ETV Bharat / state

রায়গঞ্জ ছেয়েছে 'অমর্ত্যবাণী'-তে, তুঙ্গে রাজনৈতিক তরজা - Jai Ma Durga

অমর্ত্য সেনের বক্তব্যকে উদ্ধৃত করে ব্যানার পড়ল রায়গঞ্জ শহরজুড়ে । কে বা কারা কোন উদ্দেশ্যে এই ব্যানার লাগিয়েছে তাই নিয়ে রায়গঞ্জের রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে ।

রায়গঞ্জ
author img

By

Published : Jul 16, 2019, 8:50 PM IST

রায়গঞ্জ, 16 জুলাই : জয়শ্রীরাম ধ্বনি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্যকে উদ্ধৃত করে ব্যানার পড়ল রায়গঞ্জ শহরজুড়ে । সম্প্রতি অমর্ত্য সেনের জয়শ্রীরাম ধ্বনি নিয়ে করা একটি মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কেন্দ্রীয় ও রাজ্য BJP নেতারা অমর্ত্য সেনকে কটাক্ষও করেন । অমর্ত্য সেনের সেই বিতর্কিত মন্তব্যই ব্যানারগুলিতে উদ্ধৃত করা হয়েছে ।

ব্যানারগুলিতে লেখা হয়েছে "জয়শ্রীরাম স্লোগান আগে কখনও শুনিনি । ইদানিং মানুষকে মারার জন্য এটি ব্যবহার করা হচ্ছে । আমার মনে হয় না বাংলার সংস্কৃতির সঙ্গে এই স্লোগানের কোনও যোগ আছে । আমি আমার চার বছরের নাতনিকে জিজ্ঞাসা করেছিলাম তাঁর পছন্দের ভগবান কে? তাঁর উত্তর মা দুর্গা । মা দুর্গার সঙ্গে কখনও রাম নবমীর তুলনা হয় না।" অমর্ত্য সেনের ছবির পাশে তাঁর এই মন্তব্য দিয়ে ব্যানারের নীচে লেখা হয়েছে নাগরিকদের পক্ষ থেকে প্রচারিত ।

কে বা কারা কোন উদ্দেশ্যে এই ব্যানার লাগিয়েছে তাই নিয়ে রায়গঞ্জের রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে । উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি নির্মল দাম বলেন, "রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসই এই ব্যানার লাগিয়েছে । অমর্ত্য সেন বাংলার সংস্কৃতি কী ? তা না জেনেই মন্তব্য করেছেন । যারা এই ব্যানার লাগিয়েছে তাদের এবং অমর্ত্য সেনের মন্তব্যের আমরা নিন্দা করছি। "

এদিকে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সন্দীপ বিশ্বাস বলেন, "আমরা জানি না কে বা কারা ওই ব্যানার লাগিয়েছে । তবে যারাই এই কাজ করুক আমরা তাদের সমর্থন করছি । জয়শ্রীরাম স্লোগান আসলে ধর্মীয় বিভেদ সৃষ্টি করতেই BJP ব্যবহার করে ।"

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, "আমরা অমর্ত্যবাবুর মন্তব্য সমর্থন করি । তবে ওই ব্যানার আমরা লাগাইনি । এখন জয়শ্রীরাম স্লোগান শুনলে আমাদের ভয় হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ওই স্লোগান দেয় BJP। "

CPI(M)-র জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের চেয়ারম্যান অপূর্ব পাল বলেন, "আমরা অমর্ত্য সেনের বক্তব্যকে সমর্থন করি। কে বা কারা ওই ব্যানার লাগয়েছে তা জানি না । তবে এখন জয়শ্রীরাম স্লোগান শুধুমাত্র মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্যই ব্যবহার করা হয় ।"

রায়গঞ্জ, 16 জুলাই : জয়শ্রীরাম ধ্বনি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্যকে উদ্ধৃত করে ব্যানার পড়ল রায়গঞ্জ শহরজুড়ে । সম্প্রতি অমর্ত্য সেনের জয়শ্রীরাম ধ্বনি নিয়ে করা একটি মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কেন্দ্রীয় ও রাজ্য BJP নেতারা অমর্ত্য সেনকে কটাক্ষও করেন । অমর্ত্য সেনের সেই বিতর্কিত মন্তব্যই ব্যানারগুলিতে উদ্ধৃত করা হয়েছে ।

ব্যানারগুলিতে লেখা হয়েছে "জয়শ্রীরাম স্লোগান আগে কখনও শুনিনি । ইদানিং মানুষকে মারার জন্য এটি ব্যবহার করা হচ্ছে । আমার মনে হয় না বাংলার সংস্কৃতির সঙ্গে এই স্লোগানের কোনও যোগ আছে । আমি আমার চার বছরের নাতনিকে জিজ্ঞাসা করেছিলাম তাঁর পছন্দের ভগবান কে? তাঁর উত্তর মা দুর্গা । মা দুর্গার সঙ্গে কখনও রাম নবমীর তুলনা হয় না।" অমর্ত্য সেনের ছবির পাশে তাঁর এই মন্তব্য দিয়ে ব্যানারের নীচে লেখা হয়েছে নাগরিকদের পক্ষ থেকে প্রচারিত ।

