রায়গঞ্জ, 8 জুলাই : চোপড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু ৷ শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মী মুস্তাফা কামালের ৷ মঙ্গলবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ময়নাতদন্তের পর দেহ নিয়ে আসা হবে চোপড়ায় ৷
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সন্ধেয় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোঁয়াবাড়ি এলাকায় প্রতিবাদ সভা করছিল তৃণমূল। সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা । তাতে প্রাক্তন প্রধান-তৃণমূল নেতা আবুল হোসেন ও তৃণমূল কর্মী মুস্তাফা কামাল গুলিবিদ্ধ হন । তাঁদের আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মুস্তাফা কামালের মৃত্যু হয়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কংগ্রেস-CPI(M) আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ঘটনার পর চোপড়া গ্রামে পুলিশ পিকেট বসানোর পাশাপাশি পুলিশি টহলদারি চলে । এদিকে হামলার ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূল কর্মীরা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস-CPI(M) ৷