ETV Bharat / state

গুলির ক্ষত নিয়ে মাধ্যমিকে দাড়িভিটের বিপ্লবের - darivit

পায়ে লেগেছিল গুলি। অস্ত্রোপচারের পর এখন কিছুটা সুস্থ সে। তবে, জীবনের প্রথম বড় পরীক্ষা মিস করতে চায়নি। তাই, মাধ্যমিক দিতে এল দাড়িভিট হাইস্কুলের বিপ্লব সরকার।

সহপাঠীদের সঙ্গে বিপ্লব সরকার
author img

By

Published : Feb 16, 2019, 7:20 PM IST

রায়গঞ্জ, ১৬ ফেব্রুয়ারি : দাড়িভিট স্কুলে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়েছিল সে। সেই 'ক্ষত' নিয়েই মাধ্যমিক পরীক্ষায় বসল দাড়িভিট হাইস্কুলের ছাত্র বিপ্লব সরকার। এবছর দাড়িভিট বিদ্যালয় থেকে মোট ২৫৪ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছে।

দাড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে স্কুলের দুই প্রাক্তন ছাত্রের। CBI তদন্তের দাবিতে দীর্ঘ দু'মাস স্কুল বন্ধ রাখে নিহতের পরিবার। অনিশ্চিত হয়ে পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। অবশেষে মহকুমাশাসক সর্বদলীয় বৈঠক করে স্কুল খোলার সিদ্ধান্ত নেন। ফর্ম ফিল আপ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় বসেছে দাড়িভিট হাইস্কুলের পরীক্ষার্থীরা। এই পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে বিপ্লব সরকারও।

গতবছরের ২০ সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভের সময় পায়ে গুলি লাগে বিপ্লব সরকারের। দীর্ঘ চিকিৎসার পর সে আজ ইসলামপুর পাচিরথি হাইস্কুলে পরীক্ষা দিতে আসে। তবে, এখনও তাঁর চিকিৎসা সম্পূর্ণ হয়নি। পরবর্তীকালে আবার তার পায়ের অস্ত্রোপচার হতে পারে।

পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে বিপ্লব বলে, গুলিবিদ্ধ হওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে অনেক অসুবিধা হয়েছে। যেরকম ভেবেছিল, সেরকম প্রস্তুতি নিতে পারেনি। তার কথায়, "হয়ত আমার সঙ্গে ওরকম ঘটনা না হলে পরীক্ষা আরও ভালো হত।"

undefined

রায়গঞ্জ, ১৬ ফেব্রুয়ারি : দাড়িভিট স্কুলে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়েছিল সে। সেই 'ক্ষত' নিয়েই মাধ্যমিক পরীক্ষায় বসল দাড়িভিট হাইস্কুলের ছাত্র বিপ্লব সরকার। এবছর দাড়িভিট বিদ্যালয় থেকে মোট ২৫৪ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছে।

দাড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে স্কুলের দুই প্রাক্তন ছাত্রের। CBI তদন্তের দাবিতে দীর্ঘ দু'মাস স্কুল বন্ধ রাখে নিহতের পরিবার। অনিশ্চিত হয়ে পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। অবশেষে মহকুমাশাসক সর্বদলীয় বৈঠক করে স্কুল খোলার সিদ্ধান্ত নেন। ফর্ম ফিল আপ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় বসেছে দাড়িভিট হাইস্কুলের পরীক্ষার্থীরা। এই পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে বিপ্লব সরকারও।

গতবছরের ২০ সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভের সময় পায়ে গুলি লাগে বিপ্লব সরকারের। দীর্ঘ চিকিৎসার পর সে আজ ইসলামপুর পাচিরথি হাইস্কুলে পরীক্ষা দিতে আসে। তবে, এখনও তাঁর চিকিৎসা সম্পূর্ণ হয়নি। পরবর্তীকালে আবার তার পায়ের অস্ত্রোপচার হতে পারে।

পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে বিপ্লব বলে, গুলিবিদ্ধ হওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে অনেক অসুবিধা হয়েছে। যেরকম ভেবেছিল, সেরকম প্রস্তুতি নিতে পারেনি। তার কথায়, "হয়ত আমার সঙ্গে ওরকম ঘটনা না হলে পরীক্ষা আরও ভালো হত।"

undefined
RESTRICTION SUMMARY: ARD/BAYERISCHER RUNDFUNK POOL - NO ACCESS GERMANY/ ONE WEEK NEWS ACCESS ONLY; ONLINE ACCESS ONLY 3 MINUTES OF ALL POOL FOOTAGE PROVIDED ON 16 FEBRUARY 2019
SHOTLIST:
ARD/BAYERISCHER RUNDFUNK POOL - NO ACCESS GERMANY/ ONE WEEK NEWS ACCESS ONLY; ONLINE ACCESS ONLY 3 MINUTES OF ALL POOL FOOTAGE PROVIDED ON 16 FEBRUARY 2019
Munich - 16 February 2019
1. German Chancellor Angela Merkel addressing conference
2. SOUNDBITE (German) Angela Merkel, German Chancellor:
++SOUNDBITE PART OVERLAID WITH CUTAWAY OF YANG JIECHI IN AUDIENCE++
"We will, of course, with our elementary interests, try everything to make further disarmament steps possible. Because the answer now cannot be blind rearmament. However, since our Chinese representative is also here today, let me say that this disarmament is something that concerns all of us and where we would of course also be pleased if such negotiations were not only conducted between the United States, Europe and Russia, but also with China. I know that there are many reservations, and I don't want to go into depth now, but we would be happy."
3. Chinese senior foreign policy adviser Yang Jiechi
4. SOUNDBITE (German) Angela Merkel, German Chancellor:
++SOUNDBITE PART OVERLAID WITH CUTAWAYS OF IVANKA TRUMP IN AUDIENCE++
"Look, we're proud of our cars, we're allowed to be. And these cars are built in the USA. In South Carolina is one of the biggest, the biggest BMW factory, not in Bavaria, in South Carolina. And South Carolina delivers again to China. And if these cars, no less threatening if they are built in South Carolina than if they are built in Bavaria, suddenly are the United States' national security, that startles us."
5. Ivanka Trump in the audience
STORYLINE:
German Chancellor Angela Merkel is calling on China to join international disarmament negotiations after the collapse of a Cold War-era treaty on nuclear weapons in Europe.
The US earlier this month announced that it was pulling out of the 1987 Intermediate-Range Nuclear Forces treaty, accusing Russia of violating it.
Moscow followed suit, strongly denying any breaches.
The US administration also worried that the pact was an obstacle to efforts to counter intermediate-range missiles deployed by China.
She also said US authorities appear to have concluded that European cars are a threat to national security.
Merkel added that Germany is "proud of our cars, and we're allowed to be," and many of them are built in the US.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.