রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 22 মার্চ : দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় কর্মীদের চাপে রাখতে নতুন কৌশল নিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। ভাঙচুরের ঘটনায় দলীয় কর্মীদের খুঁজে বের করার জন্য উত্তর দিনাজপুর জেলার ছয় বিজেপি নেতাকে শোকজ় করা হয়েছে । অভিযুক্ত বিজেপি নেতৃত্বের দাবি সাংগঠনিক নিয়ম মেনে, তাঁদের কাছে ভাঙচুরের কারণ জানতে চাওয়া হয়েছে ।
গত 18 মার্চ রাজ্যের পঞ্চম থেকে শেষ দফা পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি । উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই প্রার্থী পরিবর্তনের দাবিতে জেলার অধিকাংশ কেন্দ্রে বিক্ষোভে নামে বিজেপি কর্মীরা । রায়গঞ্জে বিজেপি জেলা কার্যালয় সহ বহু জায়গায় ভাঙচুর করে কর্মী সমর্থকরা । অবস্থা কিছুটা থিতু হওয়ার পর এবার কর্মীদের উপর চাপ বাড়াল বিজেপির জেলা নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার ছয় জন বিজেপি কনভেনরকে শোকজ় করল গেরুয়া শিবির। যে সমস্ত কনভেনরকে শোকজ় করা হয়েছে, তাঁরা হলেন কালিয়াগঞ্জের রাণাপ্রতাপ ঘোষ, ইটাহারের দিলীপ ঋষি, চাকুলিয়ার শম্ভু মণ্ডল, ইসলামপুর শহর মণ্ডলের সন্দীপ ভট্টাচার্য, ইসলামপুর গ্রামীনের কালীদাস বিশ্বাস, করণদিঘির সুভাষ সিংহকে শোকজ় করা হয়েছে।
তিনদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে ৷ দলীয় কার্যালয়ে যাঁরা ভাঙচুরের সঙ্গে যুক্ত, তাদের ভিডিও ফুটেজ় তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের হাতে । বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, প্রার্থী নিয়ে অসন্তোষের কথা জানাতে কর্মিরা দলীয় কার্যালয়ে এসেছিলেন। কর্মীদের সঙ্গে কিছু বিরোধী দলের কর্মীরা ঢুকে পড়ে কার্যালয় ভাঙচুর চালায়। যে সমস্ত কার্যালয় ভাঙচুর হয়েছে সেখানকার ছবি সংগ্রহ করা হয়েছে। যারা ভাঙচুর করছে, তারা কেউ দলীয় কর্মী সমর্থক নন বলে মনে করছেন বিশ্বজিৎ লাহিড়ী । যদি দলীয় কর্মীরা যুক্ত থাকে, তবে তাদের নামের তালিকা তুলে দেওয়ার কথা বলা হয়েছে ।
ইসলামপুর শহর মণ্ডলের কনভেনর সন্দীপ ভট্টাচার্য জানান, প্রার্থী ঘোষণার পর কর্মীদের মনে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। সেই অসন্তোষের জেরে কার্যালয় ভাঙচুর হয়েছে । ঘটনার দিন তিনি দলীয় সভায় যোগ দিতে রায়গঞ্জে গিয়েছিলেন । সাংগঠনিক নিয়ম মেনে তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে । তিনি সেই চিঠি জবাব জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন।
আরও পড়ুন :শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল
যদিও বিজেপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয় বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল । তিনি পাল্টা অভিযোগ করেছেন, প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে বিজেপি কর্মীরাই কার্যালয় ভাঙচুর করেছে ৷ এ বিষয়ে বিজেপি আইনের সাহায্য কেন নিচ্ছে না সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল প্রার্থী ৷