ETV Bharat / state

Ballot Box Recovery: করণদিঘিতে মাছ ধরতে ফেলা জালে পুকুর থেকে উঠল ব্যালট বাক্স - করণদিঘি

Ballot Box Recovered from Pond: উত্তর দিনাজপুরের করণদিঘিতে যে বুথে ব্য়ালট বাক্স লুঠের অভিযোগ উঠেছিল, সেই এলাকা থেকেই পুকুর থেকে উদ্ধার হল দু’টি ব্যালট বাক্স ৷ শুক্রবার এই ঘটনাটি ঘটে ৷ ডালখোলা থানার পুলিশ বাক্স দু’টি উদ্ধার করেছে ৷

Ballot Box Recovery
Ballot Box Recovery
author img

By

Published : Jul 29, 2023, 6:32 PM IST

Updated : Jul 29, 2023, 7:43 PM IST

করণদিঘিতে মাছ ধরতে ফেলা জালে পুকুর থেকে উঠল ব্যালট বাক্স

রায়গঞ্জ, 29 জুলাই: মাছ ধরতে পুকুরে ফেলা হয়েছিল জাল ৷ কিন্তু সেই জালে মাছের বদলে উঠে এল ব্যালট বাক্স ৷ এই দৃশ্য দেখে তাজ্জব পুকুরে মাছ যাঁরা ধরতে গিয়েছিলেন, তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার করণদিঘি ব্লকের বাজারগাঁও-1 গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথ সংলগ্ন এলাকায় ৷

Ballot Box Recovery
পুকুর থেকে উঠল ব্যালট বাক্স

পুকুর থেকে ব্য়ালট বাক্স উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয় এলাকায় ৷ ব্যালট বাক্স দেখতে পুকুর পাড়ে ভিড় জমান স্থানীয় মানুষ ৷ তাঁদেরই কোনও একজন ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই শনিবার শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতেও ৷ যদিও ব্যালট বাক্স উদ্ধার হয়েছে শুক্রবার ৷ তবে বিষয়টি সামনে আসে এ দিন ৷

করণদিঘির বিডিও নীতীশ তামাং বলেন, "গতকাল একটি ব্যালট বাক্স উদ্ধারের খবর পেয়ে তড়িঘড়ি পুলিশকে জানানো হয় । পুলিশ গিয়ে বাক্সটি উদ্ধার করে ডালখোলা থানায় নিয়ে আসে ।"

বিডিও জানিয়েছেন, গত 8 জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন স্থানীয় 25 নম্বর বুথে ব্যালট বাক্স লুটের ঘটনা ঘটে । সেখানকার প্রিসাইডিং অফিসার অভিযোগ করেছিলেন যে 3টি ব্যালট বাক্স লুট হয়েছে । পরবর্তী সময়ে সেই বুথে আবার ভোট হয় । এখন 2টি ব্যালট বাক্স উদ্ধার হওয়ার পর বিডিও-র ধারণা ওগুলো লুট হয়ে যাওয়া বাক্স৷ যদিও ভাইরাল হওয়া ভিডিয়োতে একটি বাক্স উদ্ধারের ছবি দেখা গিয়েছে ।

Ballot Box Recovery
পুকুর থেকে উঠল ব্যালট বাক্স

উল্লেখ্য, ভোট গণনার দিন গণনাকেন্দ্রে কারচুপির অভিযোগ এনেছিলেন রায়গঞ্জের সাংসদ বিজেপির দেবশ্রী চৌধুরী । তার মধ্যে করণদিঘির গণনা কেন্দ্রে কারচুপির ঘটনা ঘটেছে বলেও সরব হন সাংসদ । কারচুপির অভিযোগে রায়গঞ্জে গণনাকেন্দ্রে গিয়ে রায়গঞ্জের বিডিওকে বিক্ষোভ দেখানোর সময় বিডিও-কে হেনস্তার অভিযোগ ওঠে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ।

আরও পড়ুন: রায়গঞ্জের বিডিওকে হেনস্তা ! সাংসদ দেবশ্রী-সহ চার বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃণমূলের ওঠা ভোটে কারচুপির অভিযোগই সত্যি ? এই নিয়ে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ তৃণমূলের তরফে পুরো ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে বিজেপির উপর ৷ তৃণমূলের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উস্কানি ব্যালট বাক্স পুকুরে ফেলেছিল বিজেপি ৷ অন্যদিকে বিজেপির তরফে এই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে ৷

