ETV Bharat / state

'2 মে আসল পরিবর্তন আসছে', ইটাহারে দাবি রাজনাথ সিংয়ের - Rajnath Singh

বিধানসভা নির্বাচনের আগে নিয়মিত রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ আজ আবার রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
author img

By

Published : Apr 19, 2021, 6:19 PM IST

রায়গঞ্জ, ১৯ এপ্রিল : ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচন হয়ে গিয়েছে রাজ্য ৷ আর বাকি মাত্র তিন দফার নির্বাচন ৷ সোমবার বিজেপি প্রার্থী অমিতকুমার কুণ্ডুর প্রচারে ফের রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

সোমবার ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজেপির প্রার্থীর প্রচারে আসেন রাজনাথ ৷ এদিন দুপুরে হেলিকপ্টার করে গোটলু হোম গার্ড ট্রেনিং সেন্টারের মাঠে নেমে সোজা হাইস্কুল মাঠে জনসভায় চলে যান তিনি ৷

'2 মে দিদি যাচ্ছে , আসল পরিবর্তন আসছে ' ইটাহার জনসভা থেকে রাজনাথ সিং

আরও পড়ুন : রাজ্যে 2 হাজার করোনা রোগী আশঙ্কাজনক : মমতা

এদিন জনসভায় উপস্থিত ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য ও বিজেপি জেলা সহ-সভাপতি নিমাই সিং সহ অন্যান্য নেতারা ।

ইটাহার জনসভায় রাজনাথ সিং বলেন, ‘'2রা মে দিদি যাচ্ছেন , আসল পরিবর্তন আসছে ৷ যে কোনও রাজনৈতিক দলের জন্য দশ বছর সরকার চালানো কোনও কম সময় নয় ৷ কিন্তু নির্বাচনের আগে তৃণমূল আপনাদের যে যে কথা দিয়েছিল আমি মনে করি তার কোনও কথা রাখেনি তারা ৷ তৃণমূলের শাসনকালে হিংসা, ভ্রষ্টাচার, তোলাবাজি, কাটমানি শুধু এইসবই চলেছে দশ বছর ধরে ৷’'

এদিন রাজনাথ সিংয়ের গলায় ছিল আত্মবিশ্বাসের সুর ৷ তিনি নিশ্চিত বিধানসভা নির্বাচনে বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে ৷

রায়গঞ্জ, ১৯ এপ্রিল : ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচন হয়ে গিয়েছে রাজ্য ৷ আর বাকি মাত্র তিন দফার নির্বাচন ৷ সোমবার বিজেপি প্রার্থী অমিতকুমার কুণ্ডুর প্রচারে ফের রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

সোমবার ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজেপির প্রার্থীর প্রচারে আসেন রাজনাথ ৷ এদিন দুপুরে হেলিকপ্টার করে গোটলু হোম গার্ড ট্রেনিং সেন্টারের মাঠে নেমে সোজা হাইস্কুল মাঠে জনসভায় চলে যান তিনি ৷

'2 মে দিদি যাচ্ছে , আসল পরিবর্তন আসছে ' ইটাহার জনসভা থেকে রাজনাথ সিং

আরও পড়ুন : রাজ্যে 2 হাজার করোনা রোগী আশঙ্কাজনক : মমতা

এদিন জনসভায় উপস্থিত ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য ও বিজেপি জেলা সহ-সভাপতি নিমাই সিং সহ অন্যান্য নেতারা ।

ইটাহার জনসভায় রাজনাথ সিং বলেন, ‘'2রা মে দিদি যাচ্ছেন , আসল পরিবর্তন আসছে ৷ যে কোনও রাজনৈতিক দলের জন্য দশ বছর সরকার চালানো কোনও কম সময় নয় ৷ কিন্তু নির্বাচনের আগে তৃণমূল আপনাদের যে যে কথা দিয়েছিল আমি মনে করি তার কোনও কথা রাখেনি তারা ৷ তৃণমূলের শাসনকালে হিংসা, ভ্রষ্টাচার, তোলাবাজি, কাটমানি শুধু এইসবই চলেছে দশ বছর ধরে ৷’'

এদিন রাজনাথ সিংয়ের গলায় ছিল আত্মবিশ্বাসের সুর ৷ তিনি নিশ্চিত বিধানসভা নির্বাচনে বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.