ETV Bharat / state

হেমতাবাদে দলীয় বিধায়কের মৃতদেহ উদ্ধারের ঘটনায় CBI তদন্তের দাবি

হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পরই CBI তদন্তের দাবি করলেন উত্তর দিনাজপুর জেলার BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷

BJP জেলা সভাপতি
BJP জেলা সভাপতি
author img

By

Published : Jul 13, 2020, 10:22 AM IST

Updated : Jul 13, 2020, 11:31 AM IST

রায়গঞ্জ, 13 জুলাই : হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে খুন করা হয়েছে বলে অভিযোগ করলেন উত্তর দিনাজপুর জেলার BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷ তিনি বলেন, "CPI(M) ও তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে ৷" ঘটনায় তিনি CBI তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি কাল জেলায় 12 ঘণ্টার বনধ ডাকেন।

গত লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছিলেন দেবেন্দ্র নাথ রায় । তবে BJP-তে যোগদানের পর সেঅর্থে তাঁকে দলীয় কোনও কর্মসূচিতে দেখা যায়নি বলে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি। এরপর আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দা থেকে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ দেহ উদ্ধারের পর থেকেই খুনের তত্ত্ব সামনে আসছে ৷ ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷

জেলার BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির বক্তব্য

BJP-র জেলা সভাপতি বলেন, "রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে BJP কর্মীদের খুন করা হয়েছে, ঠিক একইভাবে হেমতাবাদের বিধায়ককেও খুন করা হয়েছে । এর আগে কংগ্রেস তাঁকে বালিয়াদিঘি এলাকায় বেঁধে রেখেছিল । একথা অস্বীকার করা যাবে না যে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক দলগুলির সরাসরি যোগ রয়েছে ৷ তিনি আগে CPI(M) করতেন। দল বদলের রাগে হোক বা যেহেতু তৃণমূল এলাকা দখলের জন্য প্রাণপণ চেষ্টা করছে, তাই তারাও ঘটনায় জড়িত থাকতে পারে ৷ CPI(M) ও তৃণমূল কর্মীরা ষড়যন্ত্র করে হেমতাবাদের বিধায়ককে খুন করতে পারে । বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি ।"

রায়গঞ্জ, 13 জুলাই : হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে খুন করা হয়েছে বলে অভিযোগ করলেন উত্তর দিনাজপুর জেলার BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷ তিনি বলেন, "CPI(M) ও তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে ৷" ঘটনায় তিনি CBI তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি কাল জেলায় 12 ঘণ্টার বনধ ডাকেন।

গত লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছিলেন দেবেন্দ্র নাথ রায় । তবে BJP-তে যোগদানের পর সেঅর্থে তাঁকে দলীয় কোনও কর্মসূচিতে দেখা যায়নি বলে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি। এরপর আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দা থেকে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ দেহ উদ্ধারের পর থেকেই খুনের তত্ত্ব সামনে আসছে ৷ ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷

জেলার BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির বক্তব্য

BJP-র জেলা সভাপতি বলেন, "রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে BJP কর্মীদের খুন করা হয়েছে, ঠিক একইভাবে হেমতাবাদের বিধায়ককেও খুন করা হয়েছে । এর আগে কংগ্রেস তাঁকে বালিয়াদিঘি এলাকায় বেঁধে রেখেছিল । একথা অস্বীকার করা যাবে না যে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক দলগুলির সরাসরি যোগ রয়েছে ৷ তিনি আগে CPI(M) করতেন। দল বদলের রাগে হোক বা যেহেতু তৃণমূল এলাকা দখলের জন্য প্রাণপণ চেষ্টা করছে, তাই তারাও ঘটনায় জড়িত থাকতে পারে ৷ CPI(M) ও তৃণমূল কর্মীরা ষড়যন্ত্র করে হেমতাবাদের বিধায়ককে খুন করতে পারে । বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি ।"

Last Updated : Jul 13, 2020, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.