রায়গঞ্জ, 27 এপ্রিল : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে উচ্চশিক্ষা দফতরের কাছে সুপারিশ করলেন উত্তর দিনাজপুর জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক । অভিযাগ, তাঁরা রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেননি ৷ সুপারিশের অনুলিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক । বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দুর্লভ সরকার জানিয়েছেন, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷
বিধানসভা ভোটে দায়িত্ব দেওয়া সত্বেও সেই দায়িত্ব পালন করেননি বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক সহ বেশ কয়েকজন শিক্ষক এবং সরকারি কর্মী । ভোটের দায়িত্ব দেওয়া সত্বেও কেন তাঁরা সেই দায়িত্ব পালন করলেন না, তা জানতে জেলা নির্বাচন দফতর তাঁদের শোকজ করেছিল । অভিযুক্ত অধ্যাপক এবং সরকারি কর্মীদের শোকজের জবাবে সন্তুষ্ট না হওয়া গত 12 এপ্রিল অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্বাচন দফতর । এবার অভিযুক্ত দুই অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে উচ্চ শিক্ষাদপ্তরের কাছে সুপারিশ করল জেলা নির্বাচন দফতর । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত দুই অধ্যাপক হলেন সিদ্দিক আলম বেগ এবং রাজীব মণ্ডল ।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দুর্লভ সরকার বলেন, "নির্বাচন আধিকারিকের চিঠি হাতে পেয়েছি । নির্বাচন দফতর উচ্চশিক্ষা দফতরের কাছে দুই অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেছে । উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী আইন মেনে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।’’
অভিযুক্ত অধ্যাপক সিদ্দিক আলম বেগ জানিয়েছেন, তিনি ভোটের কাজে যেতে অরাজি ছিলেন না । কিন্তু তাঁর পদমর্যদাকে অবহেলা করা হয়েছে । নির্বাচন দফতরে লিখিতভাবে জানানো হয়েছিল । কিন্তু জেলা নির্বাচন আধিকারিক একগুঁয়োমি মনোভাবের কারণে তাঁদের আদালতে যেতে হয়েছে । আদালতে এই মামলাটি বিচারাধীন । জেলা নির্বাচন দফতর তাঁদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করছে । উচ্চশিক্ষা দফতর তাঁদের দাবির বিষয়ে ওয়াকিবহাল ছিল। তারপরও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হলে আইনের মাধ্যমেই তার মোকাবিলা করা হবে ৷
আরও পড়ুন :তৃণমূলকে আক্রমণ হরিরামপুরের বিজেপি প্রার্থীর