ETV Bharat / state

সৌর প্রকল্পের কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম 3

সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম দুই কিশোরী ও এক মহিলা ।

সৌর প্রকল্পের কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম 3
author img

By

Published : Jul 10, 2019, 2:58 PM IST

Updated : Jul 10, 2019, 3:22 PM IST

রায়গঞ্জ, 10 জুলাই : সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ । চলল বোমাবাজি । বোমার আঘাতে দুই কিশোরীসহ এক মহিলা গুরুতর জখম হলেন । উত্তর দিনাজপুরের চোপড়া থানার মদনভিটা গ্রামের ঘটনা । আহতদের চোপড়া থানার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে । এলাকায় পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোপড়ার হাপতিয়াগছ গ্রামপঞ্চায়েতের সদস্য রিনা বেগম তাঁর স্বামী ও দেওরকে দিয়ে মদনভিটা গ্রামের সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ করানোর সিদ্ধান্ত নেন । এর জেরে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে । এরপর গ্রামের বাসিন্দারা 18 জনের একটি কমিটি গঠন করে । সেই কমিটির তরফেই ওই প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

অভিযোগ, ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যার দেওর ওই কাজ শুরু করে দেওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা শুরু হয় । অভিযোগ, মদনভিটা এলাকায় বোমাবাজির জন্য দায়ী রিনা বেগম, তাঁর স্বামী মহম্মদ সলিমুদ্দিন ও দেওর মহম্মদ নাসিরুদ্দিন । বোমার আঘাতে শামসিন বেগম ও আফতারা বেগম নামে দুই কিশোরী ও আয়েষা খাতুন নামে এক মহিলা জখম হন ।

দেখুন ভিডিয়ো

যদিও পঞ্চায়েত সদস্যা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । পালটা আক্রমণের অভিযোগও এনেছেন রিনা । তদন্ত শুরু করেছে পুলিশ ।

রায়গঞ্জ, 10 জুলাই : সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ । চলল বোমাবাজি । বোমার আঘাতে দুই কিশোরীসহ এক মহিলা গুরুতর জখম হলেন । উত্তর দিনাজপুরের চোপড়া থানার মদনভিটা গ্রামের ঘটনা । আহতদের চোপড়া থানার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে । এলাকায় পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোপড়ার হাপতিয়াগছ গ্রামপঞ্চায়েতের সদস্য রিনা বেগম তাঁর স্বামী ও দেওরকে দিয়ে মদনভিটা গ্রামের সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ করানোর সিদ্ধান্ত নেন । এর জেরে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে । এরপর গ্রামের বাসিন্দারা 18 জনের একটি কমিটি গঠন করে । সেই কমিটির তরফেই ওই প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

অভিযোগ, ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যার দেওর ওই কাজ শুরু করে দেওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা শুরু হয় । অভিযোগ, মদনভিটা এলাকায় বোমাবাজির জন্য দায়ী রিনা বেগম, তাঁর স্বামী মহম্মদ সলিমুদ্দিন ও দেওর মহম্মদ নাসিরুদ্দিন । বোমার আঘাতে শামসিন বেগম ও আফতারা বেগম নামে দুই কিশোরী ও আয়েষা খাতুন নামে এক মহিলা জখম হন ।

দেখুন ভিডিয়ো

যদিও পঞ্চায়েত সদস্যা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । পালটা আক্রমণের অভিযোগও এনেছেন রিনা । তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ১০ জুলাই, প্রসুন মৈত্র: সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে দুই স্কুল ছাত্রীসহ তিন মহিলা গুরুতর জখম। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হপতিয়াগছ গ্রামপঞ্চায়েতের মদনভিটা গ্রামে। আহতদের চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার হাপতিয়াগছ গ্রামপঞ্চায়েতের সদস্য রীনা বেগম তার স্বামী দেওরকে দিয়ে মদনভিটা গ্রামে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ করানোর সিদ্ধান্ত নিলে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। তারপর গ্রামের বাসিন্দারা মিলে ১৮ জনের একটি কমিটি করে এবং সেই কমিটিই ওই সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ করবে বলে ঠিক হয়। অভিযোগ, ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যার দেওর ওই কাজ শুরু করে দেওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা শুরু হয়। অভিযোগ, পঞ্চায়েত সদস্য রীনা বেগম, তার স্বামী মহম্মদ সলিমুদ্দিন ও দেওর মহম্মদ নাসিরুদ্দিন মদনভিটা গ্রামে সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকায় ও গ্রামবাসীদের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে। বোমার আঘাতে সামসীন বেগম ও আফতারা বেগম নামে দুই ছাত্রী এবং আয়েষা খাতুন নামে এক মহিলা আহত হয়েছেন। আহতদের দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। যদিও পঞ্চায়েত সদস্যা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তার উপরেই পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছেন তিনি। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।Body:AbcdConclusion:Abcd
Last Updated : Jul 10, 2019, 3:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.