ETV Bharat / state

Kaliaganj Murder Case: সিআইডি তদন্তে আস্থা নেই, সাফ জানিয়ে দিল মৃত মৃত্যুঞ্জয়ের পরিবার

author img

By

Published : May 1, 2023, 10:53 PM IST

মৃত মৃত্যুঞ্জয় বর্মনের দাদা বিষ্ণু বর্মন স্পষ্টতই জানিয়েছেন, সিবিআই তদন্তের উপর তাঁদের আস্থা আছে ৷ কিন্তু রাজ্য সরকারের কোনও তদন্তেই তাঁদের আস্থা নেই ।

Etv Bharat
সিআইডি তদন্তে আস্থা নেই

সিআইডি তদন্তে আস্থা নেই

রায়গঞ্জ, 1 মে: সিআইডি তদন্তের উপর কোনও আস্থা নেই বলে কার্যত আধিকারিকদের সামনেই সাফ জানিয়ে দিল মৃত মৃত্যুঞ্জয়ের পরিবার। কালিয়াগঞ্জে গুলিতে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মনের ৷ সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে গিয়েছে পরিবার ৷ এর মাঝেই তদন্ত শুরু করল সিআইডি ৷ সোমবার অবশ্য সিআইডির তদন্তকারী আধিকারিকদের উপস্থিতিতেই তদন্তের প্রতি অনাস্থা দেখায় মৃত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার ৷

পরিবারের পাশাপাশি বিজেপিও দাবি করেছে, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের ৷ এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছে বিজেপি ৷ এরই মাঝে সিআইডিকে তদন্তভার দিয়েছে রাজ্য সরকার ৷ সেই মতো, এদিন সকালে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা ৷ বাড়ির বিভিন্ন জায়গা খুঁটিয়ে পরীক্ষা-নীরিক্ষা করেন ৷ বিভিন্ন দিক খতিয়ে দেখে এদিন চলে যান সিআইডির অফিসারেরা ৷ যদিও পরিবারের তরফে কেউই এদিন সিআইডি আধিকারিকদের কোনও কাগজে স্বাক্ষর করতে রাজি হননি।

অন্যদিকে, মৃত মৃত্যুঞ্জয় বর্মনের দাদা বিষ্ণু বর্মন স্পষ্টতই জানিয়েছেন, সিবিআই তদন্তের উপর তাঁদের আস্থা আছে ৷ কিন্তু রাজ্য সরকারের কোনও তদন্তেই তাঁদের আস্থা নেই। এদিন দুপুরে সাত সদস্যের ফরেনসিক দল চাঁদগা এসে পৌঁছয় ৷ উল্লেখ্য, কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগার বাসিন্দা মৃত্যুঞ্জয় বর্মন নামে যুবককে পুলিশ গুলি করে হত্যা করে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় মৃতের দাদা মৃনাল কান্তি বর্মন পুলিশ অফিসারের বিরুদ্ধে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্য সরকার এই ঘটনার তদন্তভার এরপর সিআইডির হাতে তুলে দেয়।

সিআইডি একটি দল মৃত মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। সিআইডি আধিকারিকরা মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরী বর্মনের রক্তমাখা ওড়না এবং একটি গুলির খোল সংগ্রহ করে। সিআইডির বাজেয়াপ্ত করা জিনিস মৃতের পরিবারকে দিয়ে স্বাক্ষর করাতে গেলে তারা সেই কাগজে স্বাক্ষর করতে রাজি হননি বলে খবর। সিআইডি ছাড়াও এদিন সাত সদস্যের ফরেনসিক দলও চাঁদগা এসে পৌঁছয়। তারা মৃত্যুঞ্জয়ের বাড়ির বেশ কিছু নমুনা সংগ্রহের কাজও শুরু করেছে বলে জানা গিয়েছে। যদিও তদন্ত নিয়ে মুখ খুলতে চাননি সিআইডি আধিকারিকরা ৷ এখনই এবিষয়ে তাঁরা কিছু জানাতে পারবেন না বলে জানান এক তদন্তকারি অফিসার ৷

