রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 22 মার্চ : আগামী শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ৷ উত্তর দিনাজপুরে বিজেপি হোক বা তৃণমূল সব দলের প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন । প্রতিদিন দলীয় প্রার্থীরা বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং করেছেন। সব দলের পাল্লা দিয়ে চলছে দেওয়াল লিখন। কিন্তু, সংযুক্ত মোর্চার অন্যতম দুই সদস্য কংগ্রেস ও সিপিআইএম-এর দুই স্টার ক্যাম্পেইনার দীপা দাশমুন্সি এবং মহম্মদ সেলিমের দেখা নেই প্রচারের মঞ্চে। অথচ, এই দুজনেই রায়গঞ্জের প্রাক্তন সাংসদ ৷ বিষয়টি নিয়ে উত্তর দিনাজপুরের কংগ্রেস ও বাম শিবিরে ক্ষোভ দেখা দিয়েছে ৷
যদিও এই স্টার ক্যাম্পেইনারদের অনুপস্থিতির কারণ হিসেবে বাম ও কংগ্রেসের তরফে আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া হয়েছে । উত্তরবঙ্গে কংগ্রেসের গড় বলা হত রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাকে । প্রিয়রঞ্জন দাশমুন্সির অসুস্থ হওয়ার পরে তাঁর স্ত্রী দীপা দাশমুন্সি এই আসন থেকে জিতে সাংসদ ও পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হন। তাঁর নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে শুরু করে একাধিক পুরসভা কংগ্রেস দখল করে। পরবর্তীতে মহম্মদ সেলিমের কাছে দীপা দাশমুন্সি হেরে গেলেও, এই জেলায় কংগ্রেসের প্রচারের মুখ তিনিই । 2019 সালের লোকসভা নির্বাচনে সারা রাজ্যে কংগ্রেস ও সিপিএম জোট হিসেবে লড়াই করলেও রায়গঞ্জ আসনে বাম ও কংগ্রেস একে অপরের প্রতিপক্ষ ছিল । যেখানে মহম্মদ সেলিমের বিরুদ্ধে কংগ্রেস দীপা দাশমুন্সিকে প্রার্থী করে । তবে, নির্বাচনে দু’জনেরই পরাজয় হয়। বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী জিতে কেন্দ্রে মন্ত্রী হন ।
তারপর থেকেই জেলা কংগ্রেস নেতৃত্বের উপর ক্ষুব্ধ সিপিআইএম কর্মীরা ৷ সেই ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেন আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের জোট প্রার্থী কংগ্রেসের মোহিত সেনগুপ্ত ৷ গত 14 মার্চ রায়গঞ্জ শহরের বিধানমঞ্চে অনুষ্ঠিত জোটের কর্মীসভায় সিপিআইএম কর্মীদের কাছে 2019-র হারের জন্য প্রকাশ্যে ক্ষমা চান তিনি । এতে সিপিআইএম কর্মীদের ক্ষোভ প্রশমিত হলেও, দীপা দাশমুন্সির প্রতি বাম কর্মীদের রাগ একইরকম থেকে গিয়েছে । গত সপ্তাহে দীপা দাশমুন্সি কালিয়াগঞ্জে এসে মিটিং করলেও জেলা সদর রায়গঞ্জে ঢোকেননি । এরপর থেকে জেলার প্রচারে তাঁকে এখনও দেখা যায়নি ।
আরও পড়ুন : রুটমার্চে সামিল হয়ে ভোটারদের আশ্বস্ত করলেন জেলাশাসক-পুলিশ সুপার
দিল্লি থেকে দীপা দাশমুন্সি টেলিফোনে জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই তিনি জেলায় প্রচারে যাবেন ৷ অন্যদিকে, জেলা কংগ্রেসের সহ-সভাপতি পবিত্র চন্দ বলেন, ‘‘দীপা দাশমুন্সি চলতি মাসের 25 বা 26 মার্চ থেকে প্রচার শুরু করবেন ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে কালিয়াগঞ্জ ও গোয়ালপোখর বিধানসভার প্রচারের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।’’ অন্যদিকে, সিপিআইএমের স্টার ক্যাম্পেইনার প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম । তিনি নিজেই এবার চণ্ডীপুর আসন থেকে লড়াই করছেন। টেলিফোনে তিনি জানিয়েছেন, তাঁর নিজের কেন্দ্রে প্রচারের পাশাপাশি, রাজ্যের অন্যান্য জায়গাতেও তাঁকে প্রচারে যেতে হবে। এর মাঝে সময় বের করতে পারলে অবশ্যই উত্তর দিনাজপুরে প্রচারে যাবেন ৷ ।