ETV Bharat / state

BJP করার 'অপরাধ', কানে কোপ মহিলার - tmc accused to attacked on bjp worker

BJP করার অপরাধে অস্ত্রের কোপে কান কাটা গেল এক মহিলার ৷ রায়গঞ্জের কর্ণজোড়ার ঘটনা ৷

জখম অঞ্জনা দাস
author img

By

Published : Aug 22, 2019, 9:44 AM IST

Updated : Aug 22, 2019, 11:32 AM IST


রায়গঞ্জ, 22 অগাস্ট : BJP করার অপরাধে অস্ত্রের কোপে কান কাটা গেল এক মহিলার ৷ সেই সঙ্গে সোনার গয়না লুটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রায়গঞ্জের কর্ণজোড়ার ঘটনা ৷

মঙ্গলবার রাতে তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মী গালিগালাজ করে ৷ তার প্রতিবাদ করেন অঞ্জনা দাস ও তাঁর স্বামী সুকুমার দাস ৷ এর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ির সামনে এসে সুকুমারবাবুকে হেনস্থা করে ৷ তারা ধারালো অস্ত্র নিয়ে সুকুমারবাবুর উপর চড়াও হয় ৷ স্বামীকে বাঁচাতে গিয়ে অঞ্জনা দাস এগিয়ে এলে ধারালো অস্ত্রের কোপে তাঁর কান কেটে দেয় দুষ্কৃতীরা ৷ পাশাপাশি গলায় থাকা সোনার চেন ও কানের দুল ছিনতাই করে পালায় । গুরুতর জখম অবস্থায় অঞ্জনা দাসকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁর কানে ছয়টি সেলাই পড়ে ৷ গতকাল রাতে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন তিনি ৷

আরও পড়ুন: BJP-র মিছিলে যোগ দেওয়ায় টোটো চালককে মারধর, অভিযুক্ত তৃণমূল

অঞ্জনার স্বামী সুকুমার দাস বলেন, " যেহেতু BJP করি, তাই একাজ করেছে ৷ প্রায়ই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গালিগালাজ করে ৷ মঙ্গলবারও করছিল । প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে ৷ আমাকে বাঁচাতে গেলে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ৷" তাঁর দাবি, অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷


রায়গঞ্জ, 22 অগাস্ট : BJP করার অপরাধে অস্ত্রের কোপে কান কাটা গেল এক মহিলার ৷ সেই সঙ্গে সোনার গয়না লুটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রায়গঞ্জের কর্ণজোড়ার ঘটনা ৷

মঙ্গলবার রাতে তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মী গালিগালাজ করে ৷ তার প্রতিবাদ করেন অঞ্জনা দাস ও তাঁর স্বামী সুকুমার দাস ৷ এর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ির সামনে এসে সুকুমারবাবুকে হেনস্থা করে ৷ তারা ধারালো অস্ত্র নিয়ে সুকুমারবাবুর উপর চড়াও হয় ৷ স্বামীকে বাঁচাতে গিয়ে অঞ্জনা দাস এগিয়ে এলে ধারালো অস্ত্রের কোপে তাঁর কান কেটে দেয় দুষ্কৃতীরা ৷ পাশাপাশি গলায় থাকা সোনার চেন ও কানের দুল ছিনতাই করে পালায় । গুরুতর জখম অবস্থায় অঞ্জনা দাসকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁর কানে ছয়টি সেলাই পড়ে ৷ গতকাল রাতে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন তিনি ৷

আরও পড়ুন: BJP-র মিছিলে যোগ দেওয়ায় টোটো চালককে মারধর, অভিযুক্ত তৃণমূল

অঞ্জনার স্বামী সুকুমার দাস বলেন, " যেহেতু BJP করি, তাই একাজ করেছে ৷ প্রায়ই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গালিগালাজ করে ৷ মঙ্গলবারও করছিল । প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে ৷ আমাকে বাঁচাতে গেলে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ৷" তাঁর দাবি, অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷

