ETV Bharat / state

কালিয়াগঞ্জ উপনির্বাচনে প্রার্থীদের রবিবাসরীয় প্রচার - কালিয়াগঞ্জ উপনির্বাচনে প্রার্থীদের প্রচার

কালিয়াগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনে রবিবার প্রচার করল বাম-কংগ্রেস জোট এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী । 25 নভেম্বর এই আসনে উপনির্বাচন ।

প্রচারের ছবি
author img

By

Published : Nov 10, 2019, 8:26 PM IST

রায়গঞ্জ, 10 নভেম্বর : কালিয়াগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন 25 নভেম্বর । আজ তাই সকাল থেকেই রবিবাসরীয় প্রচারে ব্যস্ত ছিল রাজনৈতিক দলগুলির প্রার্থীরা । বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় কালিয়াগঞ্জের স্কুল পাড়ায় দুই নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে করেন তিনি । অন্যদিকে, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জ বাজারে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপনদেব সিংহ । পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার কয়েকটি ওয়ার্ডেও আজ প্রচার করেন তিনি ।

তপনদেব বলেন, "দলের সমস্ত স্তরের নেতা-কর্মীরা উপনির্বাচনের প্রচারে কোমর বেঁধে নেমেছেন । আমার সঙ্গে আসল লড়াই BJP-র । 2019-এর লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জে দলের রেজাল্ট খারাপ হয়েছে । তবে বিধানসভা নির্বাচনে দলের ভালো ফল হবে বলে আমি আশাবাদী । জয় নিয়ে আমি নিশ্চিত ।"

ধীতশ্রী বলেন, "আমি কালিয়াগঞ্জের ঘরের মেয়ে । নিজের পাড়ার কাকিমা, জেঠিমা, ভাই, দাদাদের সঙ্গে দেখা করেছি । তাঁদের সঙ্গে কথা বলে প্রচার সারলাম । প্রচারে ভালো সাড়া পাচ্ছি ।"

রায়গঞ্জ, 10 নভেম্বর : কালিয়াগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন 25 নভেম্বর । আজ তাই সকাল থেকেই রবিবাসরীয় প্রচারে ব্যস্ত ছিল রাজনৈতিক দলগুলির প্রার্থীরা । বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় কালিয়াগঞ্জের স্কুল পাড়ায় দুই নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে করেন তিনি । অন্যদিকে, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জ বাজারে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপনদেব সিংহ । পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার কয়েকটি ওয়ার্ডেও আজ প্রচার করেন তিনি ।

তপনদেব বলেন, "দলের সমস্ত স্তরের নেতা-কর্মীরা উপনির্বাচনের প্রচারে কোমর বেঁধে নেমেছেন । আমার সঙ্গে আসল লড়াই BJP-র । 2019-এর লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জে দলের রেজাল্ট খারাপ হয়েছে । তবে বিধানসভা নির্বাচনে দলের ভালো ফল হবে বলে আমি আশাবাদী । জয় নিয়ে আমি নিশ্চিত ।"

ধীতশ্রী বলেন, "আমি কালিয়াগঞ্জের ঘরের মেয়ে । নিজের পাড়ার কাকিমা, জেঠিমা, ভাই, দাদাদের সঙ্গে দেখা করেছি । তাঁদের সঙ্গে কথা বলে প্রচার সারলাম । প্রচারে ভালো সাড়া পাচ্ছি ।"

Intro:রায়গঞ্জ, ১০ নভেম্বর, প্রসুন মৈত্র: ভোটের দিন ঘোষনা হওয়ার পর রবিবাসরীয় সকালে কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে জোর কদমে প্রচার শুরু করলো প্রার্থীরা। এদিনটাকে কোন দলেরেই প্রার্থীরা সময় নষ্ট না করেই সকাল সকাল বেরিয়ে পরেছেন প্রচারে। কেউবা কোন দলীয় নেতাকর্মী, ফ্লাগ ফেস্টুন না নিয়েই নিজের ছোটে বেলার বান্ধবীকে নিয়ে কালিয়াগঞ্জের স্কুল পাড়ার ২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন। আবার কেউ দলীয় কর্মীদের সাথে নিয়ে কালিয়াগঞ্জ পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও বাজারে প্রচার সারলেন। বামকংগ্রেস জোটের প্রার্থী ধীতশ্রী রায় ও তৃণমুল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ এরা দুজন একে অপরকে টেক্কা দিয়ে রবিবাসরীয় প্রচার সারলেন এইভাবেই। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বামকংগ্রেস জোটের প্রার্থী গীতশ্রী রায় তিনি এদিন সকালে এক বান্ধবীকে সাথে নিয়ে নিজের পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে সবার সাথে দেখা করে প্রচার সারলেন। অন্যদিকে এদিন সকালেও কালিয়াগঞ্জ বাজারে প্রচার সারলেন তৃনমুল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার কয়েকটি ওয়ার্ডেও প্রচার করেন তপনবাবু। প্রচার শেষে তপন দেব সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, দলের সমস্ত স্থরের নেতাকর্মীরা সবাই এই কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তারা কোমর বেঁধে প্রচারে নেমে পরেছেন। সবাই যেভাবে আমাকে সাহায্য করছে তাতে আমি একশো শতাংশ নিশ্চিত জিতবো। অন্যদিকে তিনি আরও বলেন, আমার সাথে মুল লড়াইটা হলে বিজেপির। লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জে আমাদের দলের খারাপ রেজাল্ট হয়েছে। কারন সেই সময় আমরা উন্নয়নের কথা মানুষদের ঠিক মতো বোঝাতে পারিনি। গ্রাম ও শহরে আমি ভালো সারা পাচ্ছি বলে জানান তপনবাবু। অন্যদিলে বামকংগ্রেস জোটের প্রার্থী ধীতশ্রী রায় জানিয়েছেন, আমি কালিয়াগঞ্জের ঘরের মেয়ে হয়েই নিজের পাড়ার কাকিমা, জেষ্ঠিমা, ভাই, দাদাদের সাথে দেখা করলাম। তাদের সাথে কথা বলে প্রচার সারলাম। প্রচারের ভালো সারা পাচ্ছি। বড় বড় মিটিং করে প্রচার না করে সাধারন মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করাটা আগে তাই আমি আজকের রবিবাসরীয় দিনটাকে নষ্ট না করে সকাল সকাল আমার এক বান্ধবীকে নিয়ে প্রচারে বের হয়েছি বলে জানান ধীতশ্রী রায়।

বাইট : তপন দেব সিংহ ( তৃনমুল কংগ্রেস প্রার্থী)
বাইট : ধীতশ্রী রায় ( বামকংগ্রেস জোট প্রার্থী)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.