ETV Bharat / state

দলের মৃত কর্মীর সমাধিস্থলে কংক্রিটের ঢালাই BJP-র - Raiganj BJP

2 সেপ্টেম্বর রাতে মৃত্যু হয় BJP কর্মী অনুপ রায়ের ৷ অভিযোগ, পুলিশ হেপাজতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর ৷ BJP-র অভিযোগ, খুনের ঘটনা ধামাচাপা দিতে সেদিন রাতেই পুলিশ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করায় ৷ এরপরের দিনই ইটাহার থানায় খুনের অভিযোগ দায়ের করেন অনুপ রায়ের মা গীতা রায় ৷

Raiganj
রায়গঞ্জ
author img

By

Published : Oct 28, 2020, 11:32 AM IST

রায়গঞ্জ, 28 অক্টোবর : তৃতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত । কোনওভাবেই যাতে কেউ মৃতদেহের ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করতে সমাধিস্থলে কংক্রিটের ঢালাই করা হল ৷ উত্তর দিনাজপুরের ইটাহারের দলীয় কর্মী অনুপ রায়ের সমাধিস্থলে কংক্রিটের ঢালাই করলেন BJP কর্মীরা ৷ সঙ্গে ছিলেন অনুপ রায়ের পরিবারের লোকেরা ৷ এমনকী সমাধিস্থলের পাশে BJP-র পতাকাও পুঁতে দেওয়া হয়েছে ৷

2 সেপ্টেম্বর রাতে মৃত্যু হয় BJP কর্মী অনুপ রায়ের ৷ অভিযোগ, পুলিশ হেপাজতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর ৷ BJP-র অভিযোগ, খুনের ঘটনা ধামাচাপা দিতে সেদিন রাতেই পুলিশ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করায় ৷ এর পরের দিনই ইটাহার থানায় খুনের অভিযোগ দায়ের করেন অনুপ রায়ের মা গীতা রায় ৷ চারজন সাব ইন্সপেক্টর ও একজন সহকারী সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷ শারীরিক অত্যাচারের কারণেই অনুপের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন গীতাদেবী ৷ এরপর আদালতের নির্দেশে 5 সেপ্টেম্বর অনুপ রায়ের দেহের আবারও ময়নাতদন্ত করা হয় ৷ ঘটনার পর 12 সেপ্টেম্বর এই মামলার তদন্তভার দেওয়া হয় CID-কে ৷ CID-র ওপর আস্থা রাখতে পারেননি তাঁর পরিবারের লোকেরা ৷ ঘটনায় CBI তদন্ত ও পুলিশকর্মীদের শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর পরিবারের লোকেরা ৷ সেই আবেদনের ভিত্তিতে আদালত অনুপবাবুর মৃতদেহের তৃতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে । আদালতের নির্দেশের পরই সমাধিস্থল কংক্রিটের ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয় ৷ মৃতদেহের যাতে কোনওভাবে কেউ ক্ষতি করতে না পারেন তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি পরিবারের ও BJP কর্মীরদের ৷

এই বিষয়ে BJP এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, "পুলিশ বিনা কারণে অনুপবাবুকে পরিকল্পিতভাবে থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে । মৃতদেহটি তৃতীয়বার ময়নাতদন্ত হলে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে অনুপবাবুকে খুনের অভিযোগ প্রমাণিত হবে । সেই আশঙ্কায় তৃণমূল ও পুলিশ অনুপবাবুর মৃতদেহটি ক্ষতি করে দিতে পারে । সেই কারণেই দেহের তৃতীয়বার ময়নাতদন্ত হওয়ার আগে পর্যন্ত সুরক্ষিত রাখতে এই কংক্রিটের সমাধি তৈরি করা হয়েছে । এছাড়াও আমাদের কর্মীরা ওই এলাকায় নজর রাখছেন ।"

এপ্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার কোনও মন্তব্য করতে চাননি । যদিও তিনি ঘটনার পরে দাবি করেছিলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছিল ওই BJP কর্মীর । ঘটনার সঙ্গে পুলিশের কোনও যোগ নেই ।

রায়গঞ্জ, 28 অক্টোবর : তৃতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত । কোনওভাবেই যাতে কেউ মৃতদেহের ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করতে সমাধিস্থলে কংক্রিটের ঢালাই করা হল ৷ উত্তর দিনাজপুরের ইটাহারের দলীয় কর্মী অনুপ রায়ের সমাধিস্থলে কংক্রিটের ঢালাই করলেন BJP কর্মীরা ৷ সঙ্গে ছিলেন অনুপ রায়ের পরিবারের লোকেরা ৷ এমনকী সমাধিস্থলের পাশে BJP-র পতাকাও পুঁতে দেওয়া হয়েছে ৷

2 সেপ্টেম্বর রাতে মৃত্যু হয় BJP কর্মী অনুপ রায়ের ৷ অভিযোগ, পুলিশ হেপাজতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর ৷ BJP-র অভিযোগ, খুনের ঘটনা ধামাচাপা দিতে সেদিন রাতেই পুলিশ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করায় ৷ এর পরের দিনই ইটাহার থানায় খুনের অভিযোগ দায়ের করেন অনুপ রায়ের মা গীতা রায় ৷ চারজন সাব ইন্সপেক্টর ও একজন সহকারী সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷ শারীরিক অত্যাচারের কারণেই অনুপের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন গীতাদেবী ৷ এরপর আদালতের নির্দেশে 5 সেপ্টেম্বর অনুপ রায়ের দেহের আবারও ময়নাতদন্ত করা হয় ৷ ঘটনার পর 12 সেপ্টেম্বর এই মামলার তদন্তভার দেওয়া হয় CID-কে ৷ CID-র ওপর আস্থা রাখতে পারেননি তাঁর পরিবারের লোকেরা ৷ ঘটনায় CBI তদন্ত ও পুলিশকর্মীদের শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর পরিবারের লোকেরা ৷ সেই আবেদনের ভিত্তিতে আদালত অনুপবাবুর মৃতদেহের তৃতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে । আদালতের নির্দেশের পরই সমাধিস্থল কংক্রিটের ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয় ৷ মৃতদেহের যাতে কোনওভাবে কেউ ক্ষতি করতে না পারেন তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি পরিবারের ও BJP কর্মীরদের ৷

এই বিষয়ে BJP এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, "পুলিশ বিনা কারণে অনুপবাবুকে পরিকল্পিতভাবে থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে । মৃতদেহটি তৃতীয়বার ময়নাতদন্ত হলে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে অনুপবাবুকে খুনের অভিযোগ প্রমাণিত হবে । সেই আশঙ্কায় তৃণমূল ও পুলিশ অনুপবাবুর মৃতদেহটি ক্ষতি করে দিতে পারে । সেই কারণেই দেহের তৃতীয়বার ময়নাতদন্ত হওয়ার আগে পর্যন্ত সুরক্ষিত রাখতে এই কংক্রিটের সমাধি তৈরি করা হয়েছে । এছাড়াও আমাদের কর্মীরা ওই এলাকায় নজর রাখছেন ।"

এপ্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার কোনও মন্তব্য করতে চাননি । যদিও তিনি ঘটনার পরে দাবি করেছিলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছিল ওই BJP কর্মীর । ঘটনার সঙ্গে পুলিশের কোনও যোগ নেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.