রায়গঞ্জ, 9 অগাস্ট : সহকর্মীদের খুনে অভিযুক্ত জওয়ানকে BSF-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত ৷ রবিবার ওই জওয়ানকে রায়গঞ্জ আদালতে তোলা হয় ৷ BSF-এর নিয়ম অনুযায়ী বিচার প্রক্রিয়া শুরু হবে ৷
4 তারিখ রায়গঞ্জের মালদাখণ্ড এলাকায় BSF-এর সীমান্ত ক্যাম্পে দুই সহকর্মীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে উত্তম সূত্রধর নামে এক জওয়ানের বিরুদ্ধে ৷ ঘটনার পরই তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এরপর অভিযুক্তকে আদালতে তোলা হলে তার পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷ বর্তমানে পুলিশি তদন্ত শেষ হয়ে গেছে । এরপর বাকি তদন্ত প্রক্রিয়া BSF-এর নিয়ম অনুযায়ী হবে বলেই জানা গেছে ৷
এই বিষয়ে সরকারি আইনজীবী নীলাঞ্জন সরকার বলেন, "BSF-এর তরফে ওই জওয়ানকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আদালতে কাছে একটি আবেদন করা হয়েছিল ৷ সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাকে BSF-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ এরপর তার বিচারপ্রক্রিয়া সমস্তটাই BSF-এর কোর্ট মার্শালে হবে ।"
উত্তম সূত্রধরের আইনজীবী কুণাল সেনগুপ্ত বলেন, "আমার মক্কেলকে BSF তাদের নিয়ম অনুযায়ী তদন্ত করার জন্য পাঞ্জিপাড়ায় অবস্থিত কার্যালয়ে নিয়ে যাচ্ছে । সেখানে পরবর্তী বিচার প্রক্রিয়া BSF-এর নিয়ম অনুযায়ী তারা করবে ।"