ETV Bharat / state

ছিনতাইয়ে বাধা দেওয়ায় আক্রান্ত ব্যবসায়ী - রায়গঞ্জে খুনের চেষ্টার অভিযোগ

গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে ৷ গুরুতর জখম অবস্থায় নুরুল ইসলামকে প্রথমে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ।

Alleged attempted murder in Raiganj, serious injuries 1
রায়গঞ্জে খুনের চেষ্টার অভিযোগ, গুরুতর জখম 1
author img

By

Published : Sep 6, 2020, 1:29 PM IST

রায়গঞ্জ, 6 সেপ্টেম্বর : এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে খুনের চেষ্টা দুষ্কৃতীদের ৷ নুরুল ইসলাম নামে ওই বাসিন্দা রায়গঞ্জের কালিয়াচক ব্লকের মালগাঁও গ্রামের বাসিন্দা ৷ তিনি পেশায় সবজির আড়তদার ৷ অভিযোগ, তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা ৷ রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর এলাকার ঘটনা ৷

গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে ৷ গুরুতর জখম অবস্থায় নুরুল ইসলামকে প্রথমে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ৷ এরপর অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ।

রায়গঞ্জে আক্রান্ত ব্যবসায়ী

গতকাল বিকেলে রায়গঞ্জের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন নুরুল । পথে বরুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর এলাকায় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় । টাকা ছিনতাই করার চেষ্টা করে ৷ বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় । দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে সমস্ত টাকা-পয়সা ছিনতাই করে এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে এলাকা থেকে চম্পট দেয় । এরপর স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।

নুরুল ইসলামের বিবি আনোয়ারা বেগম বলেন, "স্থানীয়রাই বাড়িতে খবর দেন । তাঁর কোনও শত্রু ছিল না । টাকা ছিনতাই করতেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়েছে । "

রায়গঞ্জ, 6 সেপ্টেম্বর : এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে খুনের চেষ্টা দুষ্কৃতীদের ৷ নুরুল ইসলাম নামে ওই বাসিন্দা রায়গঞ্জের কালিয়াচক ব্লকের মালগাঁও গ্রামের বাসিন্দা ৷ তিনি পেশায় সবজির আড়তদার ৷ অভিযোগ, তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা ৷ রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর এলাকার ঘটনা ৷

গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে ৷ গুরুতর জখম অবস্থায় নুরুল ইসলামকে প্রথমে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ৷ এরপর অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ।

রায়গঞ্জে আক্রান্ত ব্যবসায়ী

গতকাল বিকেলে রায়গঞ্জের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন নুরুল । পথে বরুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর এলাকায় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় । টাকা ছিনতাই করার চেষ্টা করে ৷ বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় । দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে সমস্ত টাকা-পয়সা ছিনতাই করে এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে এলাকা থেকে চম্পট দেয় । এরপর স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।

নুরুল ইসলামের বিবি আনোয়ারা বেগম বলেন, "স্থানীয়রাই বাড়িতে খবর দেন । তাঁর কোনও শত্রু ছিল না । টাকা ছিনতাই করতেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.