রায়গঞ্জ, 10 জানুয়ারি : নয়ডাতে খুন করে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে শেষে মাটির টানে বাড়ি ফিরতেই গ্রেপ্তার অভিযুক্ত ৷
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের নয়ডাতে শ্রমিক হিসেবে কাজ করতে গেছিলেন মহম্মদ মহিবুল ওরফে জাহিরুল ও তার ভাই আনারুল ৷ তাদের বাড়ি উত্তর দিনাজপুরের ভাতুন গ্রাম পঞ্চায়েতের পূর্ব বসতপুর গ্রামে ৷ নয়ডায় রহমান নামে এক যুবকের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিবাদ বাধে তাদের ৷ অভিযোগ, 2018 সালের 31 মে মহিবুল রহমানকে গলায় ও পেটে ছুরি মেরে খুন করে পালিয়ে যায় । মহিবুলের বাড়ির ঠিকানা জানার পর রায়গঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে নয়ডা পুলিশ ৷ কিন্তু অনেক চেষ্টার পরও অধরাই থেকে যায় মহিবুল ।
গতকাল অন্য একটি মারপিটের ঘটনায় জড়িয়ে পড়ার অপরাধে রায়গঞ্জের ভাটোল থেকে গ্রেপ্তার করা হয় মহিবুলকে ৷ এরপর রায়গঞ্জ থানার পুলিশ যোগাযোগ করে নয়ডা থানার পুলিশের সঙ্গে ৷ আজ সকালেই রায়গঞ্জে এসে পৌঁছায় রহমান খুনের ঘটনার তদন্তকারী নয়ডা পুলিশের একটি দল । অন্যদিকে আজ রায়গঞ্জ আদালতে তোলা হয় মহিবুলকে ৷ তাকে ট্রানজ়িট রিমান্ডে নয়ডা নিয়ে যাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে নয়ডা থানার পুলিশ ৷