রায়গঞ্জ, 29 নভেম্বর : সারা রাজ্যের মতোই উত্তর দিনাজপুর জেলাতেও প্রভাব বাড়াচ্ছে রাজনৈতিক সংগঠন মিম। পার্শ্ববর্তী রাজ্য বিহার বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে BJP ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা ।
শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামে একটি দলীয় কর্মীসভা করে মিম । এই কর্মীসভায় তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী সমর্থক মিমে যোগদান করেছেন । উত্তর দিনাজপুর জেলায় মিমের দায়িত্বপ্রাপ্ত নেতা আয়ূব আলি জানিয়েছেন, ‘‘ মিমের সর্বভারতীয় নেতা আসাউদ্দিন ওয়াইসি আমাদের এই জেলায় কাজ করতে বলেছেন ৷ সেই হিসেবে আমরা জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কর্মসূচি শুরু করেছি ।’’
ইতিমধ্যে 4 লাখ মানুষ মিমের সদস্যপদ গ্রহন করেছেন বলে দাবি করেন আয়ূব আলি । অভিযোগের সুরে তিনি বলেন, ‘‘কংগ্রেস কিংবা বামফ্রন্ট সরকার থেকে শুরু করে বর্তমানে এ-রাজ্যের শাসক তৃণমূল সরকার আমাদের প্রতি চরম বঞ্চনা করে চলেছে । দলিত বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই দেশে, এই রাজ্যে পিছিয়ে আছে । তাদের সমস্যার কথা কেউ তুলছে না ৷ একমাত্র মিমের সুপ্রিমো আসাউদ্দিন ওয়াইসিই আমাদের হয়ে আওয়াজ তুলছেন । পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলিম, দলিত ও আদিবাসী সকলেই মিমের সঙ্গে আছে । তাই এ-রাজ্যের নির্বাচনে আমরা লড়াই করব ।’’