Ballot Box Recovery
পুকুর থেকে উঠল ব্যালট বাক্স

তবে এই নিয়ে প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে ৷ পঞ্চায়েত ভোটের পর 20 দিন কেটে গিয়েছে ৷ তার পরও কেন ব্যালট বাক্স উদ্ধারের চেষ্টা করা হয়নি, উঠেছে এই প্রশ্নও ৷

করণদিঘিতে মাছ ধরতে ফেলা জালে পুকুর থেকে উঠল ব্যালট বাক্স

রায়গঞ্জ, 29 জুলাই: মাছ ধরতে পুকুরে ফেলা হয়েছিল জাল ৷ কিন্তু সেই জালে মাছের বদলে উঠে এল ব্যালট বাক্স ৷ এই দৃশ্য দেখে তাজ্জব পুকুরে মাছ যাঁরা ধরতে গিয়েছিলেন, তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার করণদিঘি ব্লকের বাজারগাঁও-1 গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথ সংলগ্ন এলাকায় ৷

Ballot Box Recovery
পুকুর থেকে উঠল ব্যালট বাক্স

পুকুর থেকে ব্য়ালট বাক্স উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয় এলাকায় ৷ ব্যালট বাক্স দেখতে পুকুর পাড়ে ভিড় জমান স্থানীয় মানুষ ৷ তাঁদেরই কোনও একজন ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই শনিবার শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতেও ৷ যদিও ব্যালট বাক্স উদ্ধার হয়েছে শুক্রবার ৷ তবে বিষয়টি সামনে আসে এ দিন ৷

করণদিঘির বিডিও নীতীশ তামাং বলেন, "গতকাল একটি ব্যালট বাক্স উদ্ধারের খবর পেয়ে তড়িঘড়ি পুলিশকে জানানো হয় । পুলিশ গিয়ে বাক্সটি উদ্ধার করে ডালখোলা থানায় নিয়ে আসে ।"

বিডিও জানিয়েছেন, গত 8 জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন স্থানীয় 25 নম্বর বুথে ব্যালট বাক্স লুটের ঘটনা ঘটে । সেখানকার প্রিসাইডিং অফিসার অভিযোগ করেছিলেন যে 3টি ব্যালট বাক্স লুট হয়েছে । পরবর্তী সময়ে সেই বুথে আবার ভোট হয় । এখন 2টি ব্যালট বাক্স উদ্ধার হওয়ার পর বিডিও-র ধারণা ওগুলো লুট হয়ে যাওয়া বাক্স৷ যদিও ভাইরাল হওয়া ভিডিয়োতে একটি বাক্স উদ্ধারের ছবি দেখা গিয়েছে ।

Ballot Box Recovery
পুকুর থেকে উঠল ব্যালট বাক্স

উল্লেখ্য, ভোট গণনার দিন গণনাকেন্দ্রে কারচুপির অভিযোগ এনেছিলেন রায়গঞ্জের সাংসদ বিজেপির দেবশ্রী চৌধুরী । তার মধ্যে করণদিঘির গণনা কেন্দ্রে কারচুপির ঘটনা ঘটেছে বলেও সরব হন সাংসদ । কারচুপির অভিযোগে রায়গঞ্জে গণনাকেন্দ্রে গিয়ে রায়গঞ্জের বিডিওকে বিক্ষোভ দেখানোর সময় বিডিও-কে হেনস্তার অভিযোগ ওঠে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ।

আরও পড়ুন: রায়গঞ্জের বিডিওকে হেনস্তা ! সাংসদ দেবশ্রী-সহ চার বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃণমূলের ওঠা ভোটে কারচুপির অভিযোগই সত্যি ? এই নিয়ে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ তৃণমূলের তরফে পুরো ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে বিজেপির উপর ৷ তৃণমূলের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উস্কানি ব্যালট বাক্স পুকুরে ফেলেছিল বিজেপি ৷ অন্যদিকে বিজেপির তরফে এই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে ৷

Ballot Box Recovery
পুকুর থেকে উঠল ব্যালট বাক্স

তবে এই নিয়ে প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে ৷ পঞ্চায়েত ভোটের পর 20 দিন কেটে গিয়েছে ৷ তার পরও কেন ব্যালট বাক্স উদ্ধারের চেষ্টা করা হয়নি, উঠেছে এই প্রশ্নও ৷

Last Updated : Jul 29, 2023, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.