রায়গঞ্জ, 15 জুন : দলের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রায়গঞ্জে পথ অবরোধ করল BJP৷ রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোডে অবরোধ চলায় যানজট তৈরি হয়৷ পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়৷
সোমবার BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-কে কলকাতার কাঁকুড়গাছিতে গ্রেপ্তার করে পুলিশ৷ সেই গ্রেপ্তারির প্রতিবাদেই রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলা BJP-র যুব মোর্চা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, তৃণমূল যদি এভাবে পুলিশ দিয়ে BJP নেতৃত্বকে গ্রেপ্তার করায় তবে পরবর্তীতে রাজ্যজুড়ে আন্দোলনে নামা হবে। ঘণ্টাখানেকের প্রতীকী অবরোধের পর ঘটনাস্থানে আসে পুলিশ৷ এরপরই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
BJP-র যুব মোর্চার জেলা সভাপতি ভক্ত রায় বলেন, "লকডাউন ও আমফানে সমস্যায় পড়া মানুষের সাহায্যে BJP সাংসদ, বিধায়করা কোনও এলাকায় গেলে তাঁদের বাধা দিচ্ছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের নির্দেশেই পুলিশ গ্রেপ্তার করছে আমাদের নেতাদের। সায়ন্তন বসু ও সৌমিত্র খাঁ-কে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অন্যায়ের প্রতিবাদ জানাই। প্রয়োজনে রাজ্যজুড়ে আন্দোলনে নামব আমরা৷"