ETV Bharat / state

Chandrayaan 3: 'ওর কাজের এত চাপ বহুদিন কথাই হয় না', টিভিতে ছেলের সাফল্য দেখে আপ্লুত ইসলামপুরের বিজ্ঞানীর মা - ইসলামপুরের বিজ্ঞানীর মা

Chandrayaan 3 Success Story: টিভির পর্দায় ছেলের সাফল্য দেখে আবেগতাড়িত হলেন মা ৷ ইসলামপুরের অনুজ নন্দী চন্দ্রযান 3-এর ক্যামেরার ডিজাইন করেছেন ৷

Chandrayaan 3 Success Story
চন্দ্রযান 3
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 1:57 PM IST

Updated : Aug 24, 2023, 3:10 PM IST

টিভিতে ছেলের সাফল্য দেখে আপ্লুত ইসলামপুরের বিজ্ঞানীর মা

রায়গঞ্জ, 24 অগস্ট: চন্দ্রযান 3-এর সৌজন্যে ইতিমধ্যেই চাঁদের বেশ কিছু ছবি প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী ৷ চাঁদের মাটিতে ঘোরাঘুরি করে আরও ছবি ক্যামেরাবন্দি করবে ল্যান্ডার বিক্রম ৷ সেই ক্যামেরার ডিজাইন করেছেন ইসরোর বাঙালি বিজ্ঞানী অনুজ নন্দী ৷ তিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রম পাড়ার বাসিন্দা ৷ টিভির পর্দায় অনুজের এই সাফল্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন পরিবার ও প্রতিবেশীরা ৷ তবে এই সাফল্যের পেছনে আছে অনেক আত্মত্যাগ ৷ অনুজের মা জানালেন, বহুদিন কথাই হয় না ছেলের সঙ্গে ৷ কাজের এত চাপ যে, কথা বলার সময়ই হয় না অনুজের ৷

অনুজ নন্দীর মা শোভারানি নন্দী ছেলের সাফল্যে দারুণ খুশি ৷ তিনি বলেন, "আমি খুবই সন্তুষ্ট । শরীর তো বেশি ভালো না ৷ কথা বলতেও পারি না ভালো করে । তবে খুব ভালো লাগছে । আমি খুবই খুশি । বহুদিন ওর সঙ্গে কথা হয় না । কষ্ট হলে কী আর করব ? কাজের জন্য কথা বলার সময় পায় না ও ।"

দেশের ইতিহাস সৃষ্টিতে অংশীদার অনুজ নন্দী ৷ টিভির পর্দায় তাঁর এই সাফল্য দেখে উচ্ছ্বসিত গোটা পরিবার তথা জেলাবাসী । বুধবার চন্দ্রযান-3 এর সফল ভাবে চাঁদে অবতরণের প্রার্থনা করছিল গোটা দেশ ৷ সবার চোখ ছিল টিভির পর্দায় ৷ সেই মাহেন্দ্রক্ষণ যখন দেশবাসীর মনে আলোড়ন সৃষ্টি করেছে, তখন আনন্দে চোখের জল বাঁধ মানেনি অনুজের পরিবারের সদস্যদের ।

আরও পড়ুন: চন্দ্রযানের প্রজেক্টে ছিলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তিন প্রাক্তনী

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর হাইস্কুলে পড়াশোনা শেষ করার পর রায়গঞ্জ কলেজে বিজ্ঞান নিয়ে স্নাতক হন অনুজ । এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ বেঙ্গালুরুর ইসরোতে গত আট বছর ধরে কাজ করছেন এই বাঙালি বিজ্ঞানী ।

সঞ্জয় দত্ত নামে তাঁর এক প্রতিবেশী বলেন, "এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না । অনুজ নন্দী একজন সাধারণ ঘরের ছেলে হয়ে আজ এমন একটা জায়গায় পৌঁছেছে, যা কি না গোটা ইসলামপুর তথা পশ্চিমবঙ্গের নাম গোটা ভারতবর্ষের কাছে তুলে ধরেছে । আমরা খুবই আনন্দিত ।"

টিভিতে ছেলের সাফল্য দেখে আপ্লুত ইসলামপুরের বিজ্ঞানীর মা

রায়গঞ্জ, 24 অগস্ট: চন্দ্রযান 3-এর সৌজন্যে ইতিমধ্যেই চাঁদের বেশ কিছু ছবি প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী ৷ চাঁদের মাটিতে ঘোরাঘুরি করে আরও ছবি ক্যামেরাবন্দি করবে ল্যান্ডার বিক্রম ৷ সেই ক্যামেরার ডিজাইন করেছেন ইসরোর বাঙালি বিজ্ঞানী অনুজ নন্দী ৷ তিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রম পাড়ার বাসিন্দা ৷ টিভির পর্দায় অনুজের এই সাফল্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন পরিবার ও প্রতিবেশীরা ৷ তবে এই সাফল্যের পেছনে আছে অনেক আত্মত্যাগ ৷ অনুজের মা জানালেন, বহুদিন কথাই হয় না ছেলের সঙ্গে ৷ কাজের এত চাপ যে, কথা বলার সময়ই হয় না অনুজের ৷

অনুজ নন্দীর মা শোভারানি নন্দী ছেলের সাফল্যে দারুণ খুশি ৷ তিনি বলেন, "আমি খুবই সন্তুষ্ট । শরীর তো বেশি ভালো না ৷ কথা বলতেও পারি না ভালো করে । তবে খুব ভালো লাগছে । আমি খুবই খুশি । বহুদিন ওর সঙ্গে কথা হয় না । কষ্ট হলে কী আর করব ? কাজের জন্য কথা বলার সময় পায় না ও ।"

দেশের ইতিহাস সৃষ্টিতে অংশীদার অনুজ নন্দী ৷ টিভির পর্দায় তাঁর এই সাফল্য দেখে উচ্ছ্বসিত গোটা পরিবার তথা জেলাবাসী । বুধবার চন্দ্রযান-3 এর সফল ভাবে চাঁদে অবতরণের প্রার্থনা করছিল গোটা দেশ ৷ সবার চোখ ছিল টিভির পর্দায় ৷ সেই মাহেন্দ্রক্ষণ যখন দেশবাসীর মনে আলোড়ন সৃষ্টি করেছে, তখন আনন্দে চোখের জল বাঁধ মানেনি অনুজের পরিবারের সদস্যদের ।

আরও পড়ুন: চন্দ্রযানের প্রজেক্টে ছিলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তিন প্রাক্তনী

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর হাইস্কুলে পড়াশোনা শেষ করার পর রায়গঞ্জ কলেজে বিজ্ঞান নিয়ে স্নাতক হন অনুজ । এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ বেঙ্গালুরুর ইসরোতে গত আট বছর ধরে কাজ করছেন এই বাঙালি বিজ্ঞানী ।

সঞ্জয় দত্ত নামে তাঁর এক প্রতিবেশী বলেন, "এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না । অনুজ নন্দী একজন সাধারণ ঘরের ছেলে হয়ে আজ এমন একটা জায়গায় পৌঁছেছে, যা কি না গোটা ইসলামপুর তথা পশ্চিমবঙ্গের নাম গোটা ভারতবর্ষের কাছে তুলে ধরেছে । আমরা খুবই আনন্দিত ।"

Last Updated : Aug 24, 2023, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.