ETV Bharat / state

রায়গঞ্জে পুড়ল বিজেপির কার্যালয়, অভিযুক্ত তৃণমূল - raiganj police station

বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ তাদের অভিযোগ , বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে ৷

বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল
বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল
author img

By

Published : Apr 16, 2021, 6:07 PM IST

রায়গঞ্জ, 16 এপ্রিল : বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। রায়গঞ্জ বিধানসভার কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের পিরোজপুরের ঘটনা ৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে আসে করনজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

বৃহস্পতিবার রাতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ৷ তাদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির নেতা কর্মীরা। ঘটনাস্থলে আসে করনজোড়াপুলিশ ফাঁড়ির পুলিশ । যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দের কারনেই এই ঘটনা ঘটেছে।

রায়গঞ্জে পুড়ল বিজেপির কার্যালয়, অভিযুক্ত তৃণমূল
পয়লা বৈশাখের দিন রাতে পিরোজপুর এলাকায় বিজেপির একটি নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুস্কৃতীরা। এই ঘটনার অভিযোগের তির উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি গণেশ চন্দ্র বিশ্বাসের অভিযোগ," বেশ কিছুদিন ধরে আমাদের দলের কর্মীদের মোবাইলে সরাসরি হুমকি আসছিল ৷ গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের এলাকার বিজেপির নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার সঙ্গে যুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আমরা এলাকায় পথ অবরোধ করি। যতক্ষণ না দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে ততক্ষণ এই অবরোধ চলবে। "

যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস জানিয়েছেন, "বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও হাত নেই। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের বহিঃপ্রকাশ।" তিনি এও বলেন, "সম্প্রতি বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে অপসারিত করার কারণে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে। এই ঘটনা তারই প্রতিফলন।"

আরও পড়ুন : তাজ দর্শনে করোনার কোপ, বন্ধ অন্য স্মৃতিসৌধও

রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, " "বহুদিন ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যানার জ্বালাচ্ছে , পোস্টার পোড়াচ্ছে ৷ কাল এদের এত সাহস হয়ে গিয়েছে যে ফিরোজপুরের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিল ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুঝে গিয়েছে ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে ৷ তাই এখন এইসব অপকর্ম করছে ৷"

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করনজোড়া ফাঁড়ির পুলিশ।

রায়গঞ্জ, 16 এপ্রিল : বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। রায়গঞ্জ বিধানসভার কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের পিরোজপুরের ঘটনা ৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে আসে করনজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

বৃহস্পতিবার রাতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ৷ তাদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির নেতা কর্মীরা। ঘটনাস্থলে আসে করনজোড়াপুলিশ ফাঁড়ির পুলিশ । যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দের কারনেই এই ঘটনা ঘটেছে।

রায়গঞ্জে পুড়ল বিজেপির কার্যালয়, অভিযুক্ত তৃণমূল
পয়লা বৈশাখের দিন রাতে পিরোজপুর এলাকায় বিজেপির একটি নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুস্কৃতীরা। এই ঘটনার অভিযোগের তির উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি গণেশ চন্দ্র বিশ্বাসের অভিযোগ," বেশ কিছুদিন ধরে আমাদের দলের কর্মীদের মোবাইলে সরাসরি হুমকি আসছিল ৷ গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের এলাকার বিজেপির নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার সঙ্গে যুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আমরা এলাকায় পথ অবরোধ করি। যতক্ষণ না দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে ততক্ষণ এই অবরোধ চলবে। "

যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস জানিয়েছেন, "বিজেপির নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও হাত নেই। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের বহিঃপ্রকাশ।" তিনি এও বলেন, "সম্প্রতি বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে অপসারিত করার কারণে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে। এই ঘটনা তারই প্রতিফলন।"

আরও পড়ুন : তাজ দর্শনে করোনার কোপ, বন্ধ অন্য স্মৃতিসৌধও

রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, " "বহুদিন ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যানার জ্বালাচ্ছে , পোস্টার পোড়াচ্ছে ৷ কাল এদের এত সাহস হয়ে গিয়েছে যে ফিরোজপুরের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিল ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুঝে গিয়েছে ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে ৷ তাই এখন এইসব অপকর্ম করছে ৷"

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করনজোড়া ফাঁড়ির পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.