রায়গঞ্জ, 18 নভেম্বর: হাঁটতে হাঁটতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj) হাজির সইফুল ইসলাম ৷ ভূগোলের এই ছাত্র আদতে বাংলাদেশের (Bangladesh) কুমিল্লার (Cumilla) বাসিন্দা ৷ হেঁটে ঘুরে বেড়াতে ভালোবাসেন ৷ ভালোবাসেন দেশ, বিদেশের মানুষের সঙ্গে মিশতে, তাঁদের আচার-আচরণ পর্যবেক্ষণ করতে ৷ আর ভালোবাসেন প্রকৃতি ৷ সমুদ্র, নদী, পাহাড়, জঙ্গল উজিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোই তাঁর নেশা ৷ সেই ভালোবাসা থেকেই 75 দিনে বাংলাদেশের 64টি জেলা ঘুরেছিলেন সইফুল ৷ আর এবার তাঁর লক্ষ্য, হেঁটে পশ্চিমবঙ্গ অতিক্রম (Bangladeshi Student India Tour) ৷ গত 7 অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যাত্রা শুরু করেন সইফুল ৷ পশ্চিমবঙ্গে ঢোকেন বেনাপোল হয়ে ৷ তাঁর এবারের অন্তিম গন্তব্য সান্দাকফু ৷ সইফুলের আশা, নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের শুরুতেই পৌঁছে যাবেন সেখানে ৷ পড়শি দেশের বাসিন্দাদের প্রতি তাঁর বার্তা মূলত দুটি ৷
সইফুলের বক্তব্য, লাগাতার অরণ্যছেদনের ফলেই নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য ৷ তাতে অসুস্থতা বাড়ছে ৷ গোদের উপর বিষফোঁড়া হল, মানুষের প্রযুক্তি নির্ভরতা ৷ এখন কেউ বড় একটা হাঁটেন না ৷ শারীরিক কসরতেও বেজায় আপত্তি ৷ ফলে দেহে বাসা বাঁধছে জটিল সব অসুখ ৷ এসবের মোকাবিলায় দাওয়াই শুধু দু'টি ৷ প্রথমত, যত বেশি করে সম্ভব গাছ লাগাতে হবে ৷ আর দ্বিতীয়ত, দিনে অন্তত 30 মিনিট হাঁটতে হবে ৷ আর এই দুই বার্তা এপার বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই হেঁটে চলেছেন ওপার বাংলার সইফুল ৷
আরও পড়ুন: পরিবেশ রক্ষা ও গণপরিবহণে সাইকেলের ভূমিকাকে স্বীকৃতি রাষ্ট্রপুঞ্জের
সইফুলের উদ্যোগ ভালো লেগেছে এপারের মানুষের ৷ তাঁরা সকলেই তাঁকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন ৷ এই বন্ধুত্ব মন কেড়েছে সইফুলেরও ৷ হাঁটতে হাঁটতেই পিঠে জড়িয়ে নিয়েছেন নিজের দেশের পাশাপাশি ভারতেরও জাতীয় পতাকা ৷ বোঝাতে চেয়েছেন দুই বঙ্গ আলাদা রাষ্ট্র হলেও তাদের আবেগ এক ৷ এই মৈত্রী চির অটুট থাকুক, সেই কামনাই করেছেন বাংলাদেশি এই যুবক ৷