ETV Bharat / state

Raiganj Child Artist: মাটির মূর্তি গড়াই নেশা রায়গঞ্জের ছাত্র দেবজ্যোতির - Child Artist

এই বয়সেই মাটির মূর্তি গড়া তার নেশা ৷ গান গাইতে গাইতে মাটিকে রূপ দেয় প্রতিমায় ৷ রায়গঞ্জের দেবজ্যোতি সরকারের কাজে খুশি এলাকাবাসী (Child Artist Making kali Pratima) ৷

Child Artist
মাটির মূর্তি গড়াই নেশা ছাত্র দেবজ্যোতির
author img

By

Published : Oct 19, 2022, 1:09 PM IST

রায়গঞ্জ, 19 অক্টোবর: তার সমবয়সীরা এই বয়েসে মোবাইল অথবা বোকাবাক্সে কার্টুন দেখতেই ব্যস্ত থাকে । কিন্তু রায়গঞ্জের তুলসীপাড়ার বাসিন্দা দেবাশিস সরকারের ছেলে দেবজ্যোতি সরকার মাটিকে আকার দিয়েই সবচেয়ে বেশি আনন্দ পায় (Child Artist Making kali Pratima) । সময় পেলেই সে গান গাইতে গাইতে মাটির মূর্তি তৈরি করার কাজে লেগে পড়ে ।

শহরের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র দেবজ্যোতির বাবা দেবাশিস সরকার এলাকার একটি গ্যারাজে ম্যানেজারের কাজ করেন । অন্যদিকে, তার মা রূপা সরকার একজন গৃহবধূ । মূলত তারই প্রেরণায় নিয়মিত মূর্তি গড়ার কাজ করে দেবজ্যোতি । ইতিমধ্যেই ছোট ছোট বেশ কয়েকটি দেবতাদের মূর্তি তৈরি করে ফেলেছে সে । ছোট থেকেই দেবজ্যোতির মূর্তি তৈরির নেশা বলে জানালেন তার মা রূপা সরকার । তিনি জানান, ছোট থেকেই নানা ধরনের ভক্তিগীতি করে দেবজ্যোতি । পড়াশোনার মাঝে মূর্তি তৈরি করাই ওর নেশা ।

মাটির মূর্তি গড়াই নেশা ছাত্র দেবজ্যোতির

আরও পড়ুন: ধুঁকতে থাকা মোমবাতি নির্মাণ শিল্প এখন চাঙ্গা, এমনই ছবি রায়গঞ্জের 'সন্ধ্যাতারা'র

ছোট্ট দেবজ্যোতির এই কর্মকাণ্ডে ভীষণ খুশি তার পাড়া প্রতিবেশীরাও । অন্যদিকে দেবজ্যোতি বলে, "আমার তৈরি মূর্তি আগামিদিনে রায়গঞ্জের বিভিন্ন ক্লাব এবং মন্দিরে পূজিত হবে এটাই আমার এখন আশা । ভবিষ্যতে আমি একজন শিল্পী হয়ে উঠতে চাই ।"

রায়গঞ্জ, 19 অক্টোবর: তার সমবয়সীরা এই বয়েসে মোবাইল অথবা বোকাবাক্সে কার্টুন দেখতেই ব্যস্ত থাকে । কিন্তু রায়গঞ্জের তুলসীপাড়ার বাসিন্দা দেবাশিস সরকারের ছেলে দেবজ্যোতি সরকার মাটিকে আকার দিয়েই সবচেয়ে বেশি আনন্দ পায় (Child Artist Making kali Pratima) । সময় পেলেই সে গান গাইতে গাইতে মাটির মূর্তি তৈরি করার কাজে লেগে পড়ে ।

শহরের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র দেবজ্যোতির বাবা দেবাশিস সরকার এলাকার একটি গ্যারাজে ম্যানেজারের কাজ করেন । অন্যদিকে, তার মা রূপা সরকার একজন গৃহবধূ । মূলত তারই প্রেরণায় নিয়মিত মূর্তি গড়ার কাজ করে দেবজ্যোতি । ইতিমধ্যেই ছোট ছোট বেশ কয়েকটি দেবতাদের মূর্তি তৈরি করে ফেলেছে সে । ছোট থেকেই দেবজ্যোতির মূর্তি তৈরির নেশা বলে জানালেন তার মা রূপা সরকার । তিনি জানান, ছোট থেকেই নানা ধরনের ভক্তিগীতি করে দেবজ্যোতি । পড়াশোনার মাঝে মূর্তি তৈরি করাই ওর নেশা ।

মাটির মূর্তি গড়াই নেশা ছাত্র দেবজ্যোতির

আরও পড়ুন: ধুঁকতে থাকা মোমবাতি নির্মাণ শিল্প এখন চাঙ্গা, এমনই ছবি রায়গঞ্জের 'সন্ধ্যাতারা'র

ছোট্ট দেবজ্যোতির এই কর্মকাণ্ডে ভীষণ খুশি তার পাড়া প্রতিবেশীরাও । অন্যদিকে দেবজ্যোতি বলে, "আমার তৈরি মূর্তি আগামিদিনে রায়গঞ্জের বিভিন্ন ক্লাব এবং মন্দিরে পূজিত হবে এটাই আমার এখন আশা । ভবিষ্যতে আমি একজন শিল্পী হয়ে উঠতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.