ETV Bharat / state

ভোট গণনার আগে কালীমন্দিরে পুজো করণদিঘি এবং হেমতাবাদের তৃণমূল প্রার্থীদের

গণনার আগেরদিন হেমতাবাদ থানার কালীমন্দিরে পুজো দিলেন করণদিঘি ও হেমতাবাদ বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল এবং সত্যজিৎ বর্মন ৷

bengal election 2021 Prayers at the Kali Temple by trinmool candidates of karandighi and hemtabad assembly
ভোট গণনার আগে কালী মন্দিরে পুজো করণদিঘি এবং হেমতাবাদের তৃণমূল প্রার্থীদের
author img

By

Published : May 1, 2021, 8:23 PM IST

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 1 মে : বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা । রাত পেরোলেই ভোট গণনা শুরু হবে। কে জিতবে কে হারবে ? সেটাই এখন দেখার । তার আগে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হেমতাবাদ থানার কালীমন্দিরে পুজো দিলেন করণদিঘি ও হেমতাবাদ বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ও সত্যজিৎ বর্মন ৷

পুজো দিয়ে গৌতম পাল জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার প্রতিটি আসনে যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জেতেন এবং উন্নয়নের ধারা বজায় রাখতে পারে সেই প্রার্থনা করেছেন তিনি ৷ পাশাপাশি জেতার পর করণদিঘি ও হেমতাবাদে পড়ে থাকা উন্নয়নের কাজ যাতে সম্পন্ন করতে পারেন মা কালীর কাছে সেই প্রার্থনা করেছেন তিনি ৷

ভোট গণনার আগে কালী মন্দিরে পুজো করণদিঘি এবং হেমতাবাদের তৃণমূল প্রার্থীদের

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরের 15টি বিধানসভা কেন্দ্রে মোট 393 রাউন্ডের গণনা

শনিবার দুপুরে হেমতাবাদ থানা কালী মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নওদার পীরের মাজারে যান গৌতম পাল এবং সত্যজিৎ বর্মন ।

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 1 মে : বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা । রাত পেরোলেই ভোট গণনা শুরু হবে। কে জিতবে কে হারবে ? সেটাই এখন দেখার । তার আগে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হেমতাবাদ থানার কালীমন্দিরে পুজো দিলেন করণদিঘি ও হেমতাবাদ বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ও সত্যজিৎ বর্মন ৷

পুজো দিয়ে গৌতম পাল জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার প্রতিটি আসনে যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জেতেন এবং উন্নয়নের ধারা বজায় রাখতে পারে সেই প্রার্থনা করেছেন তিনি ৷ পাশাপাশি জেতার পর করণদিঘি ও হেমতাবাদে পড়ে থাকা উন্নয়নের কাজ যাতে সম্পন্ন করতে পারেন মা কালীর কাছে সেই প্রার্থনা করেছেন তিনি ৷

ভোট গণনার আগে কালী মন্দিরে পুজো করণদিঘি এবং হেমতাবাদের তৃণমূল প্রার্থীদের

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরের 15টি বিধানসভা কেন্দ্রে মোট 393 রাউন্ডের গণনা

শনিবার দুপুরে হেমতাবাদ থানা কালী মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নওদার পীরের মাজারে যান গৌতম পাল এবং সত্যজিৎ বর্মন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.