রায়গঞ্জ, 16 অগাস্ট : চোপড়ায় ঘটনায় এবার গ্রেপ্তার করা হল উত্তর দিনাজপুর জেলা BJP-এর সহ সভাপতি সুরজিৎ সেনকে ৷ আজ তাঁকে ইসলামপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷ এর আগে BJP নেতা সুবোধ সরকারকে গ্রেপ্তার করা হয় ৷
19 জুলাই এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা ৷ উত্তেজিত জনতা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে তারা ৷ পরিস্থিত সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ৷ এমনকী কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় ৷ এরপরই উত্তেজিত জনতা পুলিশের কয়েকটি গাড়ি ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷ সেই সময় সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের কাজে বাধা ও বেআইনি জমায়েতের অভিযোগে BJP নেতা সুবোধ সরকার সহ 27 জনকে গ্রেপ্তার করা হয় ৷ আর আজ গ্রেপ্তার করা হয় সুরজিৎ সেনকে ৷