ETV Bharat / state

রায়গঞ্জে গ্রেফতার 4 মাদক পাচারকারী, উদ্ধার ব্রাউন সুগার

রায়গঞ্জে গ্রেফতার করা হল 4 জন মাদক পাচারকারীকে ৷ ধৃতদের কাছ থেকে 128 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ । উদ্ধার হয় নগদ টাকাও ৷

brown sugar recovered at raiganj, 4 arrested
রায়গঞ্জে গ্রেফতার 4 মাদক পাচারকারী, উদ্ধার ব্রাউন সুগার
author img

By

Published : Jun 29, 2021, 5:16 PM IST

রায়গঞ্জ, 29 জুন: ব্রাউন সুগার-সহ 4 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে 128 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে ৷ ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজন মাদক পাচারকারীর তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সোমবার রায়গঞ্জ থানার মধুপুর এলাকায় তল্লাশি অভিযান চালায় ৷ তখনই গ্রেফতার করা হয় 4 জন মাদক পাচারকারীকে । ধৃতরা সকলেই রায়গঞ্জ শহরের বাসিন্দা । ধৃত পাচারকারীরা হল সৎসঙ্গ সরণির দেবব্রত রায়, রবীন্দ্রপল্লির অরিজিৎ সরকার, শক্তিনগরের বাসিন্দা সত্যজিৎ মহন্ত এবং উকিলপাড়ার পীরপুকুরের বাসিন্দা রবি কাহার ।

আরও পড়ুন : বঙ্গভঙ্গ প্রস্তাবকারী দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশ ভার্মা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে 128 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ 50 হাজার টাকা উদ্ধার করা হয়েছে । ধৃত চারজনকেই মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

রায়গঞ্জ, 29 জুন: ব্রাউন সুগার-সহ 4 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে 128 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে ৷ ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজন মাদক পাচারকারীর তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সোমবার রায়গঞ্জ থানার মধুপুর এলাকায় তল্লাশি অভিযান চালায় ৷ তখনই গ্রেফতার করা হয় 4 জন মাদক পাচারকারীকে । ধৃতরা সকলেই রায়গঞ্জ শহরের বাসিন্দা । ধৃত পাচারকারীরা হল সৎসঙ্গ সরণির দেবব্রত রায়, রবীন্দ্রপল্লির অরিজিৎ সরকার, শক্তিনগরের বাসিন্দা সত্যজিৎ মহন্ত এবং উকিলপাড়ার পীরপুকুরের বাসিন্দা রবি কাহার ।

আরও পড়ুন : বঙ্গভঙ্গ প্রস্তাবকারী দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশ ভার্মা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে 128 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ 50 হাজার টাকা উদ্ধার করা হয়েছে । ধৃত চারজনকেই মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.