ETV Bharat / state

নয়ডায় খুন করে রায়গঞ্জে গ্রেপ্তার অভিযুক্ত - নয়ডা

নয়ডায় এক যুবককে খুন করে পালিয়ে বেড়াচ্ছিল উত্তর দিনাজপুরের পূর্ব বসতপুর গ্রামের বাসিন্দা মহম্মদ মহিবুল ৷ গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাকে ৷

alleged person murdered at Delhi arrested at Raiganj
নয়ডায় খুন করে রায়গঞ্জে গ্রেপ্তার অভিযুক্ত
author img

By

Published : Jan 10, 2020, 5:50 PM IST

রায়গঞ্জ, 10 জানুয়ারি : নয়ডাতে খুন করে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে শেষে মাটির টানে বাড়ি ফিরতেই গ্রেপ্তার অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের নয়ডাতে শ্রমিক হিসেবে কাজ করতে গেছিলেন মহম্মদ মহিবুল ওরফে জাহিরুল ও তার ভাই আনারুল ৷ তাদের বাড়ি উত্তর দিনাজপুরের ভাতুন গ্রাম পঞ্চায়েতের পূর্ব বসতপুর গ্রামে ৷ নয়ডায় রহমান নামে এক যুবকের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিবাদ বাধে তাদের ৷ অভিযোগ, 2018 সালের 31 মে মহিবুল রহমানকে গলায় ও পেটে ছুরি মেরে খুন করে পালিয়ে যায় । মহিবুলের বাড়ির ঠিকানা জানার পর রায়গঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে নয়ডা পুলিশ ৷ কিন্তু অনেক চেষ্টার পরও অধরাই থেকে যায় মহিবুল ।

গতকাল অন্য একটি মারপিটের ঘটনায় জড়িয়ে পড়ার অপরাধে রায়গঞ্জের ভাটোল থেকে গ্রেপ্তার করা হয় মহিবুলকে ৷ এরপর রায়গঞ্জ থানার পুলিশ যোগাযোগ করে নয়ডা থানার পুলিশের সঙ্গে ৷ আজ সকালেই রায়গঞ্জে এসে পৌঁছায় রহমান খুনের ঘটনার তদন্তকারী নয়ডা পুলিশের একটি দল । অন্যদিকে আজ রায়গঞ্জ আদালতে তোলা হয় মহিবুলকে ৷ তাকে ট্রানজ়িট রিমান্ডে নয়ডা নিয়ে যাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে নয়ডা থানার পুলিশ ৷

রায়গঞ্জ, 10 জানুয়ারি : নয়ডাতে খুন করে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে শেষে মাটির টানে বাড়ি ফিরতেই গ্রেপ্তার অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের নয়ডাতে শ্রমিক হিসেবে কাজ করতে গেছিলেন মহম্মদ মহিবুল ওরফে জাহিরুল ও তার ভাই আনারুল ৷ তাদের বাড়ি উত্তর দিনাজপুরের ভাতুন গ্রাম পঞ্চায়েতের পূর্ব বসতপুর গ্রামে ৷ নয়ডায় রহমান নামে এক যুবকের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিবাদ বাধে তাদের ৷ অভিযোগ, 2018 সালের 31 মে মহিবুল রহমানকে গলায় ও পেটে ছুরি মেরে খুন করে পালিয়ে যায় । মহিবুলের বাড়ির ঠিকানা জানার পর রায়গঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে নয়ডা পুলিশ ৷ কিন্তু অনেক চেষ্টার পরও অধরাই থেকে যায় মহিবুল ।

গতকাল অন্য একটি মারপিটের ঘটনায় জড়িয়ে পড়ার অপরাধে রায়গঞ্জের ভাটোল থেকে গ্রেপ্তার করা হয় মহিবুলকে ৷ এরপর রায়গঞ্জ থানার পুলিশ যোগাযোগ করে নয়ডা থানার পুলিশের সঙ্গে ৷ আজ সকালেই রায়গঞ্জে এসে পৌঁছায় রহমান খুনের ঘটনার তদন্তকারী নয়ডা পুলিশের একটি দল । অন্যদিকে আজ রায়গঞ্জ আদালতে তোলা হয় মহিবুলকে ৷ তাকে ট্রানজ়িট রিমান্ডে নয়ডা নিয়ে যাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে নয়ডা থানার পুলিশ ৷

Intro:রায়গঞ্জ, ১০ জানুয়ারিঃ-নয়ডাতে খুন করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে শেষে মাটির টানে বাড়ি ফিরতেই গ্রেপ্তার আসামী। উত্তরপ্রদেশের নয়ডাতে শ্রমিকের কাজে গিয়ে সামান্য টাকা নিয়ে বচসায় এক যুবককে নৃসংশভাবে খুন করে পালিয়েছিল মহম্মদ মহিবুল ওরফে জাহিরুল।গত বৃহস্পতিবার অন্য একটি মারপিটের অপরাধে রায়গঞ্জের ভাটোল থেকে গ্রেফতার করা হয় তাকে। এরপর ঘটনার তদন্তে শুরু করতেই রায়গঞ্জ থানার পুলিশ জানতে পারে উত্তরপ্রদেশের নয়ডায় খুন করে পালিয়েছিল সে।এরপরই তাদের সঙ্গে যোগাযোগ করে এখানকার পুলিশ। ধৃত মহিবুলকে শুক্রবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। অভিযুক্ত মহিবুলকে ট্রানজিট রিমান্ডে নওদা নিয়ে যাওয়ার জন্য রায়গঞ্জ আদালতের কাছে আবেদন নয়ডার পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নওদার কাছে দাদরি এলাকায় ভিনরাজ্যের শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার ভাতুন গ্রামপঞ্চায়েতের পূর্ব বসতপুর গ্রামের বাসিন্দা মহম্মদ মহিবুল ও তার ভাই আনারুল। সেখানে ওই এলাকার রহমান নামে এক যুবকের সাথে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে মহম্মদ মহিবুলের সাথে বিবাদ চলছিল। অভিযোগ, গত ৩১/০৫/১৮ তারীখে মহিবুল রহমানকে গলায় ও পেটে ছুড়ি মেরে খুন করে পালিয়ে যায়। মহিবুলের ঠিকানা খুঁজে নওদা পুলিশ জানতে পারে অভিযুক্ত মহিবুলের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পূর্ব বসতপুরে। সেইমতো নওদা পুলিশ রায়গঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে। কিন্তু অধরাই থেকে যায় মহিবুল। গত দুদিন আগে অন্য একটি অপরাধমূলক ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে ভাটোলের পূর্ব বসতপুর এলাকা থেকে মহিবুলকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। এরপর রায়গঞ্জ থানার পুলিশ খবর দেয় উত্তরপ্রদেশের নওদা থানার পুলিশকে। শুক্রবার সকালেই রায়গঞ্জে এসে পৌঁছায় রহমান খুনের ঘটনার তদন্তকারী নওদা পুলিশের একটি দল। এদিকে শুক্রবার ধৃত মহম্মদ মহিবুলকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। সূত্রের খবর আদালতের মাধ্যমে ধৃত মহিবুলকে উত্তরপ্রদেশের নওদায় ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে নওদা পুলিশ।Body:AkhConclusion:Skh
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.