ETV Bharat / state

Raiganj Congress Worker Attack : রায়গঞ্জে কংগ্রেস কর্মীর উপর হামলা, অভিযােগের তির তৃণমূলের দিকে - Congress workers alleges attack by TMC

রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বিধাননগর এলাকায় কংগ্রেস কর্মীর ওপর পিস্তল নিয়ে হামলা (Congress workers alleges attack by TMC) ৷ অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে ।

Raiganj News
রায়গঞ্জে কংগ্রেস কর্মীর উপর হামলা
author img

By

Published : Mar 30, 2022, 9:58 PM IST

রায়গঞ্জ, 30 মার্চ : রায়গঞ্জে কংগ্রেস কর্মী কার্তিক রানার উপর হামলার ঘটনায় চাঞ্চল্য় ছড়াল ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে (Congress workers alleges attack by TMC) ৷ অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বিধাননগর এলাকায়। খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ চন্দ্র চন্দ। পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।

আগামী জুন মাসেই শেষ হয়ে যাচ্ছে রায়গঞ্জ পৌরসভার বোর্ডের মেয়াদ । 2023 সালের পুরভোট নিয়ে এখন থেকেই সরগরম রায়গঞ্জ শহরের রাজনীতি। পুনর্বিন্যাসের জেরে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডটি মহিলা ওয়ার্ড হিসেবে সংরক্ষিত হয়েছে। এই ওয়ার্ডের প্রভাবশালী কংগ্রেস কর্মী কার্তিক রানার স্ত্রী কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিতেই এলাকার তৃণমূল নেতা আদেশ মাহাতোর নেতৃত্বে বিজয় দাস এবং বাবুয়া সাহা-সহ তৃণমূলের বাহিনীরা কার্তিক রানার উপর হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ।

কংগ্রেস কর্মী কার্তিক রানার উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত দুই কংগ্রেস কর্মী, অভিযোগ তৃণমূলের দিকে

স্থানীয় কংগ্রেস নেতা শৌভিক রায় জানিয়েছেন, বিগত পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ও ভোট লুঠ করে ক্ষমতায় এসেছিল । তারা রায়গঞ্জ শহরবাসীর আস্থা হারিয়েছে । আর সেকারণেই পৌরভোটের আগে থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে তৃণমূল কংগ্রেস । পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সক্রিয় কংগ্রেস নেতা এবং অন্যতম সংগঠক কার্তিক রানার উপর হামলা চালিয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর আদেশ মাহাতোর নেতৃত্বে তৃণমূলের গুন্ডাবাহিনী ।

যদিও 4 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরুণচন্দ্র চন্দ জানিয়েছেন, পুলিশ ঘটনার সঠিক তদন্ত করবে। তিনি আক্রান্ত ব্যক্তির পাশে এসে দাঁড়িয়েছেন।

রায়গঞ্জ, 30 মার্চ : রায়গঞ্জে কংগ্রেস কর্মী কার্তিক রানার উপর হামলার ঘটনায় চাঞ্চল্য় ছড়াল ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে (Congress workers alleges attack by TMC) ৷ অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বিধাননগর এলাকায়। খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ চন্দ্র চন্দ। পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।

আগামী জুন মাসেই শেষ হয়ে যাচ্ছে রায়গঞ্জ পৌরসভার বোর্ডের মেয়াদ । 2023 সালের পুরভোট নিয়ে এখন থেকেই সরগরম রায়গঞ্জ শহরের রাজনীতি। পুনর্বিন্যাসের জেরে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডটি মহিলা ওয়ার্ড হিসেবে সংরক্ষিত হয়েছে। এই ওয়ার্ডের প্রভাবশালী কংগ্রেস কর্মী কার্তিক রানার স্ত্রী কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিতেই এলাকার তৃণমূল নেতা আদেশ মাহাতোর নেতৃত্বে বিজয় দাস এবং বাবুয়া সাহা-সহ তৃণমূলের বাহিনীরা কার্তিক রানার উপর হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ।

কংগ্রেস কর্মী কার্তিক রানার উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত দুই কংগ্রেস কর্মী, অভিযোগ তৃণমূলের দিকে

স্থানীয় কংগ্রেস নেতা শৌভিক রায় জানিয়েছেন, বিগত পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ও ভোট লুঠ করে ক্ষমতায় এসেছিল । তারা রায়গঞ্জ শহরবাসীর আস্থা হারিয়েছে । আর সেকারণেই পৌরভোটের আগে থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে তৃণমূল কংগ্রেস । পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সক্রিয় কংগ্রেস নেতা এবং অন্যতম সংগঠক কার্তিক রানার উপর হামলা চালিয়েছে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর আদেশ মাহাতোর নেতৃত্বে তৃণমূলের গুন্ডাবাহিনী ।

যদিও 4 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরুণচন্দ্র চন্দ জানিয়েছেন, পুলিশ ঘটনার সঠিক তদন্ত করবে। তিনি আক্রান্ত ব্যক্তির পাশে এসে দাঁড়িয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.