Intro:রায়গঞ্জ,২২ আগস্ট:- বিজেপি করার অভিযোগে বাড়ির সামনে দিয়ে নিত্যদিন অকথ্য ভাষায় গালাগাল করে যেত এলাকার কিছু তৃণমূল কর্মী। নিত্যদিন হওয়াই অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদ করার দায়ে ধারালো অস্ত্র কোপে কান কাটা গেল এক বিজেপি কর্মীর। বাড়ি বয়ে এসে ভালো অস্ত্র দিয়ে শুধুমাত্র কানকাটা ই নয় শরীরে থাকা সোনার গহনা ও লুট করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ করছেন বিজেপি কর্মী অঞ্জনা দাস। ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে স্থানীয় কর্ণজোড়া ফাঁড়ি তে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত অন্য রকমের ব্যবস্থা হয়নি বলে দাবি করছেন অঞ্জনা দাসের স্বামী সুকুমার দাস।

অঞ্জনা দেবীর পরিবার সূত্রে খবর গত মঙ্গলবার রাতে যখন একইভাবে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী এবং তৃণমূল কর্মীরা বাড়ির সামনে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে যাচ্ছিল। ঠিক সেই সময়ই প্রতিবাদ গড়ে তোলেন অঞ্জনা দেবীর স্বামী সুকুমার বাবু। প্রতিবাদ করতেই কিছুক্ষণ পরেই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী এবং সেই গালিগালাজ করা কর্মী রা বাড়ি বয়ে এসে সুকুমার বাবু কে হেনস্থা করার চেষ্টা শুরু করে। তাদের কাছে ধারালো অস্ত্র দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান অঞ্জনা দেবী। স্বামীকে বাঁচাতে গিয়ে ওই দুষ্কৃতী সামনে আসতেই তার কান কেটে দেওয়া হয়। এর পাশাপাশি তার গলায় থাকা সোনার গয়না এবং কানের দুল লুট করে ওই দুষ্কৃতীরা। অসুস্থ অবস্থায় তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তার কানে 6 টি সেলাই করে দেন। সবকিছু সামলে বুধবার রাতে সমস্ত বিষয়ে বিস্তারিত জানিয়ে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান অঞ্জনা দেবী। যদিও এখনো পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলেই দাবি করছেন অঞ্জনা দেবী।

এদিন তিনি বলেন বাড়ির সামনে দিয়ে নিত্যদিন অকথ্য ভাষায় গালিগালাজ করে যেত কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিজেপি করার দায়ী করে আমাদের পরিবারের উপর মানসিক অত্যাচার চালানোর লক্ষ্য ছিল তাদের। আমরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই গত মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং সেই অভিযুক্তরা ছড়া হয়। আমার স্বামীকে মারধর করা শুরু করলে আমি বাঁচাতে গেলে ধারালো অস্ত্রের কোপে আমার কান কেটে দেওয়া হয় এবং আমার গায়ের সমস্ত সোনা দানা লুট করে নেয় তারা। বিষয়টি বিস্তারিত জানিয়ে আমরা স্থানীয় কর্ণজোড়া ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে এই ঘটনায় অভিযুক্তদের চূড়ান্ত শাস্তি দাবি করছি।

অঞ্জনা দেবী স্বামী সুকুমার বাবু বলেন আমরা বিজেপি দল করি বলেই আমাদের বাড়িতে বিভিন্ন সময়ে অনেক কার্যকর তা উপস্থিত হন। এই বিষয়টি কোনোভাবেই মানতে পারছেনা তৃণমূল কংগ্রেসের এই এলাকার স্থানীয় নেতা নেতৃত্ব গন। নিত্যদিন আমাদের বাড়ির সামনে দিয়া কথ্য ভাষায় গালিগালাজ করে যেতে থাকেন তারা। গত মঙ্গলবার বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ জানাতেই আমার উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত কিছু গুন্ডাবাহিনী। আমাকে বাঁচাতে গিয়ে গুরুতর অসুস্থ এবং আহত হয় আমার স্ত্রী অঞ্জনা দেবী। ভালো চুদিয়ে তার কান কেটে নেওয়া হয়। বিষয়টি বিস্তারিত জানিয়ে আমরা থানায় অভিযোগ করেছি। আশা করছি প্রশাসন এই বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেবে।


Body:হাফ


Conclusion:জগ
Last Updated : Aug 22, 2019, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.