রায়গঞ্জ, 16 জুলাই : জয়শ্রীরাম ধ্বনি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বক্তব্যকে উদ্ধৃত করে ব্যানার পড়ল রায়গঞ্জ শহরজুড়ে । সম্প্রতি অমর্ত্য সেনের জয়শ্রীরাম ধ্বনি নিয়ে করা একটি মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কেন্দ্রীয় ও রাজ্য BJP নেতারা অমর্ত্য সেনকে কটাক্ষও করেন । অমর্ত্য সেনের সেই বিতর্কিত মন্তব্যই ব্যানারগুলিতে উদ্ধৃত করা হয়েছে ।
ব্যানারগুলিতে লেখা হয়েছে "জয়শ্রীরাম স্লোগান আগে কখনও শুনিনি । ইদানিং মানুষকে মারার জন্য এটি ব্যবহার করা হচ্ছে । আমার মনে হয় না বাংলার সংস্কৃতির সঙ্গে এই স্লোগানের কোনও যোগ আছে । আমি আমার চার বছরের নাতনিকে জিজ্ঞাসা করেছিলাম তাঁর পছন্দের ভগবান কে? তাঁর উত্তর মা দুর্গা । মা দুর্গার সঙ্গে কখনও রাম নবমীর তুলনা হয় না।" অমর্ত্য সেনের ছবির পাশে তাঁর এই মন্তব্য দিয়ে ব্যানারের নীচে লেখা হয়েছে নাগরিকদের পক্ষ থেকে প্রচারিত ।
কে বা কারা কোন উদ্দেশ্যে এই ব্যানার লাগিয়েছে তাই নিয়ে রায়গঞ্জের রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে । উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি নির্মল দাম বলেন, "রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসই এই ব্যানার লাগিয়েছে । অমর্ত্য সেন বাংলার সংস্কৃতি কী ? তা না জেনেই মন্তব্য করেছেন । যারা এই ব্যানার লাগিয়েছে তাদের এবং অমর্ত্য সেনের মন্তব্যের আমরা নিন্দা করছি। "
এদিকে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সন্দীপ বিশ্বাস বলেন, "আমরা জানি না কে বা কারা ওই ব্যানার লাগিয়েছে । তবে যারাই এই কাজ করুক আমরা তাদের সমর্থন করছি । জয়শ্রীরাম স্লোগান আসলে ধর্মীয় বিভেদ সৃষ্টি করতেই BJP ব্যবহার করে ।"
উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, "আমরা অমর্ত্যবাবুর মন্তব্য সমর্থন করি । তবে ওই ব্যানার আমরা লাগাইনি । এখন জয়শ্রীরাম স্লোগান শুনলে আমাদের ভয় হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ওই স্লোগান দেয় BJP। "
CPI(M)-র জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের চেয়ারম্যান অপূর্ব পাল বলেন, "আমরা অমর্ত্য সেনের বক্তব্যকে সমর্থন করি। কে বা কারা ওই ব্যানার লাগয়েছে তা জানি না । তবে এখন জয়শ্রীরাম স্লোগান শুধুমাত্র মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্যই ব্যবহার করা হয় ।"