ETV Bharat / state

করণদিঘিতে পুরোহিতদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য BJP-র - corona

লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন পুরোহিত ও নাপিতরা ৷ তাই আজ সামাজিক দূরত্ব বজায় রেখে করণদিঘি বিধানসভা এলাকার পুরোহিত ও নাপিতদের হাতে চাল, ডাল, আলু, তেল, লবণ, আটা তুলে দিলেন উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ।

Raiganj
রায়গঞ্জ
author img

By

Published : May 20, 2020, 8:00 PM IST

রায়গঞ্জ , 20 মে : দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন । আর দীর্ঘদিন ধরে লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকে । রোজগার বন্ধ অনেকের । যেমন বিয়ে সহ একাধিক অনুষ্ঠান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পুরোহিতরা । দোকান বন্ধ থাকায় নাপিতেরাও চরম সমস্যায় পড়েছে । তাই তাঁদের কথা মাথায় রেখে এবার এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলা BJP ।

কোরোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে । ফলে লকডাউনের মেয়াদও বাড়ছে ৷ 4 মে থেকে দেশজুড়ে চর্তুথ দফার লকডাউন শুরু হয়েছে । এই লকডাউনের জেরে অনেকেই সমস্যায় পড়েছেন । সেক্ষেত্রে তাঁদের পাশে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ অনেকে ৷

লকডাউনে সমস্যায় পড়েছেন পুরোহিতরাও ৷ কারণ বিয়ের মরশুম থাকলেও লকডাউনের জেরে সব বন্ধ ৷ আজ সামাজিক দূরত্ব বজায় রেখে করণদিঘি বিধানসভা এলাকার পুরোহিত ও নাপিতদের হাতে চাল, ডাল, আলু, তেল, লবণ, আটা তুলে দিলেন জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । তিনি বলেন, আগামী দিনে প্রয়োজন মতো আরও অনেকের কাছে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন ৷

রায়গঞ্জ , 20 মে : দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন । আর দীর্ঘদিন ধরে লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকে । রোজগার বন্ধ অনেকের । যেমন বিয়ে সহ একাধিক অনুষ্ঠান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পুরোহিতরা । দোকান বন্ধ থাকায় নাপিতেরাও চরম সমস্যায় পড়েছে । তাই তাঁদের কথা মাথায় রেখে এবার এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলা BJP ।

কোরোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে । ফলে লকডাউনের মেয়াদও বাড়ছে ৷ 4 মে থেকে দেশজুড়ে চর্তুথ দফার লকডাউন শুরু হয়েছে । এই লকডাউনের জেরে অনেকেই সমস্যায় পড়েছেন । সেক্ষেত্রে তাঁদের পাশে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ অনেকে ৷

লকডাউনে সমস্যায় পড়েছেন পুরোহিতরাও ৷ কারণ বিয়ের মরশুম থাকলেও লকডাউনের জেরে সব বন্ধ ৷ আজ সামাজিক দূরত্ব বজায় রেখে করণদিঘি বিধানসভা এলাকার পুরোহিত ও নাপিতদের হাতে চাল, ডাল, আলু, তেল, লবণ, আটা তুলে দিলেন জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । তিনি বলেন, আগামী দিনে প্রয়োজন মতো আরও অনেকের কাছে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.