ETV Bharat / state

মদের দোকান খোলার বিরুদ্ধে বিক্ষোভ BJP মহিলা মোর্চা কর্মীদের - BJP মহিলা মোর্চা কর্মী

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । এই লকডাউনের মধ্যে খুলেছে মদের দোকান । আর সেই মদের দোকান বন্ধের দাবিতে আজ দুপুরে কালিয়াগঞ্জে একটি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখায় BJP-র মহিলা মোর্চার কর্মীরা ।

Raiganj
রায়গঞ্জ
author img

By

Published : May 8, 2020, 9:53 PM IST

রায়গঞ্জ , 8 মে : মদের দোকান খোলার বিরুদ্ধে আন্দোলনে নামল কালিয়াগঞ্জ BJP মহিলা মোর্চার কর্মীরা । শুক্রবার মহিলা মোর্চার তরফে কালিয়াগঞ্জ-এর একটি মদের দোকানের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় । তাঁদের একটাই দাবি , মদের দোকান খোলা থাকলে যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নেশার আসক্তি বাড়বে । যার ফলে সমস্যায় পড়বেন সাধারণ গৃহবধূরা । একদিকে যখন জীবিকার অভাবে আয় নেই । সেই সময় মদের দোকান খোলা থাকায় বাড়ির পুরুষদের একাংশ মদ খেয়ে নানা ধরনের অসামাজিক কাজ করছে । যার ফলে সমস্যায় পড়ছেন মহিলারা । মুখ্যমন্ত্রী কেন এই ধরনের নির্দেশ জারি করে মদের দোকান খোলা রাখতে বলল তার জবাব চেয়ে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মীরা ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । এই লকডাউনের মধ্যে খুলেছে মদের দোকান । আর সেই মদের দোকান বন্ধের দাবিতে আজ দুপুরে কালিয়াগঞ্জে একটি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখায় BJP-র মহিলা মোর্চার কর্মীরা । আজ এই প্রতিবাদে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ BJP মহিলা মোর্চার তরফে দোলা মোদক , পম্পা দেব চৌধুরি , মুক্তি সরকার , ষষ্ঠী জয়সওয়াল , চন্দনা বর্মন , অম্রিতা কর , চন্দনা সরকার সহ আরও অনেকে । আজ তাঁরা মদের দোকানের সামনে দাড়িয়ে স্লোগান দিয়ে বলে , আমরা মদ নয় , রেশন চাই । এই স্লোগানের মধ্যে দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ।

পরে দোলাদেবী বলেন, একদিকে যখন লকডাউনের কারণে আয় বন্ধ , তার মাঝে হঠাৎ করে মদের দোকান খোলার নির্দেশ জারি করার পরে আমাদের মতো মহিলাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে । সেক্ষেত্রে আমাদের রেশনের ব্যবস্থা না করে কেন মদের দোকান খুলেছেন , মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে ।

রায়গঞ্জ , 8 মে : মদের দোকান খোলার বিরুদ্ধে আন্দোলনে নামল কালিয়াগঞ্জ BJP মহিলা মোর্চার কর্মীরা । শুক্রবার মহিলা মোর্চার তরফে কালিয়াগঞ্জ-এর একটি মদের দোকানের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় । তাঁদের একটাই দাবি , মদের দোকান খোলা থাকলে যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নেশার আসক্তি বাড়বে । যার ফলে সমস্যায় পড়বেন সাধারণ গৃহবধূরা । একদিকে যখন জীবিকার অভাবে আয় নেই । সেই সময় মদের দোকান খোলা থাকায় বাড়ির পুরুষদের একাংশ মদ খেয়ে নানা ধরনের অসামাজিক কাজ করছে । যার ফলে সমস্যায় পড়ছেন মহিলারা । মুখ্যমন্ত্রী কেন এই ধরনের নির্দেশ জারি করে মদের দোকান খোলা রাখতে বলল তার জবাব চেয়ে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মীরা ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । এই লকডাউনের মধ্যে খুলেছে মদের দোকান । আর সেই মদের দোকান বন্ধের দাবিতে আজ দুপুরে কালিয়াগঞ্জে একটি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখায় BJP-র মহিলা মোর্চার কর্মীরা । আজ এই প্রতিবাদে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ BJP মহিলা মোর্চার তরফে দোলা মোদক , পম্পা দেব চৌধুরি , মুক্তি সরকার , ষষ্ঠী জয়সওয়াল , চন্দনা বর্মন , অম্রিতা কর , চন্দনা সরকার সহ আরও অনেকে । আজ তাঁরা মদের দোকানের সামনে দাড়িয়ে স্লোগান দিয়ে বলে , আমরা মদ নয় , রেশন চাই । এই স্লোগানের মধ্যে দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ।

পরে দোলাদেবী বলেন, একদিকে যখন লকডাউনের কারণে আয় বন্ধ , তার মাঝে হঠাৎ করে মদের দোকান খোলার নির্দেশ জারি করার পরে আমাদের মতো মহিলাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে । সেক্ষেত্রে আমাদের রেশনের ব্যবস্থা না করে কেন মদের দোকান খুলেছেন , মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.