রায়গঞ্জ, ৯ ডিসেম্বর : "দু'পয়সার প্রেস" মন্তব্যের জন্য কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাল বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি ।
আজ রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে বিক্ষোভ দেখায় জেলা বিজেপি নেতৃত্ব । বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । মহুয়া মৈত্রের কুশপুতুল নিয়ে খোল-করতাল সহ শবযাত্রা বের করেন বিজেপি কর্মীরা । রায়গঞ্জ শহর পরিক্রমা করে ঘড়িমোড়ে এসে কুশতুল দাহ করে বিক্ষোভ দেখান তাঁরা ।
বিশ্বজিৎ লাহিড়ি বলেন, "একটা দুর্নীতিগ্রস্ত দলের সাংসদের কাছ থেকে এই ধরনের মন্তব্যই পাওয়া যায় । চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমকে অপমান করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র । আমরা মহুয়া মৈত্রকে ধিক্কার জানিয়ে আজ এই প্রতিবাদ আন্দোলন করছি।"