণ। ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজতেই শুরু হ'ল ২৫ ডিসেম্বরের বড়দিনের উৎসব। আর ঠিক সেই সময়টাতেই হাতে শীতের কম্বল আর বড়দিনের কেক হাতে নিয়ে মোহিতবাবু ছুঁটে আসেন আশ্রয়হীন মানুষদের কাছে। রায়গঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা শহরের রাজপথের দুধারের ফুটপাতের বসবাসকারী বা শহরের অলিতে গলিতে যেখানেই পেয়েছেন নিরাশ্রয় দুঃস্থ মানুষদের, তাদের গায়ে জড়িয়ে দিয়েছেন শীতের কম্বল আর হাতে তুলে দিয়েছেন বড়দিনের কেক ও জলের বোতল। আর নিজেদের অজান্তেই ঠিক এই সময়টার জন্যই বোধহয় অপেক্ষা করে থাকেন চালচুলোহীন মানুষগুলো কখন আসবেন তাদের সান্তাক্লজ, মোহিত সেনগুপ্ত। বিধায়ক মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, রায়গঞ্জ শহরের ফুটপাতে বসবাসকারী দুঃস্থ মানুষদের প্রতিবছরই শীতবস্ত্র দিয়ে তাদের এই শীতের সময়ে কিছুটা কষ্ট লাঘব করার চেষ্টা করেন তিনি। তিনি বলেন,বিগত ১১ বছর ধরে একইভাবে এই বড়দিনের উৎসবে ছোট বড় সকলেই আনন্দে মেতে ওঠেন তিনি। এইসব ভবঘুরে, অনাথ ও আশ্রয়হীন মানুষেরা বঞ্চিতই থেকে যায়। তাই তাদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া চেষ্টা করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় কম্বল, কেকের প্যাকেট ও একটি পানীয় জলের বোতল।

বাইট:- walk through মোহিত সেনগুপ্ত ( বিধায়ক, রায়গঞ্জ)
Body:KhConclusion:Kjh
Last Updated : Dec 25, 2019, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.