ETV Bharat / state

আতঙ্ক সঙ্গী করে উপত্যকা থেকে ঘরে ফিরলেন রায়গঞ্জের শ্রমিকরা - ঘরে ফিরলেন শ্রমিকরা

জীবিকার জন্য কাশ্মীরে গিয়েছিলেন এই রাজ্যের পাঁচ শ্রমিক ৷ সেখানে জঙ্গিদের গুলিতে ক'দিন আগে প্র্রাণ গিয়েছে তাঁদের । ঘটনার পর থেকে চরম আতঙ্কে ছিলেন উত্তর দিনাজপুর জেলা থেকে কাশ্মীরে কাজে যাওয়া শ্রমিক ও তাঁদের পরিবার। বাড়ির প্রিয়জন আর ঘরে ফিরবে কিনা সেই আতঙ্কেই প্রহর গুনছিলেন তাঁরা । অবশেষে আজ ভোরে কাশ্মীর থেকে প্রিয়জনদের বাড়িতে ফিরে পেয়ে স্বস্তি পেলেন তাঁরা ।

ছবি
author img

By

Published : Nov 5, 2019, 12:44 PM IST

Updated : Nov 5, 2019, 5:13 PM IST

রায়গঞ্জ, ৫ নভেম্বর : জীবিকার জন্য কাশ্মীরে গিয়েছিলেন মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক ৷ সেখানে জঙ্গিদের গুলিতে ক'দিন আগে প্র্রাণ গিয়েছে তাঁদের । ঘটনার পর থেকে চরম আতঙ্কে ছিলেন উত্তর দিনাজপুর জেলা থেকে কাশ্মীরে কাজে যাওয়া শ্রমিক ও তাঁদের পরিবার। বাড়ির প্রিয়জন আর ঘরে ফিরবে কি না সেই আতঙ্কেই প্রহর গুনছিলেন তাঁরা । অবশেষে আজ ভোরে কাশ্মীর থেকে প্রিয়জনদের বাড়িতে ফিরে পেয়ে স্বস্তি পেলেন তাঁরা ।
তবে উপায় নেই, পরিস্থিতি ভালো হলে আবারও যেতে হবে কাশ্মীর বা অন্য কোনও ভিনরাজ্যে।

দু'বছর আগে কাশ্মীরের খান্দায় কাজে গিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের সাবেরুল ইসলাম, সোয়েল রানা, মেহেফুজ আলি, জাহাঙ্গির আলম, রুবেল রানা ও ইসমাইল হুসেন। একটি প্লাইউডের কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন তাঁরা ৷ কয়েকদিন আগেই জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে উপত্যকায় থাকা পাঁচ বাঙালি শ্রমিকের । এই ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন কাশ্মীরে থাকা ভিনরাজ্যের শ্রমিকরা ৷ আতঙ্ক ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের শ্রমিক পরিবার গুলির মধ্যেও । নিজের বাড়িতে ফিরে এসেও হেমতাবাদের চৈনগর গ্রামের যুবক সাবেরুল ইসলামের চোখে মুখে এখনও রয়ে গেছে সেই আতঙ্কের ছাপ।

দেখুন ভিডিয়ো

বাবা দবিরুদ্দিন বলেন, ''এই রাজ্যের কাজের অভাব । বাধ্য হয়েই সংসারের বোঝা টানতে ছেলেকে পাঠাতে হয়েছিল কাশ্মীরে । প্রাণের ভয়ে ফিরে আসতে হল ছেলেকে । রাজ্যে ফেরার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। উপত্যকা আবার শান্ত হলে কাশ্মীরেই হয়তো পাঠাতে হবে ছেলেকে। আজ ভোরেই কাশ্মীর থেকে ফিরে এসেছে সাবেরুল । আতঙ্কের ঘোর তাঁর এখনও কাটেনি । "

রায়গঞ্জ, ৫ নভেম্বর : জীবিকার জন্য কাশ্মীরে গিয়েছিলেন মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক ৷ সেখানে জঙ্গিদের গুলিতে ক'দিন আগে প্র্রাণ গিয়েছে তাঁদের । ঘটনার পর থেকে চরম আতঙ্কে ছিলেন উত্তর দিনাজপুর জেলা থেকে কাশ্মীরে কাজে যাওয়া শ্রমিক ও তাঁদের পরিবার। বাড়ির প্রিয়জন আর ঘরে ফিরবে কি না সেই আতঙ্কেই প্রহর গুনছিলেন তাঁরা । অবশেষে আজ ভোরে কাশ্মীর থেকে প্রিয়জনদের বাড়িতে ফিরে পেয়ে স্বস্তি পেলেন তাঁরা ।
তবে উপায় নেই, পরিস্থিতি ভালো হলে আবারও যেতে হবে কাশ্মীর বা অন্য কোনও ভিনরাজ্যে।

দু'বছর আগে কাশ্মীরের খান্দায় কাজে গিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের সাবেরুল ইসলাম, সোয়েল রানা, মেহেফুজ আলি, জাহাঙ্গির আলম, রুবেল রানা ও ইসমাইল হুসেন। একটি প্লাইউডের কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন তাঁরা ৷ কয়েকদিন আগেই জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে উপত্যকায় থাকা পাঁচ বাঙালি শ্রমিকের । এই ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন কাশ্মীরে থাকা ভিনরাজ্যের শ্রমিকরা ৷ আতঙ্ক ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের শ্রমিক পরিবার গুলির মধ্যেও । নিজের বাড়িতে ফিরে এসেও হেমতাবাদের চৈনগর গ্রামের যুবক সাবেরুল ইসলামের চোখে মুখে এখনও রয়ে গেছে সেই আতঙ্কের ছাপ।