আরও পড়ুন: লালনের মৃত্যুর তদন্ত নিয়ে আদালতের নির্দেশকে স্বাগত জানালেন রেশমা বিবি

সিআইডি তদন্তে আস্থা নেই

রায়গঞ্জ, 1 মে: সিআইডি তদন্তের উপর কোনও আস্থা নেই বলে কার্যত আধিকারিকদের সামনেই সাফ জানিয়ে দিল মৃত মৃত্যুঞ্জয়ের পরিবার। কালিয়াগঞ্জে গুলিতে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মনের ৷ সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে গিয়েছে পরিবার ৷ এর মাঝেই তদন্ত শুরু করল সিআইডি ৷ সোমবার অবশ্য সিআইডির তদন্তকারী আধিকারিকদের উপস্থিতিতেই তদন্তের প্রতি অনাস্থা দেখায় মৃত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার ৷

পরিবারের পাশাপাশি বিজেপিও দাবি করেছে, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের ৷ এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছে বিজেপি ৷ এরই মাঝে সিআইডিকে তদন্তভার দিয়েছে রাজ্য সরকার ৷ সেই মতো, এদিন সকালে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা ৷ বাড়ির বিভিন্ন জায়গা খুঁটিয়ে পরীক্ষা-নীরিক্ষা করেন ৷ বিভিন্ন দিক খতিয়ে দেখে এদিন চলে যান সিআইডির অফিসারেরা ৷ যদিও পরিবারের তরফে কেউই এদিন সিআইডি আধিকারিকদের কোনও কাগজে স্বাক্ষর করতে রাজি হননি।

অন্যদিকে, মৃত মৃত্যুঞ্জয় বর্মনের দাদা বিষ্ণু বর্মন স্পষ্টতই জানিয়েছেন, সিবিআই তদন্তের উপর তাঁদের আস্থা আছে ৷ কিন্তু রাজ্য সরকারের কোনও তদন্তেই তাঁদের আস্থা নেই। এদিন দুপুরে সাত সদস্যের ফরেনসিক দল চাঁদগা এসে পৌঁছয় ৷ উল্লেখ্য, কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগার বাসিন্দা মৃত্যুঞ্জয় বর্মন নামে যুবককে পুলিশ গুলি করে হত্যা করে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় মৃতের দাদা মৃনাল কান্তি বর্মন পুলিশ অফিসারের বিরুদ্ধে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্য সরকার এই ঘটনার তদন্তভার এরপর সিআইডির হাতে তুলে দেয়।

সিআইডি একটি দল মৃত মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। সিআইডি আধিকারিকরা মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরী বর্মনের রক্তমাখা ওড়না এবং একটি গুলির খোল সংগ্রহ করে। সিআইডির বাজেয়াপ্ত করা জিনিস মৃতের পরিবারকে দিয়ে স্বাক্ষর করাতে গেলে তারা সেই কাগজে স্বাক্ষর করতে রাজি হননি বলে খবর। সিআইডি ছাড়াও এদিন সাত সদস্যের ফরেনসিক দলও চাঁদগা এসে পৌঁছয়। তারা মৃত্যুঞ্জয়ের বাড়ির বেশ কিছু নমুনা সংগ্রহের কাজও শুরু করেছে বলে জানা গিয়েছে। যদিও তদন্ত নিয়ে মুখ খুলতে চাননি সিআইডি আধিকারিকরা ৷ এখনই এবিষয়ে তাঁরা কিছু জানাতে পারবেন না বলে জানান এক তদন্তকারি অফিসার ৷

আরও পড়ুন: লালনের মৃত্যুর তদন্ত নিয়ে আদালতের নির্দেশকে স্বাগত জানালেন রেশমা বিবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.