ETV Bharat / state

রাতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রায়গঞ্জে - রায়গঞ্জে রাত্রিকালীন বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা

এই পরিষেবা পাওয়া যাবে রায়গঞ্জ বিধানসভার পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা ও রায়গঞ্জ পৌরসভা এলাকায় ।

রাতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রায়গঞ্জে
রাতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রায়গঞ্জে
author img

By

Published : Nov 15, 2020, 10:59 AM IST

রায়গঞ্জ, 15 নভেম্বর : এবার থেকে রায়গঞ্জে রাতে পাওয়া যাবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা । দীপাবলির রাতে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার উপ পুরপতি অরিন্দম সরকার । ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং, DSP রিপন বল, IC সুরজ থাপা সহ অন্যরা ।

এই পরিষেবা পাওয়া যাবে রায়গঞ্জ বিধানসভার পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা ও রায়গঞ্জ পৌরসভা এলাকায় । চলাচল করবে চারটি অ্যাম্বুলেন্স । এবিষয়ে অরিন্দম সরকার বলেন, "গ্রাম থেকে পৌরসভা এলাকায় রোগীদের রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খুব সমস্যা হচ্ছিল । অ্যাম্বুলেন্স মিললেও তার ভাড়া ছিল বেশ চড়া, যা দুস্থ পরিবারের সাধ্যের বাইরে ছিল । সেকথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হল । রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এই পরিষেবা চলবে সম্পূর্ণ বিনামূল্যে ।"

তিনি আরও বলেন, "রায়গঞ্জ বিধানসভার পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাত্রিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা ।"

রায়গঞ্জ, 15 নভেম্বর : এবার থেকে রায়গঞ্জে রাতে পাওয়া যাবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা । দীপাবলির রাতে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার উপ পুরপতি অরিন্দম সরকার । ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং, DSP রিপন বল, IC সুরজ থাপা সহ অন্যরা ।

এই পরিষেবা পাওয়া যাবে রায়গঞ্জ বিধানসভার পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা ও রায়গঞ্জ পৌরসভা এলাকায় । চলাচল করবে চারটি অ্যাম্বুলেন্স । এবিষয়ে অরিন্দম সরকার বলেন, "গ্রাম থেকে পৌরসভা এলাকায় রোগীদের রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খুব সমস্যা হচ্ছিল । অ্যাম্বুলেন্স মিললেও তার ভাড়া ছিল বেশ চড়া, যা দুস্থ পরিবারের সাধ্যের বাইরে ছিল । সেকথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হল । রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এই পরিষেবা চলবে সম্পূর্ণ বিনামূল্যে ।"

তিনি আরও বলেন, "রায়গঞ্জ বিধানসভার পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাত্রিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.