রায়গঞ্জ, 19 অক্টোবর : ইটাহারে বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি মিঠুন ঘোষ খুনের প্রতিবাদে মঙ্গলবার আট ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চা ৷ এদিন ধর্মঘটে সরকারি বাস চললেও রাস্তায় নামেনি অন্যান্য কোনও যানবাহন ৷ খোলেনি কোনও দোকানপাট-বাজার ৷ সব রকমের গন্ডগোল এড়াতে রাস্তায় নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ ৷ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব ৷
আরও পড়ুন : Itahar Murder : ইটাহারে যুব মোর্চার সহ-সভাপতি খুনে গ্রেফতার 1
গত রবিবার রাতে ইটাহারের রাজগ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হন উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সহ-সভাপতি মিঠুন ঘোষ ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ তদন্তে নেমে ইটাহার থানার পুলিশ সন্তোষ মহন্ত নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে ৷ কাশেম আলি ও সুকুমার ঘোষ নামে অপর দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
পুলিশি বক্তব্য অনুযায়ী, এই ঘটনায় রাজনৈতিক যোগ না থাকলেও বিজেপি তা মানতে নারাজ ৷ তাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁদের দলীয় নেতাকে খুন করেছে ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
আরও পড়ুন : Itahar Murder : ইটাহারে দুষ্কৃতীদের গুলিতে খুন যুব মোর্চার সহ-সভাপতি, কাঠগড়ায় তৃণমূল