ETV Bharat / state

হেমতাবাদের BJP বিধায়ক হত্যা মামলায় চার্জশিট দাখিল CID-র - হেমতাবাদ

হেমতাবাদের BJP বিধায়ক হত্যা মামলায় চার্জশিট দাখিল করল CID । ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, ষড়যন্ত্র ও একাধিক ব্যক্তি যুক্ত হয়ে খুনের ষড়ষন্ত্র করার অভিযোগ দায়ের করা হয়েছে ।

হেমতাবাদের BJP বিধায়ক হত্যা মামলা
হেমতাবাদের BJP বিধায়ক হত্যা মামলা
author img

By

Published : Sep 12, 2020, 2:39 PM IST

রায়গঞ্জ, 12 সেপ্টেম্বর : হেমতাবাদের বিধায়ক হত্যা মামলার তদন্তভার আগেই নিয়েছে CID । এবার রায়গঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হল । তবে CID সূত্রে খবর, খুনের মামলা নয় । আত্মহত্যার প্ররোচনা, ষড়যন্ত্র ও একাধিক ব্যক্তি যুক্ত হয়ে খুনের ষড়ষন্ত্র করার অভিযোগ দায়ের করা হয়েছে ।

13 জুলাই উত্তর দিনাজপুরের হেমতাবাদে BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । এরপর দেবেন্দ্রবাবুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে CID । তদন্তে নেমে নিলয় সিংহ এবং মাবুদ আলি গ্রেপ্তার করা হয় । তদন্তভার নেওয়ার দু মাসের মধ্যেই ধৃতদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল CID ।

শুক্রবার দুপুরে CID রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক আদিত্য গুঞ্জনের কাছে 693 পাতার চার্জশিট জমা করে । আদালত সূত্রের খবর, ওই মামলায় ধৃত মালদার বাসিন্দা মাবুদ আলি ও নিলয় সিংহের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে 306 ধারা, 420 ধারায় প্রতারণা ও 120বি ধারায় ষড়যন্ত্রের অভিযোগে চার্জশিট গঠন করা হয়েছে । গত লোকসভা নির্বাচনের পর দেবেন্দ্রনাথ CPM ছেড়ে BJP-তে যোগ দেন । গত 13 জুলাই বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বালিয়াদিঘি মোড়ে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । দেবেন্দ্রনাথের মৃতদেহ উদ্ধারের পর তাঁর স্ত্রী চাঁদিমা পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । চাঁদিমা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে দাবি করেছেন, মালদার বাসিন্দা মাবুদ ও নিলয়ের কাছে তাঁর স্বামী প্রচুর পরিমাণ টাকা পেতেন । দেবেন্দ্রনাথ অতীতে যখনই তাঁদের কাছে টাকা চাইতেন, তখনই তাঁরা তাঁকে হুমকি দিত । চাঁদিমার অভিযোগের ভিত্তিতে 14 জুলাই মালদার ইংরেজবাজারের মকদমপুর এলাকা থেকে নিলয়কে ও 7 অগাস্ট মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকা থেকে মাবুদকে গ্রেপ্তার করে CID ।

রায়গঞ্জ, 12 সেপ্টেম্বর : হেমতাবাদের বিধায়ক হত্যা মামলার তদন্তভার আগেই নিয়েছে CID । এবার রায়গঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হল । তবে CID সূত্রে খবর, খুনের মামলা নয় । আত্মহত্যার প্ররোচনা, ষড়যন্ত্র ও একাধিক ব্যক্তি যুক্ত হয়ে খুনের ষড়ষন্ত্র করার অভিযোগ দায়ের করা হয়েছে ।

13 জুলাই উত্তর দিনাজপুরের হেমতাবাদে BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । এরপর দেবেন্দ্রবাবুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে CID । তদন্তে নেমে নিলয় সিংহ এবং মাবুদ আলি গ্রেপ্তার করা হয় । তদন্তভার নেওয়ার দু মাসের মধ্যেই ধৃতদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল CID ।

শুক্রবার দুপুরে CID রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক আদিত্য গুঞ্জনের কাছে 693 পাতার চার্জশিট জমা করে । আদালত সূত্রের খবর, ওই মামলায় ধৃত মালদার বাসিন্দা মাবুদ আলি ও নিলয় সিংহের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে 306 ধারা, 420 ধারায় প্রতারণা ও 120বি ধারায় ষড়যন্ত্রের অভিযোগে চার্জশিট গঠন করা হয়েছে । গত লোকসভা নির্বাচনের পর দেবেন্দ্রনাথ CPM ছেড়ে BJP-তে যোগ দেন । গত 13 জুলাই বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বালিয়াদিঘি মোড়ে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । দেবেন্দ্রনাথের মৃতদেহ উদ্ধারের পর তাঁর স্ত্রী চাঁদিমা পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । চাঁদিমা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে দাবি করেছেন, মালদার বাসিন্দা মাবুদ ও নিলয়ের কাছে তাঁর স্বামী প্রচুর পরিমাণ টাকা পেতেন । দেবেন্দ্রনাথ অতীতে যখনই তাঁদের কাছে টাকা চাইতেন, তখনই তাঁরা তাঁকে হুমকি দিত । চাঁদিমার অভিযোগের ভিত্তিতে 14 জুলাই মালদার ইংরেজবাজারের মকদমপুর এলাকা থেকে নিলয়কে ও 7 অগাস্ট মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকা থেকে মাবুদকে গ্রেপ্তার করে CID ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.