ETV Bharat / state

হেমতাবাদে দলীয় বিধায়কের মৃতদেহ উদ্ধারের ঘটনায় CBI তদন্তের দাবি - উত্তর দিনাজপুর জেলার BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি

হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পরই CBI তদন্তের দাবি করলেন উত্তর দিনাজপুর জেলার BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷

BJP জেলা সভাপতি
BJP জেলা সভাপতি
author img

By

Published : Jul 13, 2020, 10:22 AM IST

Updated : Jul 13, 2020, 11:31 AM IST

রায়গঞ্জ, 13 জুলাই : হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে খুন করা হয়েছে বলে অভিযোগ করলেন উত্তর দিনাজপুর জেলার BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷ তিনি বলেন, "CPI(M) ও তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে ৷" ঘটনায় তিনি CBI তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি কাল জেলায় 12 ঘণ্টার বনধ ডাকেন।

গত লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছিলেন দেবেন্দ্র নাথ রায় । তবে BJP-তে যোগদানের পর সেঅর্থে তাঁকে দলীয় কোনও কর্মসূচিতে দেখা যায়নি বলে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি। এরপর আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দা থেকে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ দেহ উদ্ধারের পর থেকেই খুনের তত্ত্ব সামনে আসছে ৷ ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷

জেলার BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির বক্তব্য

BJP-র জেলা সভাপতি বলেন, "রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে BJP কর্মীদের খুন করা হয়েছে, ঠিক একইভাবে হেমতাবাদের বিধায়ককেও খুন করা হয়েছে । এর আগে কংগ্রেস তাঁকে বালিয়াদিঘি এলাকায় বেঁধে রেখেছিল । একথা অস্বীকার করা যাবে না যে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক দলগুলির সরাসরি যোগ রয়েছে ৷ তিনি আগে CPI(M) করতেন। দল বদলের রাগে হোক বা যেহেতু তৃণমূল এলাকা দখলের জন্য প্রাণপণ চেষ্টা করছে, তাই তারাও ঘটনায় জড়িত থাকতে পারে ৷ CPI(M) ও তৃণমূল কর্মীরা ষড়যন্ত্র করে হেমতাবাদের বিধায়ককে খুন করতে পারে । বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি ।"

রায়গঞ্জ, 13 জুলাই : হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে খুন করা হয়েছে বলে অভিযোগ করলেন উত্তর দিনাজপুর জেলার BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷ তিনি বলেন, "CPI(M) ও তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে ৷" ঘটনায় তিনি CBI তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি কাল জেলায় 12 ঘণ্টার বনধ ডাকেন।

গত লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছিলেন দেবেন্দ্র নাথ রায় । তবে BJP-তে যোগদানের পর সেঅর্থে তাঁকে দলীয় কোনও কর্মসূচিতে দেখা যায়নি বলে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি। এরপর আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দা থেকে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ দেহ উদ্ধারের পর থেকেই খুনের তত্ত্ব সামনে আসছে ৷ ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷

জেলার BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির বক্তব্য

BJP-র জেলা সভাপতি বলেন, "রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে BJP কর্মীদের খুন করা হয়েছে, ঠিক একইভাবে হেমতাবাদের বিধায়ককেও খুন করা হয়েছে । এর আগে কংগ্রেস তাঁকে বালিয়াদিঘি এলাকায় বেঁধে রেখেছিল । একথা অস্বীকার করা যাবে না যে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক দলগুলির সরাসরি যোগ রয়েছে ৷ তিনি আগে CPI(M) করতেন। দল বদলের রাগে হোক বা যেহেতু তৃণমূল এলাকা দখলের জন্য প্রাণপণ চেষ্টা করছে, তাই তারাও ঘটনায় জড়িত থাকতে পারে ৷ CPI(M) ও তৃণমূল কর্মীরা ষড়যন্ত্র করে হেমতাবাদের বিধায়ককে খুন করতে পারে । বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি ।"

Last Updated : Jul 13, 2020, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.