রায়গঞ্জ, 10 জুলাই : সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ । চলল বোমাবাজি । বোমার আঘাতে দুই কিশোরীসহ এক মহিলা গুরুতর জখম হলেন । উত্তর দিনাজপুরের চোপড়া থানার মদনভিটা গ্রামের ঘটনা । আহতদের চোপড়া থানার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে । এলাকায় পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোপড়ার হাপতিয়াগছ গ্রামপঞ্চায়েতের সদস্য রিনা বেগম তাঁর স্বামী ও দেওরকে দিয়ে মদনভিটা গ্রামের সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ করানোর সিদ্ধান্ত নেন । এর জেরে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে । এরপর গ্রামের বাসিন্দারা 18 জনের একটি কমিটি গঠন করে । সেই কমিটির তরফেই ওই প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় ।
অভিযোগ, ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যার দেওর ওই কাজ শুরু করে দেওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা শুরু হয় । অভিযোগ, মদনভিটা এলাকায় বোমাবাজির জন্য দায়ী রিনা বেগম, তাঁর স্বামী মহম্মদ সলিমুদ্দিন ও দেওর মহম্মদ নাসিরুদ্দিন । বোমার আঘাতে শামসিন বেগম ও আফতারা বেগম নামে দুই কিশোরী ও আয়েষা খাতুন নামে এক মহিলা জখম হন ।
যদিও পঞ্চায়েত সদস্যা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । পালটা আক্রমণের অভিযোগও এনেছেন রিনা । তদন্ত শুরু করেছে পুলিশ ।