রায়গঞ্জ,1অগাস্ট: কোরোনায় আক্রান্ত হয়ে এক নাবালিকার মৃত্যু হল রায়গঞ্জের কোরোনা হাসপাতালে। গতরাতে তার মৃত্যু হয়েছে। নাবালিকার মৃত্যুতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন বাকি রোগী এবং তাদের পরিজনেরা। তার দেহ সৎকারের বন্দোবস্ত করা হচ্ছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে,রায়গঞ্জ ব্লকের গ্রামীণ এলাকার বাসিন্দা ওই নাবালিকা 19 জুলাই কোরোনা পজ়িটিভ হয়ে রায়গঞ্জের কোরোনা হাসপাতালে ভরতি হয়েছিলেন। তার চিকিৎসাও চলছিল। বেশ কিছুদিন ধরে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছিল সে। তবে গত বৃহস্পতিবার থেকে আচমকা তার অবস্থা অবনতি হতে শুরু হয়।এরপরই গতকাল রাতে তার মৃত্যু হয়। তার দেহ সৎকারের জন্য কোরোনা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে রায়গঞ্জ পৌরসভার সাহায্য চাওয়া হয়েছে ।
যদিও,মৃত্যু নিয়ে রীতিমতো কুলুপ এঁটেছেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকেরা।