ETV Bharat / state

পুকুর থেকে মহিলার দেহ উদ্ধার, দুই মেয়েকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল প্রতিবেশীরা

রায়গঞ্জের পূর্ব কলেজপাড়া প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন কল্পনা দে সরকার রায় ৷ অষ্টমীর দিন থেকে তিনি নিখোঁজ হন । কিন্তু তাঁর দুই মেয়ে মায়ের নিখোঁজের বিষয়টি পুলিশ বা প্রতিবেশীদের জানায়নি ৷ আজ সকালে গোয়ালপাড়ার পাতপুকুরে কল্পনাদেবীর দেহ ভাসতে দেখা যায় ৷

উদ্ধার মহিলার মৃতদেহ
author img

By

Published : Oct 12, 2019, 2:19 PM IST

Updated : Oct 12, 2019, 3:35 PM IST

রায়গঞ্জ, 12 অক্টোবর: মহিলাকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুই মেয়ের বিরুদ্ধে । আজ সকালে রায়গঞ্জের গোয়ালপাড়া পাতপুকুর এলাকা থেকে কল্পনা দে সরকার রায় নামে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর রামকৃষ্ণপল্লি এলাকার ঘটনা ।দেহ উদ্ধারের পর প্রতিবেশীরা কল্পনাদেবীর বাড়িতে ঢুকে তাঁর দুই মেয়েকে গণপিটুনি দেন । রায়গঞ্জ থানার পুলিশ দুই মেয়েকে থানায় নিয়ে যায় ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

রায়গঞ্জের পূর্ব কলেজপাড়া প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন কল্পনাদেবী ৷ অষ্টমীর দিন থেকে তিনি নিখোঁজ হন । কিন্তু তাঁর দুই মেয়ে মায়ের নিখোঁজের বিষয়টি পুলিশ বা প্রতিবেশীদের জানায়নি ৷ আজ সকালে গোয়ালপাড়ার পাতপুকুরে কল্পনাদেবীর দেহ ভাসতে দেখা যায় ৷

প্রতিবেশীদের অভিযোগ, দুই মেয়ে কল্পনাদেবীর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচার করত । বিষয়টি কল্পনাদেবী ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছিলেন ৷ কাউন্সিলর তাঁকে পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন । যদিও কল্পনাদেবী পুলিশে যাননি ৷

আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় ৷ তারা দুই মেয়েকে থানায় নিয়ে যায় ৷ স্থানীয় বাসিন্দারা কল্পনাদেবীর দুই মেয়ের কঠোর শাস্তি দাবি করেছেন । কল্পনাদেবীর এক মেয়ে বলে, "আমরা ভেবেছি মা, মামার বাড়িতে গেছে । তাই আর খোঁজ করিনি । মা মাঝেমধ্যেই না বলে মামার বাড়ি যেতেন ।" মায়ের উপর অত্যাচারের কথা অস্বীকার করেছে সে ।

দেখুন গণপিটুনির ভিডিয়ো

রায়গঞ্জ, 12 অক্টোবর: মহিলাকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুই মেয়ের বিরুদ্ধে । আজ সকালে রায়গঞ্জের গোয়ালপাড়া পাতপুকুর এলাকা থেকে কল্পনা দে সরকার রায় নামে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর রামকৃষ্ণপল্লি এলাকার ঘটনা ।দেহ উদ্ধারের পর প্রতিবেশীরা কল্পনাদেবীর বাড়িতে ঢুকে তাঁর দুই মেয়েকে গণপিটুনি দেন । রায়গঞ্জ থানার পুলিশ দুই মেয়েকে থানায় নিয়ে যায় ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

রায়গঞ্জের পূর্ব কলেজপাড়া প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন কল্পনাদেবী ৷ অষ্টমীর দিন থেকে তিনি নিখোঁজ হন । কিন্তু তাঁর দুই মেয়ে মায়ের নিখোঁজের বিষয়টি পুলিশ বা প্রতিবেশীদের জানায়নি ৷ আজ সকালে গোয়ালপাড়ার পাতপুকুরে কল্পনাদেবীর দেহ ভাসতে দেখা যায় ৷

প্রতিবেশীদের অভিযোগ, দুই মেয়ে কল্পনাদেবীর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচার করত । বিষয়টি কল্পনাদেবী ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছিলেন ৷ কাউন্সিলর তাঁকে পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন । যদিও কল্পনাদেবী পুলিশে যাননি ৷

আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় ৷ তারা দুই মেয়েকে থানায় নিয়ে যায় ৷ স্থানীয় বাসিন্দারা কল্পনাদেবীর দুই মেয়ের কঠোর শাস্তি দাবি করেছেন । কল্পনাদেবীর এক মেয়ে বলে, "আমরা ভেবেছি মা, মামার বাড়িতে গেছে । তাই আর খোঁজ করিনি । মা মাঝেমধ্যেই না বলে মামার বাড়ি যেতেন ।" মায়ের উপর অত্যাচারের কথা অস্বীকার করেছে সে ।

দেখুন গণপিটুনির ভিডিয়ো
Intro:রায়গঞ্জ, ১২ অক্টোবর, প্রসুন মৈত্র: মা-কে খুন করে মেরে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই দুই মেয়ের বিরুদ্ধে। শনিবার সকালে রায়গঞ্জের গোয়ালপাড়া পাতপুকুর থেকে কল্পনা দে সরকার রায় নামে এক স্কুল শিক্ষিকা মায়ের মৃতদেহ উদ্ধার হতেই উত্তেজিত বাসিন্দাদের দুই মেয়েকে বাড়িতে ঢুকে ব্যাপক গনপিটুনি দেয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দেবীনগর রামকৃষ্ণপল্লীতে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে দুই যুবতী মেয়েকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। পাশাপাশি পুকুর থেকে ওই শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের পূর্ব কলেজপাড়া প্রাথমিক স্কুলের শিক্ষিকা দেবীনগর রামকৃষ্ণপল্লীর বাসিন্দা কল্পনা দে সরকার রায় মহা অষ্টমীর দিন থেকে নিখোঁজ ছিলেন। কিন্তু তাঁর দুই মেয়ে শ্রেয়া রায় এবং অপর মেয়ে মায়ের নিখোঁজের বিষয়ে কাউকে কিছু না জানানোর পাশাপাশি রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরিও করেনি। শনিবার সকালে গোয়ালপাড়ার পাতপুকুরে কল্পনা দেবীর মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কল্পনা দেবীর দুই মেয়ে তাঁর উপর চরম শারীরিক ও মানসিক অত্যাচার করত। এই বিষয় নিয়ে কল্পনাদেবী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে অভিযোগও জানিয়েছিলেন। স্থানীয় কাউন্সিলর তাঁকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু মাতৃস্নেহের বশে তিনি মেয়েদের নামে থানায় অভিযোগ দায়ের করেন নি। এরপর কিছুদিন শান্ত থাকার পর পুজোর সময় থেকে আবার অশান্তি শুরু হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গত ৬ অক্টোবর অষ্টমীর দিন থেকে নিখোঁজ ছিলেন স্কুল শিক্ষিকা কৃষ্ণা দে রায়। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার হতেই দেবীনগর রামকৃষ্ণপল্লীর বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা কৃষ্ণাদেবীর বাড়িতে ঢুকে তাঁর দুই মেয়েকে ব্যাপক গনপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। উত্তেজিত বাসিন্দাদের হাত থেকে দুই মেয়েকে উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা দুই মেয়ের কঠোর শাস্তির দাবি তুলেছেন। অপরদিকে অভিযুক্ত এক মেয়ে শ্রেয়া রায় জানিয়েছেন, আমরা ভেবেছি মা মামার বাড়িতে বেড়াতে গিয়েছেন। তাই আর তাঁর খোঁজ করিনি। এরকম মা মাঝেমধ্যেই না বলে মামার বাড়ি যেতেন। মায়ের সাথে অশান্তি বা অত্যাচারের কথা অস্বীকার করেছে সে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

বাইট ১) শ্রেয়া রায় ( অভিযুক্ত এক মেয়ে)
২) অনুপ অধিকারী ( স্থানীয় বাসিন্দা)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Oct 12, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.