কে বা কারা কোন উদ্দেশ্যে এই ব্যানার লাগিয়েছে তাই নিয়ে রায়গঞ্জের রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে । উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি নির্মল দাম বলেন, "রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসই এই ব্যানার লাগিয়েছে । অমর্ত্য সেন বাংলার সংস্কৃতি কী ? তা না জেনেই মন্তব্য করেছেন । যারা এই ব্যানার লাগিয়েছে তাদের এবং অমর্ত্য সেনের মন্তব্যের আমরা নিন্দা করছি। "

এদিকে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সন্দীপ বিশ্বাস বলেন, "আমরা জানি না কে বা কারা ওই ব্যানার লাগিয়েছে । তবে যারাই এই কাজ করুক আমরা তাদের সমর্থন করছি । জয়শ্রীরাম স্লোগান আসলে ধর্মীয় বিভেদ সৃষ্টি করতেই BJP ব্যবহার করে ।"

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, "আমরা অমর্ত্যবাবুর মন্তব্য সমর্থন করি । তবে ওই ব্যানার আমরা লাগাইনি । এখন জয়শ্রীরাম স্লোগান শুনলে আমাদের ভয় হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ওই স্লোগান দেয় BJP। "

CPI(M)-র জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের চেয়ারম্যান অপূর্ব পাল বলেন, "আমরা অমর্ত্য সেনের বক্তব্যকে সমর্থন করি। কে বা কারা ওই ব্যানার লাগয়েছে তা জানি না । তবে এখন জয়শ্রীরাম স্লোগান শুধুমাত্র মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্যই ব্যবহার করা হয় ।"

Intro:রায়গঞ্জ, ১৬ জুলাইঃ- জয় শ্রীরাম স্লোগান নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্যকে উদ্ধৃত করে ব্যানার পড়ল রায়গঞ্জ শহরজুড়ে।সেই ব্যানারে সাম্প্রতিককালে অমর্ত্য সেনের জয় শ্রীরাম স্লোগানের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের উল্লেখ রয়েছে।পোস্টারগুলিতে লেখা হয়েছে "জয় শ্রীরাম স্লোগান আগে কখনও শুনিনি।ইদানিং মানুষকে মারার জন্য এটি ব্যবহার করা হচ্ছে।আমার মনে হয় না বাংলার সংস্কৃতির সঙ্গে এই স্লোগানের কোন যোগ আছে।আমি আমার চার বছরের নাতনিকে জিজ্ঞাসা করেছিলাম তার পছন্দের ভগবান কে?তার উত্তর 'মা দুর্গা'।মা দুর্গার সঙ্গে কখনও রামনবমীর তুলনা হয় না।"অমর্ত্য সেনের ছবির পাশে তার এই উক্তি দিয়ে ব্যানারের নীচে লেখা হয়েছে নাগরিকদের পক্ষ থেকে প্রচারিত। কে বা কারা কোন উদ্দেশ্যে এই ব্যানার লাগিয়েছে তাই নিয়েই বর্তমানে রায়গঞ্জের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।বিজেপির অভিযোগ বিরোধীরা ষড়যন্ত্র করে এই কাজ করেছে।যদিও বিজেপির এই মানতে নারাজ সমস্ত বিজেপি বিরোধী দলেরা।

উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নির্মল দাম বলেন,রাতের অন্ধকারে কেউ বা কারা নাগরিক দের পক্ষে বলে ওই ব্যানার লাগিয়েছে।আমার মনে হয় তৃণমূল থেকেই এই কাজ করা হয়েছে।অমর্ত্য সেন বাংলার সংস্কৃতি কী তা না জেনেই মন্তব্য করেছেন বলেই মনে করি।আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার জেলায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় কারও মৃত্যু হয়নি।যারা এই ব্যানার লাগিয়েছে তাদের এবং অমর্ত্য সেনের মন্তব্যের আমরা নিন্দা করি।

রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সন্দীপ বিশ্বাস বলেন,আমরা জানিনা কে বা কারা ওই ব্যানার লাগিয়েছেন।তবে যেই এই কাজ করুক আমরা তাদের সমর্থন করি।জয় শ্রীরাম স্লোগান আসলে ধর্মীয় বিভেদ সৃষ্টি করতেই ব্যবহার করে বিজেপি।

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন,আমরা অমর্ত্যবাবুর উক্তিকে সমর্থন করি।তবে ওই ব্যানার আমরা লাগাইনি।জয় শ্রীরাম স্লোগান শুনলে আমাদের ভয় হয়।সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ওই স্লোগান।

সিপিআইএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের চেয়ারম্যান অপূর্ব পাল বলেন,আমরা অমর্ত্য সেনের বক্তব্যকে সমর্থন করি।কে বা কারা ওই ব্যানার লাগয়েছে তা জানা নেই।তবে জয় শ্রীরাম স্লোগান শুধুমাত্র মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্যই ব্যবহার করা হয়।

বাইট-- নির্মল দাম,,সন্দীপ বিশ্বাস,,মোহিত সেনগুপ্ত।।

তারক চক্রবর্তী,, রায়গঞ্জ।। Body: চConclusion:নফ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.