দেখুন ভিডিয়ো

বাবা দবিরুদ্দিন বলেন, ''এই রাজ্যের কাজের অভাব । বাধ্য হয়েই সংসারের বোঝা টানতে ছেলেকে পাঠাতে হয়েছিল কাশ্মীরে । প্রাণের ভয়ে ফিরে আসতে হল ছেলেকে । রাজ্যে ফেরার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। উপত্যকা আবার শান্ত হলে কাশ্মীরেই হয়তো পাঠাতে হবে ছেলেকে। আজ ভোরেই কাশ্মীর থেকে ফিরে এসেছে সাবেরুল । আতঙ্কের ঘোর তাঁর এখনও কাটেনি । "

Intro:রায়গঞ্জ, ৫ নভেম্বর, প্রসুন মৈত্র: এরাজ্যে কাজ নেই, রুজি রুটির টানে ছুটে গিয়েছিলেন সুদুর কাশ্মীরে। সেখানে জঙ্গিদের গুলিতে কদিন আগেই প্রান গিয়েছে মুর্শিদাবাদের পাঁচজন শ্রমিকের। ঘটনার পর থেকে চরম আতঙ্কে ছিলেন উত্তর দিনাজপুর জেলা থেকে কাশ্মীরে কাজে যাওয়া শ্রমিক ও তাদের পরিবার। বাড়ির প্রিয়জন আর ঘরে ফিরবে কিনা সেই আতঙ্কেই প্রহর গুনছিলেন পরিবারের লোকেরা। অবশেষে কাশ্মীর থেকে আজ ভোরে নিজেদের বাড়িতে ফিরতে পেরে স্বস্তি পেল তারা। তবে উপায় কি? পরিস্থিতি ভালো হলে আবার কাজে যেতে হবে কাশ্মীর। কাশ্মীর না গেলেও যেতে হবে ভিনরাজ্যে। কেননা এরাজ্যে তো কাজ নেই। এখানে দিনমজুরি করে মাসে তিন হাজার টাকাও রোজগার করা দুরূহ ব্যাপার। সংসার চালানো, বোনেদের বিয়ে দেওয়া এসব সামলাতে রোজগার বেশি প্রয়োজনের। তাই প্রানের ঝুঁকি নিয়ে কাজ করতে যেতে হবে ভিনরাজ্যেই।
দুবছর আগে রুজি রুটির টানে কাশ্মীরের খান্দা এলাকায় একটি প্লাইউডের কারখানার শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের সাবেরুল ইসলাম, সোয়েল রানা, মেহেফুজ আলি, জাহাঙ্গীর আলম, রুবেল রানা ও ইসমাইল হুসেন। উপত্যকায় কদিন আগেই জঙ্গিরা গুলি করে খুন করেছে মুর্শিদাবাদের পাঁচ বাঙালি শ্রমিককে। এই ঘটনার পর থেকে কাশ্মীরে থাকা ভিনরাজ্যের শ্রমিকদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাহেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের কাশ্মীরে কাজে যাওয়া শ্রমিক ও তাদের পরিবার। নিজের বাড়িতে ফিরে আসতে পেরেও হেমতাবাদের চৈনগর গ্রামের যুবক সাবেরুল ইসলামের চোখে মুখে এখনও রয়ে গেছে সেই আতঙ্কের ছাপ। তবে কোলের ছেলে বা প্রিয়জন বাড়ি ফেরাতে স্বস্তি পেয়েছেন তার বাবা-মা। বাবা দবিরুদ্দিন জানালেন, এই রাজ্যের কাজের অভাব। বাধ্য হয়েই সংসারের বোঝা টানতে ছেলেকে পাঠাতে হয়েছিল কাশ্মীরে। প্রানের ভয়ে ফিরে আসতে হল তাকে। তবে তাদের রাজ্যে ফেরার ব্যাবস্থা করেছে এই রাজ্য সরকারই। উপত্যকা আবার শান্ত হলে কাশ্মীরেই পাঠাতে হবে ছেলেকে। এরাজ্যে শ্রমিক বা দিনমজুরি করে মাসে তিন হাজার টাকার বেশি রোজগার করা যায়না। এদিয়ে কি এতবড় সংসার চালানো সম্ভব। আজ ভোরেই কাশ্মীর থেকে ফিরে এসেছে সাবেরুল। আতঙ্কের ঘোর তার এখনও কাটেনি। জানালো রুজি রুটির টানে বাধ্য হয়েই যেতে হয়েছে তাকে। এখানে তেমন কোনও কাজ নেই যা দিয়ে মাসে ২০/১৫ হাজার টাকা রোজগার করা যাবে। তাই পরিস্থিতি শান্ত হলে আবার সে যাবে কাশ্মীর নয়তো অন্য কোনও ভিনরাজ্যে। কেননা এরাজ্যে কাজ কোথায়? তবে নিজেকে সন্তানকে বাড়িতে ফিরে পেয়ে খুশী সাবেরুলের মা নাসিরুন বেগম।

বাইট ১) সাবেরুল ইসলাম ( কাশ্মীর থেকে ফিরে আসা শ্রমিক)
২) দবিরুদ্দিন ইসলাম ( সাবেরুলের বাবা)
৩) নাসিরুন বেগম ( সাবেরুলের মা)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Nov 5, 2019, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.